How many Scholarships can a Student apply: পশ্চিমবঙ্গের প্রায় ২১ শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় ১৬.৪ শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। এইসব পরিবারের কাছে পড়াশোনা এক অলীক স্বপ্ন। এমন পরিবারগুলিতে অনেক মেধাবী সন্তান থাকা সত্ত্বেও টাকা পয়সার অভাবে উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তারা পূরণ করতে পারে না। তাদের কথা ভেবেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথভাবে একাধিক স্কলারশিপের সুবিধা দিয়ে থাকেন। এই স্কলারশিপগুলি নির্ভর করে মেধা, জাতি ও পরিবারের আয় সহ বিভিন্ন বিষয়ের ওপর।
একসঙ্গে কতগুলো স্কলারশিপে আবেদন করা যাবে (How many Scholarships can a Student apply)
বর্তমানে অধিকাংশ সরকারি এবং বেসরকারি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই বর্তমানে পরিবারসহ পড়ুয়ার অভিভাবকের সবার মনে একটাই প্রশ্ন যে একজন পড়ুয়া একসঙ্গে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে? আজকের এই প্রতিবেদনটিতে পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবকের মনে স্কলারশিপ সম্পর্কে যেসব প্রশ্ন এবং খটকা রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
স্বামী বিবেকানন্দ ও নবান্ন স্কলারশিপ
এই ২ টি স্কলারশিপই ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ বিখ্যাত। অনেকের মনে প্রশ্ন থাকে এই ২ টি স্কলারশিপে একসাথে আবেদন করা যাবে কিনা! আপনাদের জানিয়ে রাখি একসাথে এই ২ টি স্কলারশিপে পড়ুয়ারা আবেদন করতে পারবে না। ন্যূনতম ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর পেলে ছাত্র-ছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যদি ৬০ শতাংশের বেশি নম্বর থাকে তাহলে বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে।
আরোও পড়ুন » Unnati Scholarship 2023 – আবেদন করুন উন্নতি স্কলারশিপে আর পান নগদ 35000 টাকা।
ওয়েসিস ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
ওয়েসিস স্কলারশিপে আবেদন করার পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও আবেদন করা যায়। তবে কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যদি অনুমতি দেয়, তাহলেই একসাথে এই ২ টি স্কলারশিপে আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এই স্কলারশিপগুলি ভেরিফিকেশন -এর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ওপর। তাই তাঁরা যদি অনুমতি দেন তবেই এই ২ টি স্কলারশিপে একসাথে আবেদন করা যাবে।
ওয়েসিস ও নবান্ন স্কলারশিপ
ছাত্র-ছাত্রীরা চাইলে ওয়েসিস আর নবান্ন স্কলারশিপে একসাথে আবেদন করতে পারবে। ওয়েসিস স্কলারশিপ কেবলমাত্র এসসি(SC), এসটি(ST) এবং ওবিসি(OBC) জাতির পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
ওয়েসিস ও ঐক্যশ্রী স্কলারশিপ
ওবিসি-এ(OBC-A) হওয়া সত্বেও ঐক্যশ্রী আর ওয়েসিস স্কলারশিপে একসাথে আবেদন করা যায় না।
স্বামী বিবেকানন্দ ও ন্যাশনাল স্কলারশিপ
স্বামী বিবেকানন্দ আর ন্যাশনাল স্কলারশিপ অনেকেই একসাথে আবেদন করতে চায়। তাদের জানিয়ে রাখি এই ২ টি স্কলারশিপে একসাথে আবেদন করা যায় না।
বেসরকারি স্কলারশিপ
পড়ুয়ারা একসাথে যতগুলো খুশি বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও পড়ুয়ারা বিভিন্ন সরকারি স্কলারশিপগুলির সাথে যতগুলো খুশি বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে।
আরোও পড়ুন » PM Modi Scholarship – আবেদন করুন মোদী স্কলারশিপে, আর পান পড়াশোনার সব খরচ।