Bhabishyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে ফের একবারের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হল। নতুন বছরে পশ্চিমবঙ্গের নাগরিকদের (West Bengal Citizens) আরও এক উপহার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). ইতিমধ্যেই ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) করা হয়েছে। এছাড়াও রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ (Student Intership Program) এবং যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme) চালু করার কথাও ঘোষণা করা হয়েছে তার তরফ থেকে।
Bhabishyat Credit Card Benefits And Apply Process.
আর এবার মিলল আরো এক সুখবর। রাজ্যে চালু হলো নতুন এক ধরনের কার্ড যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card). রাজ্যের বেকারদের কর্মমুখী করে তোলার জন্য এটি নতুন উদ্যোগ রাজ্য সরকারের (Government Of West Bengal) কি এই কার্ড? কি সুবিধা পাওয়া যাবে এতে? কারাই বা পাবেন সুবিধা? সব বিশদে জেনে নিন পড়ে।
Bhabishyat Credit Card
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনমুখী প্রকল্প গুলি সংখ্যা বর্তমানে ৭৫ টিরও বেশি। যার মধ্যে রয়েছে কন্যাশ্রী (Kanyashree Prakalpa), যুবশ্রী (Yuvashree Scheme), রুপশ্রী (Rupashree Scheme), স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), সবুজ সাথী (Sabooj Sathi) ও আরো অনেক। এই রকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হল এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card). এই প্রকল্পটি ভবিষ্যত লোন প্রকল্প (Loan Scheme) নামেও পরিচিত। রাজ্যের সমস্ত বেকার যুবকরা এর সুবিধায় আসার যোগ্য।
এর মূল লক্ষ্য হলো স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের নিজস্ব ব্যবসা (Business) তৈরিতে সাহায্য করা। তবে শুধু ব্যবসায়ী নয়, যুবকরা কোনো উচ্চ শিক্ষা অনুসরণ করলে তার জন্যেও ঋণ পাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card) এর মাধ্যমে। কি কি যোগ্যতা লাগবে এর সুবিধা পেতে হলে? কিভাবে আবেদন করবেন? এবার এসব দেখে নিন।
Bhabishyat Credit Card আবেদনে কি যোগ্যতা দরকার?
- আবেদনকারীকে অন্তত গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের (West Bengal) একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
- বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
- কেবল পুরুষ প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য, মহিলারা নন।
- একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই সুবিধা পেতে পারবে।
Bhabishyat Credit Card কিভাবে আবেদন করতে হবে?
- সর্বপ্রথম এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in ভিজিট করতে হবে।
- হোম পেজের ওপর Apply বাটানে ক্লিক করতে হবে।
- পুনরায় Apply বাটানে ক্লিক করুন।
- স্ক্রিনে যে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে Click Here to Register এ ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় তথ্যাদি যেমন আবেদনকারীর পুরো নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ও পাসওয়ার্ড এন্টার করুন।
- মোবাইল নাম্বারে যে OTP আসবে সেটিকে বসিয়ে Register বাটনে ক্লিক করুন।
- এরপর মূল এপ্লিকেশন ফর্মে পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি বসিয়ে ফাইনালি সাবমিট করতে হবে।
- তবে অনলাইন ছাড়া অফলাইনেও Bhabishyat Credit Card এর জন্য আগ্রহীরা আবেদন করতে পারেন। এজন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হবে, তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন।
Bhabishyat Credit Card আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
1) যেকোনো একটি ফটো আইডেন্টিটি গ্রুপ।
2) স্থায়ী বাসস্থানের প্রমান।
3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
4) উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণের জন্য প্রতিষ্ঠানে ভর্তির রশিদ বা ব্যবসার ক্ষেত্রে ঋণের জন্য ব্যবসার কাগজপত্র।
5) পাসপোর্ট সাইজ এর ছবি ও নিজস্ব সিগনেচার।
6) ব্যাংক একাউন্টের বিবরণ।
আধার কার্ড অতীত সারা দেশে চালু হচ্ছে ABC Card. কারা এই কার্ড পাবেন? এই কার্ডের কি কি সুবিধা।
Bhabishyat Credit Card এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল কর্মপ্রার্থীদের সুবিধা করে দিতে চলেছেন। মূলত যেই সকল যুব সমাজ এখনো পর্যন্ত চাকরি পায়নি এবং যারা বিনা কোন চাকরি ছাড়া নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চাইছে এবং অন্যদের রোজগার দিতে চাইছে তারা অবশ্যই এই প্রকল্পে (Government Scheme) নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
Written by Nabadip Saha.
বাড়ি বসেই সহজ কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড।