বিপদ কখন তা আসে বলা যায় না। আর বিপদের সময়ে সবচেয়ে বেশি দরকার টাকা। সেই জন্য আজকে আমরা LIC Personal Loan সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নেব। এখন আমরা সকলেই যেই পরিমাণ টাকা রোজগার করি তার মাধ্যমে খুবই কষ্টে নিজেদের সংসার চালাতে হয়। আর নিজেদের কিছু শখ পূরণ করতে চাইলে সেটাও কখন কখন অসম্ভব বলে মনে হয়। আর বিপদের সম্মুখীন হলে তো বলাই বাহুল্য! কিন্তু এই বিপদের মুহূর্তে যদি হাতে টাকা না থাকে কি করবেন? কোথা থেকে জোগাড় করবেন জরুরী ভিত্তিতে টাকা?
LIC Personal Loan Interest Rate 2024.
সেই সমস্ত গ্রাহকদের চিন্তার অবসান ঘটালো ভারতীয় জীবন বীমা নিগম তথা LIC. যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে LIC Personal Loan দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India). টাকার দরকার হলে এখানে আবেদন করুন আর মাত্র ৫ মিনিটেই পেয়ে যান পার্সোনাল লোন। আপনার যত টাকা দরকার তত টাকাই লোন নিতে পারেন এখান থেকে। কিভাবে এই পার্সোনাল লোন পাওয়া যাবে? কত হারে সুদ দিতে হবে? সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাওয়া যাবে? ইত্যাদি বিষয় গুলো দেখে নেওয়া যাক।
LIC Personal Loan Calculator
LIC কে আমরা সাধারণত জীবন বীমা সংস্থা হিসেবেই চিনি। তবে বীমা ছাড়াও বর্তমানে এই সংস্থা সহজ শর্তে এবং স্বল্প সুদে লোন দেওয়ার প্রক্রিয়া চালু করেছে। যার মাধ্যমে বিরাট উপকৃত হচ্ছেন এর গ্রাহকরা। বিশেষ একটি পলিসির মাধ্যমে এখান থেকে আপনি পড়াশোনা, ব্যবসা, বিবাহ, গাড়ি কেনা, বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যেকোনো ধরনের প্রয়োজনে তাৎক্ষণিক লোন (Instant Loan) নিতে পারেন। আসুন এলআইসি পলিসি লোনের (LIC Policy Loan) সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
LIC Personal Loan Interest Rate
এলআইসি পার্সোনাল লোনের সুদের হার
একজন গ্রাহক এলআইসিতে লোনের জন্য আবেদন করলে তাকে ৯ শতাংশ হারে সুদ দিতে হবে কোম্পানিকে। মনে করুন আপনি ১ লক্ষ টাকা লোন (1 Lakh LIC Personal Loan) নিলেন এলআইসি থেকে। আপনি ৫ বছরের মেয়াদে সেই লোন শোধ করবেন। এই পরিস্থিতিতে প্রত্যেক মাসে আপনাকে ইএমআই (Loan EMI) গুনতে হবে ২০৭৬ টাকা করে। অর্থাৎ যেখানে সাধারণ ব্যাংকে প্রায় ১১ থেকে ১৫% পর্যন্ত Personal Loan এর সুদ গুনতে হয়, সেখানে LIC Personal Loan এ মাত্র ৯% সুদে এই লোন পেতে পারেন।
LIC Personal Loan Apply Criteria
- এলআইসি লোন (LIC Policy Loan) পেতে গেলে প্রথমেই আপনাকে হতে হবে ভারতের একজন স্থায়ী নাগরিক।
- কেবল এলআইসি কোম্পানির কাস্টমাররাই এই লোন নিতে পারবেন।
- ঋন গ্রহীতার অবশ্যই নিজস্ব একটি স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।
- ঋণ গ্ৰহীতার বয়স হতে হবে ২৪ থেকে ৭২ বছরের মধ্যে।
LIC Personal Loan Apply Documents
১. পরিচয়ের যে কোন একটি প্রমাণ Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
২. বিদ্যুতের বিল (Electricity Bill).
৩. স্থায়ী ঠিকানার একটি প্রমাণ।
৪. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫. এলআইসির পলিসি (LIC Policy) প্রমাণপত্র।
How to Apply for LIC Personal Loan
১. প্রথমে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোম পেজের উপর Policy Loan Option দেখতে পাবেন। সেইটিতে ক্লিক করুন।
৩. যদি Personal Loan এ ক্লিক করেন, তবে তার ভেতর বিভিন্ন সাব ক্যাটাগরী দেখাবে যেমন হোম লোন, কার লোন, গোল্ড লোন, এডুকেশন লোন, ম্যারেজ লোন ইত্যাদি।
৪. আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি বাছুন।
৫. এরপর Apply Now বাটনে ক্লিক করুন।
৬. নতুন পেজ খুলবে, যেখানে LIC Personal Loan জন্য এপ্লিকেশন ফর্ম আসবে।
৭. এখানে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি নির্বাচন করুন।
টাকার প্রয়োজন হলেই দেবে সরকার। এইভাবে আবেদন করলেই ৫ মিনিটে একাউন্টে টাকা ঢুকবে।
৮. এরপর লোন সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কোন কারণে লোন নিচ্ছেন, কত সময়ের মেয়াদে তা শোধ করবেন ইত্যাদি লিখতে হবে।
৯. সব কিছু হয়ে গেলে Submit বাটন ক্লিক করুন।
১০. তাহলে লোনের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে।
১১. লোনের বিষয়ে যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে আপনার নিকটবর্তী এলআইসি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, পহেলা জুন থেকে স্টেট ব্যাংক গ্রাহকরা এই সুবিধা পাবেন না!