রেশন কার্ড দিয়ে যারা প্রতিমাসে বিনামূল্যে রেশন তোলেন, তাদের জন্য সরকারের জরুরী সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের কোটি কোটি রেশন কার্ড গ্রাহক (Ration Card) তাদের প্রাপ্য রেশন সামগ্রী প্রতিমাসে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে রেশন দোকান থেকে রেশন (Free Ration) তোলেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী রেশন তালিকা অনুযায়ী নিজের রেশন নিজেকেই সঠিক পরিমাণ বুঝে নিয়ে তারপর বায়োমেট্রিক (Biometric Update) যাচাই করে রেশন ডিলার এর কাছ থেকে রেশন নিতে হবে। কিন্তু নিজের সুবিধার জন্য কিছু অসাধু রেশন ডিলার সরকারের এই নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন রকম ছল চাতুরি করে গ্রাহকদের পরিমানে কম রেশন দিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ আসছে। তাই সাধারণ মানুষকে বার বার সতর্ক করছে রাজ্য সরকার তথা খাদ্য দপ্তর।

 রেশন কার্ড গ্রাহকদের সরকারি সতর্কবার্তা

যেহেতু বিভিন্ন স্থানে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ মিলেছে, তাই সরকার থেকে জানানো হয়েছে যে, প্রত্যেক গ্রাহক যেন তার প্রাপ্য রেশন, ডিলারের কাছ থেকে বুঝে নেন। যার জন্য রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক যাচাই চালু হয়েছে সঠিক গ্রাহককে চিহ্নিত করতে। এই প্রক্রিয়ায় আঙুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। সাধারণত গ্রাহকের প্রাপ্য চাল-ডাল ওজন যন্ত্রে রেখে যাচাই করা উচিত। কিন্তু বিভিন্ন ডিলার এই নিয়ম লঙ্ঘন করে ইট-বালি ব্যবহার করছেন। অর্থাৎ যে রেশন কার্ডের মাধ্যমে যতটা বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা তা না দিয়ে ওজনে অন্য কিছু চাপিয়ে দিয়ে পরে রেশন দেওয়া হচ্ছে না মেপে। এতে স্বচ্ছতার বদলে অস্বচ্ছতা বাড়ছে রেশন বন্টনে। রাজ্যজুড়ে রেশন গ্রাহকদের (Ration Card) এমন প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ

পশ্চিমবঙ্গে এমনি রেশন বিতরণে অভিনব প্রতারণার ঘটনা সামনে এসেছে। স্থানীয় এক ডিলার খাদ্যসামগ্রী না এনে ওজন যন্ত্রে ইট, বালি ভর্তি পাত্র আর বাটখারা রেখে বায়োমেট্রিক যাচাই করছেন। পরে গ্রাহকদের তার বাড়ি গিয়ে কম পরিমাণের রেশন নিতে বাধ্য করা হচ্ছে। গত মঙ্গলবার কুশিপুর গ্রামে এই কৌশল ধরা পড়ায় মানুষজন তীব্র প্রতিবাদে নেমেছেন। রেশন বন্টনের অনিয়মের এই ঘটনা শুধু স্থানীয় নয়, রাজ্যের বিভিন্ন রেশন দোকানে এমন হতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপায়ে দুর্নীতির উদাহরণ মিলেছে। তাই সমস্ত রেশন গ্রাহকদের সতর্ক থাকতে হবে যাতে পরিমাণে কম না পান।

গ্রাহকদের অভিযোগ ও ডিলারের যুক্তি

সম্প্রতি রেশন বন্টন নিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রেশন ডিলার গ্রামে রেশন সামগ্রী ছাড়াই শুধু বায়োমেট্রিক লিঙ্ক করে চলে যান। কয়েকদিন পর তার বাড়ি থেকে রেশন নিতে গেলে ওজনে কম দেওয়া হয়। যার ফলে গ্রাহকেরা প্রতিবাদ করে। যদিও স্থানীয় ডিলার দাবি করেন, রাস্তা খারাপ আর গাড়ি না থাকায় খাদ্য নিয়ে আসা কঠিন। বৃষ্টিতে সামগ্রী নষ্ট হওয়ার ভয়ে তিনি শুধু লিঙ্ক করেন। পরে বাড়ি থেকে বিলি করলে গ্রাহকদের অসুবিধা হয় না বলে মনে করেন। কিন্তু ওজনে কম দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করলেও প্রমাণ রয়েছে।

রেশন গ্রাহকদের জন্য সতর্কতা ও পরামর্শ

  • প্রতিমাসে রাজ্য সরকারের বিনামূল্যে রেশন তালিকা প্রকাশ করা হয়।
  • রেশন নেওয়ার আগে রেশন তালিকা দেখে পরিমাণ জেনে নিন।
  • ওজন যন্ত্রে সঠিক খাদ্যসামগ্রী রাখা হচ্ছে কি না দেখে নিন।
  • বায়োমেট্রিক যাচাইয়ের সময় রেশনের বদলে অন্যকিছু দেখলে তৎক্ষণাৎ প্রতিবাদ করুন।
  • কম ওজন পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে অভিযোগ জানান।
  • নিয়মিত রেশন পেতে e-KYC এবং বায়োমেট্রিক আপডেট করে রাখুন।

রাজ্যজুড়ে সম্ভাব্য অনিয়ম এবং প্রতিরোধ

এই ঘটনা শুধু স্থানীয় নয়, রাজ্যের যেকোনো রেশন দোকানে ঘটতে পারে। অনেক ডিলার সুযোগ নিয়ে সরকারি বরাদ্দ বা বিনামূল্যে রেশন সামগ্রী আত্মসাৎ করেন। গ্রাহকরা সচেতন না হলে এই প্রতারণা চলতেই থাকবে। তাই প্রতিটি রেশন গ্রাহককে সতর্ক থাকতে হবে। স্থানীয় প্রশাসনকেও আরও দায়িত্বশীল হতে হবে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে সকলে মিলে কাজ করুন।

আরও পড়ুন, BPL রেশন কার্ড অথবা EWS কার্ড থাকলে ২৫ বছর বিনামূল্যে বিদ্যুৎ দেবে সরকার। গরিব পরিবারের জন্য বিরাট ঘোষণা

রেশন প্রতারণায় গ্রাহকদের কর্তব্য

রেশন নেওয়ার সময় সঙ্গে ওজন যন্ত্রের ছবি তুলে রাখুন। কোনো অনিয়ম দেখলে তা প্রমাণ হিসেবে কাজে লাগবে। e-KYC আপডেট না থাকলে তাৎক্ষণাৎ করে নিন। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখুন। রেশন গ্রাহক হিসেবে আপনার অধিকার জানুন এবং দাবি করুন। এই সতর্কতা আপনাকে প্রতারণা থেকে বাঁচাবে।

আরও পড়ুন, পরিবারে বয়স্ক মানুষ থাকলেই ১ বছরের জন্য মোবাইল রিচার্জে বাম্পার অফার দিচ্ছে।

সচেতনতার মাধ্যমে পরিবর্তন

রেশন কার্ড ও বিনামূল্যে রেশন বন্টন নিয়ে প্রতিটি গ্রাহক যদি সতর্ক থাকেন, তাহলে ডিলাররা প্রতারণা করতে সাহস পাবেন না। e-KYC এবং বায়োমেট্রিক আপডেট নিয়মিত করুন। অনিয়ম দেখলে লিখিত অভিযোগ জমা দিন। স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করুন। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব। আপনার সচেতনতাই পরিবর্তন আনবে।

শেয়ার করুন: Sharing is Caring!