EWS Certificate – জেনারেল কাস্ট সার্টিফিকেট, পেলেই চাকরিতে সংরক্ষণ, কিভাবে আবেদন করবেন, কিভাবে পাবেন?

দেশের সংবিধান অনুযায়ী সরকারি সমস্ত ধরনের সুযোগ সুবিধাই পেয়ে থাকেন সংরক্ষিত শ্রেণীর (SC ST OBC) মানুষেরা। এবার EWS Certificate এর মাধ্যমে সাধারণ বা জেনারেল কেটাগরির ছেলেমেয়েরাও এই সুবিধা পাবে। এই EWS Certificate কিভাবে করতে হয়? কারা এই সার্টিফিকেট পাবেন। কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু জেনে নিন।

উচ্চ শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি, বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিষেবা সমস্ত কিছুই পাওয়া যায় সংরক্ষিত শ্রেণীর তালিকাভুক্ত হলে। SC,ST, এবং OBC এই ধরনের সংরক্ষিত শ্রেণীর তালিকায় যারা রয়েছেন, তারাই সরকারের অধিকাংশ সুযোগ সুবিধাই পেয়ে থাকেন। আর এর ফলে অনেকেই মনে করছেন, অসংরক্ষিত শ্রেণীর (Unreserved Category) যে সমস্ত মানুষ তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তার কারণ, সরকারি ক্ষেত্রে একটা ধারণা চেপে বসে রয়েছে, যে SC, ST এবং OBC শ্রেণীর মানুষেরাই আর্থিকভাবে পিছিয়ে পড়া। আর অসংরক্ষিত শ্রেণী বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা উচ্চবিত্ত এবং আর্থিক সম্পন্ন শ্রেণী ভুক্ত।

আর এই ধারণা থেকেই নতুন সমস্যা তৈরি হয়েছে। তার কারণ, বহু এসসি, এসটি, ওবিসি প্রার্থী রয়েছেন, যারা এই মুহূর্তে আর্থিকভাবে যথেষ্টই প্রতিষ্ঠিত। আবার এরকম বহু জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছেন, যারা যথেষ্টই নিম্নবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীতে রয়েছেন। কিন্তু ওই শুধুমাত্র জাতিগত সংরক্ষণের তালিকায় না থাকার জন্য এই অসংরক্ষিত শ্রেণী, Unreserved Category এর প্রার্থীরা কোনো কিছুতেই সুযোগ সুবিধা পাচ্ছেন না। আর ফলে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। সেই দিকে নজর দিয়েই এবার সরকারের তরফে শুরু করা হয়েছে EWS সিস্টেম।

EWS Certificate কি?

ই ডব্লিউ এস মানে Economically Weaker Section যারা Unreserved ক্যাটাগরির প্রার্থী বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী, তারাই একমাত্র EWS এর এর আওতায় পড়বেন অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর। তাদের জন্য স্কুল, কলেজ, উচ্চশিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরিতেও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, সমস্ত ক্ষেত্রেই এই EWS তালিকায় নাম থাকলে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাবেন। এক্ষেত্রে সরকারি চাকরি সহ বিভিন্ন জায়গায় 10%, EWS Certificate প্রার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে।

ফলে যারা অসংরক্ষিত শ্রেণীর বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী তারা ই ডব্লিউ এস তালিকায় নিজের নাম নথিভুক্ত করে, EWS Certificate নিতে পারবেন বা তার সঙ্গে ই ডব্লিউ এস সার্টিফিকেট পেয়ে যাবেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক, কিভাবে EWS Certificate পাওয়া যাবে, তার যোগ্যতা কি, আবেদন পদ্ধতি কি:

EWS Certificate পাওয়ার যোগ্যতা:

প্রথমেই আপনাকে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হতে হবে।
SC, ST এবং OBC সম্প্রদায়ের কেউই EWS সার্টিফিকেটের জন্য আবেদনের যোগ্য নন।
পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
পরিবারের কোনো সদস্যের নামে ৫ একরের বেশি জমি থাকা চলবে না।
পরিবারের কোনো সদস্যের নামেই ১ হাজার স্কোয়ার ফুটের বেশি ফ্ল্যাট থাকা বা বাড়ি থাকা চলবে না।
নিজের মিউনিসিপালিটিতে ১০০ স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা চলবে না।
অন্য মিনিসিপালিটিতে ২০০ স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকা চলবে না।

কিভাবে আবেদন করবেন:

ই ডব্লিউ এস এর জন্য সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে।
EWS Certificate এর Form Annexure A অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
নিজের সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
সমস্ত প্রয়োজনীয় নথির জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জুড়তে হবে।
পাসপোর্ট ছবি আবেদন পত্রে লাগাতে হবে।
এরপরে একটি মুখবন্ধ খামে বা আঠা দিয়ে বন্ধ করা খামে ভরে জমা দিতে হবে।

EWS Certificate পেতে কি কি ডকুমেন্টস লাগবে:

ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সিটিজেন সার্টিফিকেট বা অভিভাবকের সিটিজেন সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা পারিবারিক আয়ের প্রমান। চাকরিজীবী হলে স্যালারী স্লিপ, ব্যাবসায়ী হলে ট্যাক্স রিটার্ন ফাইল, অন্য পেশার হলে স্থানীয় চেয়ারম্যান, ও জনপ্রতিনিধির প্রত্যয়নকৃত ইনকাম সার্টিফিকেট দিতে হবে।

আরও পড়ুন, টেট উত্তীর্ণদের জন্য সুখবর, বাকি দফার ইন্টারভিউ এর দিন ঘোষণা করলো পর্ষদ, কারা আগে চাকরি পাবে জেনে নিন।

কোথায় জমা দিতে হবে:
আবেদনপত্র পূরণ করার পরে জমা দিতে হবে এই জায়গায়–
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট District Magistrate or Additional District Magistrate
সাব ডিভিশনাল অফিসার Sub Divisional Officer
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ার হলে কলকাতা DWO কাছে জমা দিতে হবে।

সরকারের নতুন পেনশন প্রকল্প, পরিবারের আয় কম হলেই মাসে মাসে টাকা পাবেন

কিভাবে EWS সার্টিফিকেট পাওয়া যাবে:
আবেদনপত্র জমা দেওয়ার পরে গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি যে এলাকারই বাসিন্দা হোন, BL এবং LRO দ্বারা যাচাই করা হবে।
আবেদনকারীর জমি, বাড়ি, ফ্ল্যাট, সম্পত্তি, ইনকাম সমস্ত কিছুই যাচাই করে দেখা হবে।
কলকাতা কর্পোরেশন এরিয়ার আবেদনকারী হলে, সেখানে Chief Valuer/Surveyor যাচাই করে দেখবেন।
সংশ্লিষ্ট আধিকারিক সমস্ত যাচাইকরণ করার পরে Verify করবেন। তারপরেই আপনি নির্দিষ্ট EWS সার্টিফিকেট পেয়ে যাবেন।
Written by Rajib Ghosh.

বোনাস বৃদ্ধির পর এবার রমজান মাসে পশ্চিমবঙ্গের কর্মীদের জন্য সেকশনাল হলিডে ঘোষণা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment