Movie Review – Helmet

সোশ্যাল ইস্যুকে কেন্দ্র করে বলিউডে ছবি প্রচুর হয়েছে কখনো এক একটা হয়েছে মাস্টারক্লাস কখনো বা একএকটা ফ্লপ । আর তার সবচেয়ে বড় কারণ ছবির দুর্বল চিত্রনাট্য । Zee5 এ সদ্য মুক্তি পাওয়া হেলমেট ছবির ক্ষেত্রে তবে কোনটি ধার্য্য হল ? সে দিকেই খোঁজ নেব চলুন ! বলিউডে এ ছবি দ্বিতীয় ভিকি ডোনার হতেই পারত কিন্তু না সেই আশাতে চোনা ফেলেছে এই ছবির দুর্বল চিত্রনাট্য । কমেডি ছবিতে অতিরিক্ত নীতিকথা ছবির চার্মনেস নষ্ট করেছে বলেই মুভি লাভারদের দাবি । অপারশক্তি খুরানা যথেষ্ট একজন দক্ষ অভিনেতা কিন্তু এই ছবিতে তার সেই ছাপ ফ্যাকাসে হয়েই থেকে গেলো । বিষয়বস্তু অবশ্যই ভাল। কন্ডোম নিয়ে এখনও এদেশের মানুষের মধ্যে কুণ্ঠা রয়েছে। এখনও এলাকার ওষুধের দোকানে কন্ডোম চাইতে গেলে অনেকের হেলমেট সিনেমার লাকির মতো অবস্থা হয়। তবে সিনেমার চিত্রনাট্য বড্ড দুর্বল। সংলাপে হাসির উপাদান বেশ কম। অপারশক্তি খুরানা Aparshakti Khurana প্রতিভাবান অভিনেতা। নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে তাঁকে আরও বেশি খাটতে হবে। পাতাললোক সিরিজে অভিষেক Abhishek Banerjee অনবদ্য ছিলেন। কমেডিতে চোরাবালিতে বড্ড বেশি ম্লান।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment