Gold Price Prediction: সোনার দামে বদল আসছে। সোনা কেনার প্ল্যানিং থাকলে বাজেট ঘোষণার আগে কিনে ফেলুন।

সোনা কেনার কথা ভাবছেন? বিগত কয়েক মাস ধরে সোনার দাম তথা Gold Price এমন ওঠানামা করছে, তাতে তাবড় তাবড় বিশেষজ্ঞেরাও Gold Price Prediction বা আন্দাজ করতে পারছেন না, যে আগামী ১ মাস পর সোনার দাম কথায় গিয়ে ঠেকবে। এর কতগুলো কারণ রয়েছে, তবে সেই বিশ্লেষণে না গিয়ে, বরং যাদের সোনা কেনার প্ল্যানিং রয়েছে, তাদের কি করণীয়, সেই দিকে নজর দেওয়া যাক।

Advertisement

Gold Price Prediction before Union Bugdet 2024

সোনা কেনা নিয়ে এবার রাশ টানছে সরকার। আগের মত আর চাইলেই ইচ্ছেমত সহজে কেনা যাবে না সোনা। সোনা আমদানির নিয়মে কড়া ব্যবস্থা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে আকাশ ছোঁয়া হতে চলেছে সোনার দাম। এখন থেকে সোনা কিনতে গেলেই ক্রেতাদের পকেটে পড়বে অতিরিক্ত চাপ। সোনা ক্রয় বিক্রয় নিয়ে নতুন কি নিয়ম চালু হলো? কেনই বা এই কড়া নিয়ম? এর ফলে সোনার দাম কতটা প্রভাবিত হবে? জেনে নিন।

Advertisement

নতুন নিয়মে মহার্ঘ সোনা

কোনো বিয়ে হোক বা জন্মদিন বা অন্য কোন সামাজিক অনুষ্ঠান, বেশিরভাগ মানুষেরই পছন্দ সোনার অলংকার। এই সোনালী ধাতুর উজ্জ্বলতার জন্য সহজেই এ সকলের মন কেড়ে নিতে পারে। কিন্তু মধ্যবিত্ত মানুষদের কাছে সোনার গয়না ক্রয় করার চিন্তাই তো অলীক কল্পনা। আসলে আমাদের দেশের অধিকাংশ সোনাই আমদানি করে আনতে হয় বিদেশ থেকে। এর জন্য আবার দিতে হয় চড়াহারে করও। যার ফলে দেশীয় বাজারে সোনার দাম হয়ে পড়ে আকাশছোঁয়া। কিন্তু এবার কেন্দ্রের সিদ্ধান্তে আরো বড়সড় প্রভাব পড়তে চলেছে সোনার এই দামে। এবার কতটা মূল্যবান হবে হলুদ ধাতু, তা চিন্তার বাইরে।

সোনা আমদানির নয়া মাসুল

বিদেশ থেকে শুধু সোনাই নয়, বেশ কিছু রেডিমেড গয়না, দামি পাথর, মুক্ত, মনি মানিক্য, এমনকি ফিরেও আমদানি করতে হয় ভারতকে। এবার Gold Price ও এইসব আমদানির উপর চাপলো কড়া নিয়ম। সম্প্রতি GDFT এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে সোনা এবং অন্যান্য কাঁচামাল অথবা রেডিমেড গয়নার আমদানির ক্ষেত্রে আগে নিজেদের লাইসেন্স দেখাতে হবে কোম্পানিগুলিকে।

যদি সরকার অনুমতি দেয় তবেই বিদেশ থেকে আমদানি সুযোগ পাবে কোম্পানিগুলি। মূলত পাঁচ ধরনের সোনা কেনার ক্ষেত্রে এই লাইসেন্স বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গেই পাকা সোনা এবং রুপার বাটের উপরে চাপতে চলেছে অতিরিক্ত করও। আগে তা ছিল ১১ শতাংশ কর, যা বেড়ে এখন ১৫ শতাংশ হতে চলেছে। আর এই দুয়ের জেরে এরপর চরমে পৌঁছাতে চলেছে গয়নার দাম।

Advertisement

আরও পড়ুন, বিনামূল্যে সারাদিন AC চালান। কম দামে সোলার এয়ার কন্ডিশনার বাজারে এলো। দাম, ফিচার্স ও সুবিধা অসুবিধা জেনে নিন

কেন হঠাৎ এত কড়া নিয়ম?

কোন এক রকম নয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ।
১. অনেক কোম্পানি এমন আছে যেগুলো পাকা সোনা রুপার বাট না কিনে পরিবর্তে মুদ্রা কিনে থাকে। কিন্তু কেন্দ্র জানাচ্ছে বাট এবং মুদ্রার মধ্যে HSN কোডের তফাৎ রয়েছে। তাই সেই আমদানি বন্ধ করতে কেন্দ্রের এই নিয়ম।

২. বিশ্বের বেশ কয়েকটি দেশে সোনা কেনার ক্ষেত্রে মুক্ত বাণিজ্য নীতি গ্রহণ করায় সোনার আমদানি হয়ে গিয়েছে সস্তা। সোনার উপর আমদানি রপ্তানি সীমা হাটানো, কর ছার প্রদান করা, ভর্তুকি দেওয়া ইত্যাদি কারণে উৎপাদনকারী সংস্থাগুলির খরচ কমে যায়। যার ফলে সস্তা হয়ে গিয়েছিল সোনার দাম। তাই সোনা কেনার ক্ষেত্রে যথেষ্ট লাভ হচ্ছিল দেশীয় কোম্পানিগুলির। সেই কারণে তড়িঘড়ি কড়া নিয়ম জারি করে গোটা বিষয়টিকে নজরদারিতে আনল কেন্দ্রীয় সরকার।
Written by Nabadip Saha.

প্রতিমাসে 30 হাজার টাকা আয় করতে এই ব্যবসা করুন। গরমকালের দুর্দান্ত চলবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment