কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুখবর পেল সারা দেশের মেহনতি মানুষ। E Shram Card বা ই শ্রম কার্ডের মাধ্যমে ১০০০ নয়, ২০০০ নয়, একেবারে ৩০০০ টাকা করে ভাতা (Allowance) দেওয়া হচ্ছে আবেদনকারীর প্রত্যেকের ব্যাংক একাউন্টে (Bank Account). যদিও এই প্রকল্প নতুন নয়, তবে অনেকেই এই প্রকল্প সম্মন্ধে জানেন না, বিশেষ করে গ্রাম ও প্রান্তিক মানুষদের কাছে অনেক সময় অনলাইনের বিভিন্ন খবর জানা থাকে না, তাই জনস্বার্থে প্রচারের উদ্দেশ্যে এই প্রতিবেদন।
How to Apply on E Shram Card for Get 3000 Rupees Monthly.
E Shram Card পেতে হলে কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগে, কি কি নতি লাগবে, কি কি সুবিধা পাবেন, প্রতিমাসে কত টাকা পাবেন? সমস্ত কিছু জেনে নিন। এই প্রকল্প থেকে টাকা পেতে শুধু করতে হবে আবেদন। তাহলেই প্রতিমাসে ঘরে বসে নিশ্চিত ভাতা পাবেন আপনিও। দেশের কয়েক কোটি মানুষের একাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে এই মাসের ৩০০০ টাকা।
ই শ্রম কার্ড কারা করতে পারবে
আগামী দিনেও যারা ই শ্রম কার্ড অনলাইন আবেদন তথা E Shram Card আবেদন করবেন তাদেরকে এই সুবিধা দেবে বলে জানিয়েছে কেন্দ্র। আর দেশের সকল গরীব ও মধ্যবিত্ত অসংগঠিত ক্ষেত্রের মানুষদের অবসর জীবনকে সুরক্ষিত করার জন্য এই ই শ্রম কার্ড যোজনা অনেকদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) শুরু করেছিলেন। এবারে জেনে নেওয়া যাক যে এই E Shram Card এর সুবিধা পাওয়ার জন্য কি যোগ্যতা দরকার এখানে টাকা পেতে হলে? কিভাবে তার আবেদন করতে হবে? সেই সব বিষয়ে নিচে জানানো হলো।
ই শ্রম কার্ডের সুবিধা ও অসুবিধা
মুলত অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার (Government of India) ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হয়েছে Shramik Card Scheme. এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদেরকে দেওয়া হয় E Shram Card. এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রের যত অংসগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকা করা।
এই E Shram Card থাকলে ৬০ বছর বয়সের পরে থেকে পেনশন (Pension) পাওয়া যায়। মেলে নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ই শ্রম যোজনায় (E Shram Yojana). এখনো পর্যন্ত দেশের মোট ২০ কোটি মানুষ E Shram Card আওতায় নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে ২ কোটি মানুষকে এর সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
Which Benefits Will You Get in E Shram Card?
১. যাদের কোন স্থায়ী রোজগার নেই তাদের ষাট বছর বয়সের পর প্রতি মাসে নিশ্চিত ৩০০০ টাকা পেনশন দেয় কেন্দ্র।
২. শ্রম কার্ডধারী ব্যক্তি দের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আওতায় ১ লক্ষ টাকা (দুর্ঘটনায় বিকলাঙ্গ হলে) আর ২ লক্ষ টাকা (মারা গেলে) বিমা দেওয়া হয়।
৩. E Shram Card থাকলে সেই ব্যক্তির সন্তানদের বিনামূল্যে বাই সাইকেল এবং স্ত্রীকে সেলাই মেশিন (PM Free Silai Machine Scheme) দেওয়া হয়।
৪. শ্রম কার্ড থাকা ব্যক্তিদের আবাস যোজনারও সুবিধা দেয় কেন্দ্র।
ই শ্রম কার্ড কারা করতে পারবে
৫. উপভোক্তার ছেলে মেয়ের পড়াশোনার খরচও পাওয়া যায় সরকারের থেকে।
৬. পরিচয় পত্র হিসেবে ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজে লাগে।
৭. E Shram Card দেশের যেকোনো রাজ্যে গ্ৰাহ্য হয়।
৮. এছাড়াও এর সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা থাকলে দেশের যেকোনো প্রান্তে রেশন নিতে পারেন আপনি।
Who Will Get E Shram Card Benefits
১. একজন ভারতীয় নাগরিক হতে হবে।
২. বয়স সীমা হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।
৩. কোন অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে কাজে যুক্ত থাকতে হবে অর্থাৎ কোন স্থায়ী রোজগার থাকা চলবে না।
৪. সরকারের কাছে আয়কর জমা দেওয়া বা ইপিএফও, ই এস আই সি ইত্যাদিতে নাম থাকা চলবে না।
Documents Needed for Apply in E Shram Card
- আধার কার্ড (UIDAI Aadhaar Card).
- নিজের এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- প্যান কার্ড (PAN Card).
- আধার লিংকড মোবাইল নম্বর।
- ব্যাংকের পাস বই।
ই শ্রম কার্ড অনলাইন আবেদন
১. প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
২. হোমপেজ খুললে ডান পাশে দেখতে পাবেন New Registration বাটান। এতে ক্লিক করুন।
৩. এরপর ‘Registration on E Labour বাটনে ক্লিক করুন।
৪. মোবাইল নম্বর দিতে বলবে। নিজের আধার লিঙ্ক করা মোবাইল নম্বর বসিয়ে Send OTP তে ক্লিক করুন।
৫. ফোনে OTP আসবে। ওটিপি লিখে Submit বাটন ক্লিক করুন।
৬. নতুন পেজ ওপেন হবে যেখানে প্রকল্পের আবেদন পত্র পূরণ করতে হবে।
৭. আপনার ব্যক্তিগত, কাজের এবং ব্যাংকের বিবরণ সঠিক ভাবে দিয়ে এই ফর্ম ফিলাপ করুন।
৮. এরপর Next করে পরে পেজে এসে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করুন।
৯. হয়ে গেলে Submit বাটন প্রেস করুন। ই শ্রম কার্ডের আবেদন শেষ। আপনার আবেদন গৃহীত হলে ই শ্রম কার্ড ডাউনলোড করতে পারবেন, অথবা বাড়িতে ডাকযোগে পেয়ে যাবেন। ই শ্রম কার্ড চেক বা ই শ্রম কার্ড লিস্ট, ই শ্রম কার্ড টাকা, ই শ্রম কার্ড লিস্ট, ই শ্রম কার্ড টাকা সংক্রান্ত বিষদে জানতে সরকারি ওয়েবসাইট ফলো করুন।
Written by Nabadip Saha.
এছাড়া প্রকল্পের তথ্য পেতে নিচের লিংক গুলিতে ক্লিক করে দেখুন,
- লক্ষ্মীর ভান্ডারের টাকা একাউন্টে কবে ঢুকবে জেনে নিন?
- বাংলার মা বোনেদের জন্য ৫টি নতুন প্রকল্প। কি কি পাবেন, কিভাবে আবেদন করবেন?
- এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। এইভাবে আবেদন করুন।
- এই প্রকল্পে আবেদন করলেই পাবেন নগদ ৫০০০ টাকা।
- পশ্চিমবঙ্গে এবছর মাধ্যমিক ও HS পাশ করলেই টাকা পাবেন।
- বাংলার কৃষকবন্ধুদের একাউন্টে আজ থেকেই টাকা ঢুকবে।
আমার ইশ্রম কার্ড করা আছে , কিন্তু আমার কাছে তথ্য আসেনি।অপেক্ষা য় রহিলাম।
অমার ইশ্রম কাড আছে। টাকা পাই না । কি
কোরব
আমারো eshram card আছে।
কোনো মেসেজ এখনো আসেনি।ও
E shram card ache but cono massage aseni amonki taka o paina ki korbo
E shram card ache amar baba taka payna
আমার ইশ্রম কাছে আছে কিন্তু কোন মেসেজ এখনো আসেনি
Hii I’m Sunil Sinha
Ami ke bhave amar E Shram card ache
আমার eshram card আছে, কিন্তু টাকা পাই না