E Mudra Loan – দেশের 40 কোটি গ্রাহকের একাউন্টে সর্বোচ্চ 10 টাকা টাকা পর্যন্ত দেবে সরকার। অনলাইনে এইভাবে আবেদন করুন।

নতুন ব্যবসা শুরু করতে বা অন্য প্রয়োজনে হঠাৎ টাকার দরকার হলে কেন্দ্র সরকারের E Mudra Loan প্রকল্পে আবেদন করলেই মিলতে পারে স্বল্প সুদে ও সহজ শর্তে মুদ্রা লোন বা Instant E Mudra Loan.

How to apply instant E Mudra Loan online

বর্তমানকালে টাকার দরকার সমস্ত মানুষের। নতুন কোনো ব্যাবসা শুরু হোক কী উচ্চশিক্ষা, অসুস্থতা হোক কী পারিবারিক অনুষ্ঠান, সবক্ষেত্রেই টাকার প্রয়োজন পড়ে। কোনো কারণে হঠাৎ করে টাকার দরকার পড়লে ঋণ (Bank Loan) নিতে হয়। ব্যাঙ্ক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে। তবে হাজারো শর্ত পেরিয়ে টাকা পান আবেদনকারী। আর যদি ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান (Micro Finance) থেকে ঋণ না মেলে তখন ব্যাক্তি বিশেষের কাছ থেকে চড়া সুদে ঋণ (High Interest Rate Loan) গ্রহণ করতে হয়।

আর সেই ঋণ পরিশোধ করতে কালঘাম ছোটে সাধারণ মানুষের। এতদিন এভাবেই কষ্ট করে ঋণ জোগাড় করতে হত। তবে এবার থেকে ঋণগ্রহণ হল অনেক সহজ। কেন্দ্রীয় সরকারের তরফে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই সুবিধা পেতে চলেছেন সারা দেশের কোটি কোটি জনসাধারণ। লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকার শুরু করল ‘ই-মুদ্রা লোন’ (E Mudra Loan). কিভাবে এখান থেকে ঋণ নেওয়া যাবে? কারা ঋণ পাবেন? আসুন জেনে নেওয়া যাক।

লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ই-মুদ্রা লোন (E-Mudra Loan)। এই স্কিমের অধীনে মোদী সরকার দেশবাসীকে তাঁর প্রয়োজন অনুসারে ১০ লক্ষ টাকার ঋণ প্রদান করবে। ঋণ মিলবে কোনো আপৎকালীন পরিস্থিতি, অসুস্থতা, কোনো নতুন ব্যবসা শুরু ইত্যাদি কারণে। ২০১৫ সালে মোদী সরকার পিএম মুদ্রা যোজনা প্রকল্পটি শুরু করেছিল।

ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে পিএম মুদ্রা যোজনা প্রকল্পের (PM E Mudra Loan Yojana) অধীনে এমার্জেন্সি বাবদ মোদী সরকার ১০ লক্ষ টাকার ঋণ দেবে গ্রাহকদের। ইতিমধ্যেই এই প্রকল্পে কোটি কোটি মানুষ টাকা পেয়েছেন। আর এই প্রকল্পের অধীনে সারা দেশের মোট কোটি মানুষ কে সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিভাবে আবেদন জানাবেন, জেনে নেওয়া যাক।

কারা Instant E Mudra Loan পাবেন?

  • ভারতীয় হতে হবে।
  • বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • আয়ের প্রমান থাকতে হবে।

ঋণ নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?

এই ঋণ নেওয়ার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলি হলঃ
(A) আবেদনকারীর আয়ের প্রমাণ
(B) ১২ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
(C) আবেদনকারীর পাসপোর্ট, ভোটার আইডি কার্ড,
(D) আধার কার্ড, প্যান কার্ড, ইউটিলিটি বিল, ইত্যাদি

আরও পড়ুন, 40 কোটি গ্রাহকদের সর্বোচ্চ 10 লাখ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এইভাবে আবেদন করুন।

(E) আবেদনকারীর জাতিগত শংসাপত্র
(F) আবেদনকারীর ব্যাবসা প্রতিষ্ঠার প্রমাণ
(G) আবেদনকারীর ব্যাবসার ঠিকানা
(H) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি, ইত্যাদি।

ঋণ নেওয়ার জন্য আবেদন জানাবেন কিভাবে?

কেন্দ্রীয় সরকারি উদ্যোগে চালু হওয়া Instant E Mudra Loan স্কিমে আবেদন জানাতে হলে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সারা দেশের ৪০ কোটি জন সাধারণ এই স্কিমের মাধ্যমে ঋণ পেতে পারেন। তাই যদি আপনারও যদি ঋণের প্রয়োজন হয়, তবে নির্দ্বিধায় এই প্রকল্পের অধীনে ঋণগ্রহণ করতে পারে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিভিন্ন কারনে যেকোনো ঋণ এর দরকার হলে প্রয়োজন অনুসারে নিচের লিংকে ক্লিক করুন।
বাড়ির লোন, গৃহঋণ বা Home Loan পেতে এখানে দেখুন।
ব্যাক্তিগত ঋণ বা Personal Loan পেতে এখানে দেখুন।
Business Loan পেতে এখানে দেখুন।
পড়াশোনার লোন বা Student Loan পেতে এখানে ক্লিক করুন।
Gold Loan বা স্বর্ণঋণ পেতে এখানে ক্লিক করুন।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় (Instant E Mudra Loan) ঋণ পেতে এখানে দেখুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment