Govt Scheme – প্রত্যেক মহিলাকে মাসে ৮৫০০ টাকা দেওয়ার ঘোষণা। এক গুচ্ছ নতুন প্রকল্প চালুর ভাবনা।

দেশে এখন চলছে লোকসভা ভোট। আর এই নিয়ে সব পার্টি নিজেদের ইস্তেহারে (Manifesto) নতুন নতুন প্রকল্প তথা Govt Scheme চালু করার ঘোষণা করেছে। কিন্তু এরপরও এই শেষ লগ্নে এসে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কংগ্রেসের তরফে তাদের নয়াপত্র (Naya Patra) বা Congress Manifesto নিয়ে ফের একবার বড় প্রতিশ্রুতি দেওয়া হল মহিলা থেকে শুরু করে কৃষক (Farmers), যুবক যুবতী এবং সকলের জন্য অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হল।

Advertisement

New Govt Schemes on Congress Manifesto 2024.

মহিলাদের একাউন্টে আর ১০০০ টাকা নয়, ঢুকবে ৮৫০০ টাকা ভাতা। কৃষকদের আর ঋণ নিয়ে ঢাকা শোধ করতে হবে না, মুকুব হবে সমস্ত ঋণ (Agriculture Loan). ৩০ লক্ষ বেকার যুবক যুবতীর মিলবে সরকারি চাকরি (Government Job). এই রকম আরো এক গুচ্ছ সুবিধা পেতে চলেছে দেশের বিভিন্ন মানুষ এমনই বলা আছে Congress Manifesto বা কংগ্রেসের সংকল্প পত্রে।

Advertisement

মহিলারা কবে ৮৫০০ টাকা পাবে?

চলতি ভোট পর্ব মিটলে যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে তাহলে তাহলে Congress Manifesto অনুসারে দেশের সকল সাধারণ মানুষের জন্য এই প্রকল্প (Govt Scheme) গুলো চালু করা হবে। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট শেষ হয়ে গেছে। আর বাকি মাত্র তিন দফা। কে জিতবে, কে হারবে সেই নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে দেশের মানুষের কল্যাণের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি দিল এই সরকার।

কংগ্রেস নয়াপত্র বা সংকল্প পত্র ২০২৪

সম্প্রতি রায়বেরেলিতে (Raebareli) একটি নির্বাচনী সভায় গিয়ে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী (Rahul Gandhi) এই ঘোষণা (Congress Manifesto) করেছেন। তিনি বলেন ২ জুন ভোটপর্ব শেষ হচ্ছে। ৪ জুন বেরোচ্ছে রেজাল্ট। তারপরেই কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপির বিদায় ঘন্টা বেজে যাবে। আর জুলাই মাস থেকেই কেন্দ্রের ইন্ডিয়া জোট (India Alliance) সরকার চালু করবে মানুষের জন্য এই সব জনমুখী প্রকল্প।

Govt Scheme for Women’s

রাহুল গান্ধী বলেছেন বিজেপি সরকার কোটিপতিদের টাকা দিয়ে এসেছে, দেশের দরিদ্র মানুষদের দিকে ফিরেও চায়নি। তবে কংগ্রেস ক্ষমতায় এলে এই সব গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করবে। বিশেষ করে মহিলাদের কথা। মহালক্ষী যোজনার (Mahalaxmi Yojana 2024 in Congress Manifesto) আওতায় প্রতিমাসে ৮৫০০ টাকা ভাতা (Allowance) দেওয়া হবে দেশের প্রত্যেক মহিলার একাউন্টে। বছরে এক লক্ষ টাকা এইভাবে আয় করতে পারবে মহিলারা। জুলাই মাস থেকেই তাদের একাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

Govt Schemes for Farmers

দরিদ্র মানুষদের মধ্যে দেশের কৃষকদেরও নাম উল্লেখ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সুপ্রিমোর কাছে কৃষকরা অভিযোগ করেন যে তারা নিজেদের ফসলের যোগ্য দাম পাননা। বর্তমানের কেন্দ্রীয় সরকার তাদেরকে কম সহায়ক মূল্য প্রদান করে উৎপাদিত ফসলের জন্য। রাহুল প্রতিশ্রুতি (Congress Manifesto) দিয়েছেন ভোটে জিতলে তাদের সরকার কৃষিজাত দ্রব্যের সহায়ক মূল্য বাড়াবে। কৃষকদের বকেয়া সমস্ত ঋণও মুকুব (Loan Waiver) করা হবে।

Government Job Employment

দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি নেই আজকাল। সরকারি দপ্তর গুলোতে শূন্যপদ আছে, তবুও নতুন নিয়োগ নেই। এই ঘটনার নিন্দা করে রাহুল গান্ধী বলেছেন তাদের সরকার জিতলে ৬ মাসের মধ্যে দেশের এই রকম ৩০ লক্ষ বেকার যুবক যুবতীদের সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। এছাড়াও তিনি জানান যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্যেও নতুন উদ্যোগ নেয়া হবে। যেখানে পড়ার সঙ্গে সঙ্গে তারা এক বছরের শিক্ষানবিশ হিসেবে সরকারি কাজের ট্রেনিং পাবেন। এই সময়ে ৮৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবে তারা প্রতিমাসে।

SIM Card বা মোবাইল সিম কার্ড

Made in India

এই দিন ভাষণ দেওয়া কালীন রাহুল নরেন্দ্র মোদীর (Narendra Modi) মেক ইন ইন্ডিয়া (Make in India) প্রজেক্ট এর কথা তুলে ধরেন। তিনি বলেন বর্তমানের চেয়ে আরো বেশি স্বদেশী পণ্য উৎপাদনের দিকে জোর দেওয়া হবে। দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেবে তাদের সরকার। দেশ এতটা উন্নত হবে যে চীনের (China) সঙ্গে প্রতিযোগিতা করতেও সক্ষম হবে বলে জানান রাহুল।

হটাত টাকার দরকার হলে ফটাফট পাবেন। Instant Personal Loan মাত্র ৫ মিনিটে দিচ্ছে সরকার। তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের আবেদন।

কংগ্রেসের সংকল্প পত্রে আর কি বিশেষ আছে?

এছাড়াও Govt Schemes এর মধ্যে অঙ্গনওয়াড়ি (ICDS Anganwadi) ও আশা কর্মীদের (Asha Karmi) আয় দ্বিগুণ করা হবে, বিভিন্ন কুরিয়ার ও ডেলিভারি বয়দের জন্য পেনশন স্কিম (Pension Scheme) চালু করা হবে, অগ্নিবীরদের (Agniveer) জন্যেও পেনশন চালু করা হবে, তারা শহীদের মর্যাদা পাবে এই সব কথাও ঘোষণা করেছেন রাহুল গান্ধী। আর এই সকল কিছু বর্তমানে প্রতিশ্রুতি, এবারে দেখার অপেক্ষা যে কংগ্রেস যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে আগামীদিনে কি হতে চলেছে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

1 thought on “Govt Scheme – প্রত্যেক মহিলাকে মাসে ৮৫০০ টাকা দেওয়ার ঘোষণা। এক গুচ্ছ নতুন প্রকল্প চালুর ভাবনা।”

Leave a Comment