সাধারণ মানুষের টাকার প্রয়োজনে এগিয়ে এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। PNB Personal Loan Scheme এর মাধ্যমে আপদকালীন ভিত্ততে Instant Personal Loan দেওয়ার ঘোষণা করলো সংশ্লিষ্ট ব্যাংক সংস্থা।
PNB Personal Loan Scheme
আপনার কি টাকার অভাব রয়েছে? কোনো কারণে টাকার প্রয়োজন? চিন্তা করবেন না। কিভাবে বিপদ থেকে উদ্ধার পাবেন সে বিষয়েই আজকের প্রতিবেদন। আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National Bank) একাউন্ট থাকে তবে দারুন সুবিধা পাবেন আপনি। সম্প্রতি PNB তার গ্রাহকদের জন্য সহজ শর্তে ব্যাক্তিগত ঋণ তথা Personal Loan প্রদান করা শুরু করেছে।
PNB Personal Loan Online Apply.
৫ লাখ টাকা পর্যন্ত ঋণ (PNB Personal Loan) পাচ্ছেন গ্ৰাহকরা। যাতে সুদের হার একদম কম ও রয়েছে অন্যান্য সুবিধা। অনলাইনে করা যাচ্ছে লোনের জন্য আবেদন। মাত্র ১০ দিনের মধ্যে টাকা ঢুকে যাচ্ছে একাউন্টে। এই সব ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন যদি আপনার সিবিল স্কোর (CIBIL Score) ভালো থাকে। তবে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত।
PNB Loan Information
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের সুবিধা জনক শর্তে পার্সোনাল লোন প্রদান করে থাকে। বাড়ি তৈরি, গাড়ি কেনা, পড়াশোনা, ব্যবসা, বিবাহ যে কোন প্রয়োজনে গ্রাহকরা এই লোনের (PNB Loan) সুবিধা পান। সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন গ্রাহকরা। লোনের টাকা পরিশোধ করার মেয়াদ (Loan Tenure) সর্বোচ্চ ৭২ মাস পর্যন্ত থাকে।
লোনের উপর সুদের হার (PNB Personal Loan Interest Rate) কাটা হয় বার্ষিক ১১.১৫ শতাংশ হারে। লোনের টাকার ১ শতাংশ প্রসেসিং চার্জ কাটা হয়। ইএমআই (PNB Personal Loan EMI) শোধ করার ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। সময় মতো ইএমআই শোধ (EMI Payment) না করলে জরিমানা সহ আইনি শাস্তি হতে পারে। আর যে কোন ধরণের লোন নেওয়ার আগে আপনাদের সেই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া উচিত।
PNB Personal Loan Apply Documents
- PAN Card.
- Aadhaar Card.
- আবেদনকারীর স্থায়ী বাসস্থানের প্রমাণ।
- এক কপি রঙিন পাসপোর্ট ছবি।
- পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
- ব্যাংক স্টেটমেন্ট।
How To Apply Online On PNB Personal Loan
১. অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রথমে।
২. হোমপেজ খুললে বাঁদিকের উপরে তিনটি লাইনের একটি চিহ্ন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৩. দুটি অপশন আসবে PNB Personal Loan ও Business Loan.
৪. যে ধরনের লোন চাই সেই অপশনে ক্লিক করুন।
৪. পার্সোনাল লোন অপশনটি বাছলে আরও কতক গুলি সাব অপশন আসবে।
৫. PNB Home Loan, PNB Car Loan, PNB Gold Loan, PNB Education Loan ইত্যাদি। প্রয়োজন অনুযায়ী একটিতে ক্লিক করুন।
৬. এরপর আপনাকে লোনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
৭. এই জন্য নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিনকোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি সঠিকভাবে লিখুন।
৮. ফর্ম পূরণ হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন।
৯. আপনার আবেদনের কাজ শেষ এবং সেটি চলে যাবে ব্যাংকের কাছে।
টাকার দরকার হলে কারোর কাছে হাত পাতবেন না। আধার কার্ড থাকতে কোন চিন্তাই নেই।
১০. এরপর একটি কল ভেরিফিকেশন হবে।
১১. ব্যাংক কর্তৃপক্ষ ফোন করে আপনার ব্যক্তিগত তথ্য এবং লোনের বিষয়ে জানতে চাইবে।
১২. সঠিকভাবে উত্তর দিলে তার ওপর ভিত্তি করেই আপনাকে লোন দেবে ব্যাংক।
Written by Nabadip Saha.
50 টাকা বিনিয়োগে 35 লাখ টাকা রিটার্ন। নতুন স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস।