রেশন কার্ডের নতুন চমক, দেশের যেকোনো দোকান থেকে তুলতে পারবেন রেশন, শুধু করতে হবে ছোট্ট একটি কাজ।

অনেকেরই রেশন কার্ডের ঠিকানা আর বর্তমান ঠিকানা এক থাকে না। অনেকেই কাজের সুত্রে বাইরে থাকেন। তাই এবার সারা দেশের যেকোনো যায়গা থেকে রেশন সামগ্রী তোলার সুযোগ করে দিলো সরকার। কিভাবে এই সুবিধা পাবেন, জেনে নিন।

রেশন কার্ড থাকলেই রেশন

দেশবাসীর উদ্দেশ্যে বড়ো ঘোষণা ইউনিক  আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর। অফিসিয়ালি টুইট করে UIDAI জানিয়েছে, এবার থেকে রেশনের জন্য আর সমস্যায় পড়তে হবে না। দেশের যেকোনও জায়গা থেকে তুলতে পারবেন আপনার রেশন।

ঠিক কী জানিয়েছে UIDAI?
দেশের আধার প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তাদের টুইটে লিখে জানিয়েছে, এখন যে কোনো রেশন কার্ডধারী ভারতীয়, সারা দেশে আধারের মাধ্যমে যেকোনো যায়গা থেকে রেশন নিতে পারবেন।

রেশন কার্ড (Ration Card Apply Online)

তবে এই পরিষেবা পাবার জন্য আপনার আধার কার্ড আপডেটেড হওয়া প্রয়োজন। ওয়ান নেশন ওয়ান আধার (One Nation One Aadhaar) কর্মসূচির মাধ্যমে আপনি আধার কার্ডের মাধ্যমে সারা দেশের যে কোনো জায়গা থেকে রেশন নিতে পারবেন। এক্ষেত্রে আপনার স্থানীয় ডিলার না হলেও যেকোনো ডিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে রেশন দিতে বাধ্য থাকবেন, শুধুমাত্র রেশন দেওয়ার মত বরাদ্দ থাকলেই হবে।

ভোটার লিস্ট 2023 – থেকে কাটা গেলো অনেক নাম। আপনার নাম আছে কিনা, কিভাবে জানবেন?

আধার কার্ড আপডেট করাবার জন্য আপনার নিকটতম আধার কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, অফিশিয়াল ওয়েবসাইট https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ -এর মাধ্যমেও কেউ আধার কেন্দ্রে খোঁজ নিতে পারেন। এবং আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক থাকতে হবে।

বিদ্যুৎ বিলের খরচ এবার অর্ধেক, 200 টাকায় সারা মাস।

তবে আর দেরী কিসের! তাড়াতাড়ি আপনার আধার কার্ড আপডেট করুন এবং তারপর থেকে আপনি সারা দেশে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে অথবা কার্ড অনুযায়ী সস্তা রেশনের সুবিধা নিতে পারবেন।
Written by Antara Banerjee.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment