পশ্চিমবঙ্গের নাগরিকদের নতুন কার্ড দেওয়া হবে! Senior Citizen Card এ কি কি সুবিধা পাবেন? কিভাবে আবেদন করবেন?

আপনি কি বয়স্ক নাগরিক? কোন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, কিন্তু এখনো সুবিধা পাননি? সিনিয়র সিটিজেন কার্ড বা Senior Citizen Card থাকলে আর এই দুর্ভোগ পোহাতে হবে না। এবার আবেদন করার সঙ্গে সঙ্গেই যে কোন প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়া যাবে। আর লাইনে দাঁড়াতে হবে না বা কোন কাজের জন্য বিভিন্ন দফতরে ধাক্কাও খেতে হবে না। কিন্তু তার জন্য করাতে হবে এই বিশেষ কার্ড। সম্প্রতি বিভিন্ন রাজ্যে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে। এবার বিশেষ বিশেষ যায়গায় এই কার্ড পশ্চিমবঙ্গেও দেওয়া শুরু হচ্ছে।

Advertisement

Senior Citizen Card Online Apply.

রাজ্যের কোন মানুষ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) আগেই চালু করেছিলেন দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Camp). এখানে ক্যাম্পে গিয়ে আবেদন করলে তৎক্ষণাৎ সেই সুবিধা দেওয়া হয় রাজ্যবাসীকে। তবে এবার Senior Citizen Card বা সিনিয়র সিটিজেন কার্ড নিয়ে উদ্যোগ নেওয়ার ভাবনা চিন্তা শুরু হলো। যাতে আর কষ্ট করে বাইরে যেতে হবে না সরকারি সুবিধা লাভের জন্য।

Advertisement

কেন্দ্র সরকার প্রথম এই কার্ড কয়েকটি রাজ্যে চালু করেছিল। এই Senior Citizen Card করা থাকলে ঘরে বসেই যে কোন সরকারি সুবিধা (Government Benefits) আপনি পেতে পারবেন সবার আগে। কাদের জন্য এই কার্ড? কি কি সুবিধা পাওয়া যাবে এতে? কিভাবে আবেদন করবেন? দেখে নিন এক নজরে। নাগরিকদের সুবিধার জন্য রাজ্য হোক বা কেন্দ্র সরকার অনেক ধরণের নতুন নতুন সুবিধা নিয়ে এসেছে, তার মধ্যে এই কার্ড অন্যতম বলে মনে করা হচ্ছে।

সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার উপায়

পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) এই রাজ্যে বসবাসকারী ৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য চালু করতে চলেছে বিশেষ সুবিধা। সাধারণত প্রবীণ নাগরিকরা শারীরিক দিক থেকে খানিকটা অক্ষম হন। এই কারণে যে কোন সরকারি ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া চালু রয়েছে। Senior Citizen Card একই উদ্দেশ্যে তৈরি। এই কার্ড তাদের বয়সের পরিচয় বহন করে।

যাতে যে কোন রাজ্য সরকারি প্রকল্পে আবেদন জানালে সবার আগে সুবিধা পাওয়ার অধিকার থাকে তাদের। এতে জীবনযাত্রার মান উন্নত হয় সেই বয়স্ক নাগরিকের (Senior Citizens). ভারতের অন্যান্য কিছু রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে এই Senior Citizen Card. এবার পশ্চিমবঙ্গের বয়স্ক নাগরিকরাও এর সুবিধা পাওয়ার যোগ্য হলেন। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন।

Advertisement

তবে একাধিক রাজ্যে অনলাইনে Senior Citizen Card এর জন্য আবেদন করার অপশন রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অনলাইনে সুবিধা চালু হয়নি। তবে কোলকাতা পুলিশের উদ্যোগে প্রনাম নামে একটি কর্মসূচী চালু হয়েছে। যেখানে বয়স্ক নাগরিকদের বিশেষ সুবিধা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ব্লক অফিসে নিজস্ব উদ্যোগে বয়স্ক নাগরিকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু সারা রাজ্য জুড়ে এখনও Senior Citizen Card এর এই সুবিধা পূর্ণ রূপে চালু হয়নি, বা কোনও অনলাইনে আবেদনের অপশন পাওয়া যাচ্ছে না। হয়তো আগামীতে এটা চালু হতে পারে। তবে এই স্কীমের কি কি সুবিধা দেখে নিতে পারেন।

সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা

১. সিনিয়র সিটিজেন কার্ড থাকলে বিভিন্ন সরকারি প্রকল্পে আগে সুবিধা পাওয়ার সুযোগ পাবেন প্রবীণ নাগরিকরা।
২. ব্যাংকে সুদের হারে (Bank Interest Rate) অফার দেওয়া হবে তাদের।
৩. বিনিয়োগের উপর সাধারণ গ্রাহকদের থেকে বেশি সুদ পাবেন তারা।
৪. সরকারি হাসপাতালে চিকিৎসার খরচেও এই কার্ড ডিসকাউন্ট দিয়ে থাকে নির্দিষ্ট ব্যক্তিদের।

৫. বাসে বা ট্রেনে ভ্রমণ করলে ভাড়ায় ছাড় দেওয়া হয়।
৬. এছাড়া আয়কর ছাড়ও দেওয়া হয় Senior Citizen Card করে নিলে।
৭. বয়স্ক নাগরিকরা আর্থিকভাবে নিজেদের টিকিয়ে রাখতে না পারলে বৃদ্ধাশ্রমের সুবিধা পেতে পারেন।

E Shram Card (ই শ্রম কার্ড)

সিনিয়র সিটিজেন কার্ড করতে কি ডকুমেন্ট লাগবে?

  • বয়সের প্রমানপত্র।
  • ঠিকানার প্রমানপত্র।
  • বসবাসের প্রমাণ।
  • রক্তের রিপোর্ট যদি চাওয়া হয়।

মহিলাদের ৫০০০ টাকা দেবে সরকার। PMMVY প্রকল্পে প্রসূতি মায়েরা আবেদন করুন।

পশ্চিমবঙ্গে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

১. প্রথমেই বলে রাখা ভালো সার্বজনিকভাবে এখনও এই কার্ড দেওয়া চালু হয়নি। তবে বিভিন্ন ব্লক ও তহশিলদারের অফিসে বয়স্ক নাগরিকদের বিশেষ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তাই আপনাকে প্রথমেই চলে যেতে হবে নিকটবর্তী তহশীলদারের অফিসে। সেখানে এই কার্ড দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে হবে প্রথমে। যদি সেই অফিসে এই কার্ড দেওয়া হয় তবে নিচের অপশন গুলো ফলো করবেন।

২. সেখানে আপনাকে একটি আবেদনপত্র দেওয়া হবে।
৩. নিজের হাতে সঠিকভাবে আবেদন পত্রটিকে পূরণ করে ফেলুন।
৪. কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স অবশ্যই সঙ্গে রাখবেন।
৫. আপনার আবেদনপত্র এবং ডকুমেন্ট গুলি জমা করে দিন সেখানে। তাহলেই কাজ শেষ।Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment