Gold Price Today – পশ্চিমবঙ্গে সোনার দাম কমে গেল অক্ষয় তৃতীয়ার আগে, এই সুযোগকে কাজে লাগান

সোনা সকলেরই পছন্দের পাশাপাশি লাভজনকও বটে। কারণ আপনি আজ যে দামে সোনা (Gold Price) কিনছেন ভবিষ্যতে তার ডবল দামে এটি বিক্রি হবে। তাই সোনা (Gold) কেনার সবচেয়ে উচিৎ সময় হলো যখন এর দাম থাকবে তলানিতে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেটের (Multi Commodity Exchange Rate) তালিকা অনুসারে দেখা যাচ্ছে বর্তমানে ব্যাপক সস্তা হয়েছে সোনার গয়না। দেশের বিভিন্ন স্থানে এক ধাক্কায় অনেকটা পড়েছে সোনার দাম (Gold As An Investment).

Advertisement

22 Carat 24 Carat Gold Price Today.

যা সুবিধা করেছে মধ্যবিত্তের। কেননা এমনিতেই এখন বৈশাখ মাস। চলছে বিবাহের মরশুম। এই সময় অনেকেই সোনার গয়না (Gold Ornaments). কেনাকাটি করে থাকবেন। সেই সুযোগে যদি এখন কম দামে সোনা (Gold Price) মেলে তবে মেঘ না চাইতে জল হওয়ার মত ব্যাপার। জেনে নেওয়া যাক কতটা পড়েছে বর্তমানে সোনার দাম। আপনার শহরে এর মূল্য কত? দেখে নিন আজকের রেট চার্ট।

Advertisement

18 Carat 22 Carat 24 Carat 10 Gram Gold Price

কলকাতায়, ৯ মে ২০২৪ তারিখে GST ও TCS বাদে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম যাচ্ছে ৭২০০০ টাকা। গতকাল, ৮ মে ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ছিল ৭২ হাজার ১৬০ টাকা। ৭ মে এই দাম ছিল ৭২ হাজার ২৫০ টাকা। এই তিন দিনে ২৫০ টাকা কম হয়েছে ২৪ ক্যারেট সোনা। অন্যদিকে আজ কলকাতায় ১০ গ্রামের ২৪ ক্যারেট খুচরো সোনার দাম (Hallmark Gold Price) হয়েছে ৭২৩৫০ টাকা।

গতকাল এই দাম গেছে ৭২৫৫০ টাকা। ৭ মে দাম গেছে ৭২৬৫০ টাকা। যার ফলে একধাক্কায় আজ ৩০০ টাকা সস্তা হয়েছে খুচরো সোনা। আজ, বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ তারিখে ১০ গ্ৰাম ওজনের ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম (22 Carat Hallmark Gold Price) যাচ্ছে ৬৬১৫০ টাকা। গতকাল বুধবার ৮ মে তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৮৯৫০ টাকা। ৭ মে দাম ছিল ৬৯০৫০ টাকা। সেক্ষেত্রে এই কদিনে ৩০০ টাকা সস্তা হয়েছে দাম। আজ কলকাতায় ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪২০০ টাকাতে।

18 Carat 22 Carat 24 Carat Hallmark 1 Gram Gold Price

অন্যদিকে আজ, ৯ মে, কলকাতায় জিএসটি ও টিসিএস বাদে ১ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম হল ৭২১৬ টাকা। গতকাল যা ছিল ৭২২০ টাকা। ৭ মে ছিল ৭২২৫ টাকা অর্থাৎ এক্ষেত্রে দাম ২৫ টাকা কমেছে। আজ প্রতি ১ গ্রাম ২৪ ক্যারেট খুচরা সোনার দাম ৭২৩৫ টাকা। গতকাল ৭২৫৫ টাকা। ৭ মে ৭২৬৫ টাকা। এক্ষেত্রে ৩০ টাকা পড়েছে দাম।

Advertisement

আবার দেখা যায়, ১ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম (Gold Price Today) আজ GST ও TDS বাদে হয়েছে ৬৬১৫ টাকা। যা গতকাল ছিল ৬৮৯৫ টাকা। তার আগের দিন ছিল ৬৯০৫ টাকা। এক গ্রাম হলমার্ক সোনার দামে (Gold Price) ৩০ টাকা সস্তা হয়েছে আজ। আজ কলকাতায়, ১৮ ক্যারেট (18 Carat Gold Price) ওজনের সোনার ১ গ্ৰামের দাম ৫৪২০ টাকা।

18 Carat 22 Carat 24 Carat 100 Gram Gold Price

কলকাতায় ১০০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে আজ ৭,২১,৬০০ টাকা। গতকাল এই দাম ছিল ৭২২০০০ টাকা। তার আগের দিন দাম গেছে ৭,২২,৫০০ টাকা অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আজ ২৫০০ টাকা সস্তা আছে দাম। ১০০ গ্ৰামের ২৪ ক্যারাট খুচরো সোনা আজ বিকোচ্ছে ৭২৩৫০০ টাকা দরে। ৮ মে দাম ছিল ৭২৫৫০০ টাকা।

PNB Savings Account বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেভিংস একাউন্ট

৭ মে দাম ছিল ৭২৬৫০০ টাকা অর্থাৎ গত দুই দিনের তুলনায় আজকে দাম ৩৫০০ টাকা কম। ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০০ গ্রামের দাম আজকে ৬৬১৫০০ টাকা। গতকাল, বুধবার, দাম ছিল ৬৮৯৫০০ টাকা। আবার তার আগের দিন ছিল ৬৯০৫০০ টাকা। এক্ষেত্রে ৩০০০ টাকা সস্তা হয়েছে আজকে দাম। কলকাতায় আজ ১৮ ক্যারাট ১০০ গ্রামের সোনার মূল্য (Gold Price) ৫,৪২,০০০ টাকা।

পড়ুয়াদের উচ্চ শিক্ষায় সুলভে শিক্ষা ঋণ দিচ্ছে এই সকল ব্যাংক। অনলাইনে আবেদন করুন।

এখন প্রতিদিন বিভিন্ন স্থানে সোনা রূপার দাম (Silver Gold Price) জানা কোনো কঠিন কাজ নয়। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় করে নিন।
Written by Nabadip Saha.

Aadhaar Card বাতিল হবে কোটি কোটি মানুষের? কেন এমনটা হতে পারে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment