সারা দেশের মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকারের আরেকটি উদ্যোগ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তথা PM Svanidhi Yojana. এই প্রধানমন্ত্রী স্বনিধি ঋণ প্রকল্পের মাধ্যমে বেকার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সরকারি সাহায্যে বিনা গ্যারান্টার বা বিনা বন্ধকে খুবই অল্প সুদে ব্যবসায়িক ঋণ (Business Loan) দেওয়া হয়। PM Svanidhi Scheme এর মাধ্যমে PM Svanidhi Loan পেতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে, কারা এই ঋণ পেতে পারেন, প্রধানমন্ত্রী স্বনিধি ঋণের সুদের হার এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
PM Svanidhi Yojana Business Loan
ব্যবসায়িক ঋণ বা Business Loan নাম শুনলেই কর্পারেট ব্যাপার বা উচ্চ সুদ কথাটা মাথায় আসে। যার ফলে লোন নিয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েরা ব্যবসায় নামতে চায় না। যার জেরে সম্ভাবনা থাকা স্বত্তেও দেশের অনেকেই বেকার বসে আছে। হয়তো কারো রাস্তার পাশে বাড়ি আছে, একটু মূলধন পেলেই ছোট্ট দোকান করে সংসার টা চালাতে পারে। কিন্তু ব্যবসায়ের পুঁজি আর সৎ পরামর্শের অভাবে সেটা সম্ভব হয়ে উঠছে না। আর সেই সমস্যা সমাধানে কেন্দ্র সরকার এবার বিনা বন্ধকে ও খুবই অল্প সুদে PM Svanidhi Loan দিচ্ছে। যেখানে সরকারের সাহায্যে টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন, সরকারই আপনার গ্যারান্টার হবে।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা চালুর উদ্দেশ্য
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার পুরো নাম হল Pradhan Mantri Street Vendor Atmanirbhar Nidhi Yojana. এই স্কিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উদ্যোগে ২০২০ সালে অতিমারি পরিস্তিতিতে ক্ষতির মুখে পড়া ছোট ছোট ব্যবসা গুলো কে বাঁচাতে একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করা হয়। লকডাউনের সময়ে মানুষ গৃহবন্দি হয়ে পড়ে, যার জেরে রাস্তার হকার, পাড়ার মুদি দোকান বা ছোট ভ্যান গাড়ির ছোট দোকান গুলো বন্ধ হয়ে যায়। তখন এই প্রকল্প চালু করে তাদের ১০০০০ টাকা করে দেওয়া শুরু হয়। তবে সম্প্রতি এই প্রকল্পে ১০০০০ টাকা থেকে বেড়ে ১৫০০০ টাকা হয়েছে। আর এই প্রকল্প ৩১শে মার্চ ২০৩০ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সুবিধা
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তথা PM Svanidhi Loan Scheme এ তিন কিস্তিতে টাকা দেওয়া হয়। ২০২৪ সাল পর্যন্ত এই প্রকল্পে প্রধম ধাপে ১০০০০ টাকা , দ্বিতীয় ধাপে ২০০০০ টাকা ও তৃতীয় ধাপে ৫০০০০ টাকা করে মোট ৮০০০০ টাকা দেওয়া হতো। তবে বর্তমানে এই প্রকল্পের ঋণের সীমা বাড়ানো হয়েছে। এখন যেকোনো ছোট ব্যবসা শুরু করার জন্য, প্রথম কিস্তিতে ১৫০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ২৫০০০ টাকা এবং তৃতীয় কিস্তিতে ৫০,০০০ টাকা করে মোট ৯০০০০ টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ দেওয়া হবে। আর এই ঋণের ক্ষেত্রে সরকারি ভর্তুকি পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় কারা আবেদন করবেন?
PM Svanidhi Yojana তে মূলত রাস্তার ছোট দোকানদার ও হকারদের উদ্দেশ্যে চালু হয়েছে। বিভিন্ন এলাকার ছোট দোকান গুলোর মধ্যে ফেরিওয়ালা, শাকসবজি, ফল বিক্রেতা, ছোট খাবারের দোকান, সিঙ্গারা ও চপের দোকান, রুটিন ও চা এর দোকান, টেক্সটাইল, জুতা, পোশাক, কারিগর পণ্য, স্টেশনারি ইত্যাদি দোকার রয়েছে যাদের তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর বিভিন্ন পরিষেবার মধ্যে রয়েছে নাপিতের দোকান, পানের দোকান, মুচি, লন্ড্রি ও সাইকেল সারাইয়ের দোকান প্রভৃতি।
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় সুদের হার ও ঋণ পরিশোধে সরকারি ভর্তুকি
আবেদনকারী যে ব্যাংক থেকে এই ঋণ নেবেন সেই ব্যাংকের সুদের হার (PM Svanidhi Loan interest rate) অনুযায়ী এই প্রকল্পের সুদের হার হবে। তবে বিভিন্ন ব্যাংকে এই সুদের হার ৮ থেকে ১৪% পর্যন্ত হতে পারে। সরকার থেকে প্রাপ্ত টাকা ১২ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তাতে সরকার অতিরিক্ত ৭% ভর্তুকি দেবে। অর্থাৎ সুদের হার ৯% হলে ৭% সরকার দেবে বাকি ২% ঋণগ্রহীতাকে কে দিতে হবে। এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সময়ে আবেদনকারীকে UPI লিংক করা একটি রুপে ক্রেডিট কার্ড (Rupee Credit Card) দেওয়া হবে। এটার মাধ্যমে কিস্তি শোধ করলে প্রতিবার ১০০ টাকা করে মোট ১৬০০ টাকা পর্যন্ত টাকা ফেরত বা ক্যাশব্যাক পাবেন। এছাড়া এই কার্ড দিয়ে অন্যান্য লেনদেন ও করা যাবে। এই ঋণ শোধ করার পর আরও বড় ঋণের জন্য আবেদন করা যাবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
- ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড
- ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
- বিক্রেতার সার্টিফিকেট/ ট্রেড লাইসেন্স (যদি থাকে)
- MNREGA কার্ড (যদি থাকে)
- ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
তবে বিক্রেতার সার্টিফিকেট/ ট্রেড লাইসেন্স বা ব্যবসায়ের জন্য বৈধ কোন নথি না থাকলেও আবেদন করা যাবে। প্রত্যেক এলাকায় ULB, Common Service Centre এর মাধ্যমে ব্যবসায়ীদের জরিপ বা সার্ভে এর মাধ্যমে নাম নথিভুক্ত হয়। সেই জরিপে নাম নথিভুক্ত থাকলে, প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টাল থেকেই অস্থায়ী ব্যবসায়িক সনদ বের করা যাবে। আর সেটা দিয়ে আবেদন করা যাবে। অর্থাৎ মোট কথা আপনি যে একজন ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী তাঁর একটা প্রমাণ আপনাকে দেখাতে হবে।
আরও পড়ুন, এই প্রকল্পে ব্যবসার জন্য আরও বেশি টাকা দিচ্ছে সরকার। দেখুন।
PM Svanidhi Loan apply online
- PM SVANidhi Yojana এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
- ভাষা বুঝতে সমস্যা হলে ভাষা বদল করে নিন।
- “Apply Loan 10k” অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা এন্ট্রি করে রেজিস্ট্রেশন করুন।
- মোবাইল নম্বরে OTP এলে সেটি লিখে কনফার্ম করে পরের ধাপে ঢুকুন।
- এরপর বিক্রেতা/ Vendor অপশনে ক্লিক করুন।
- এরপর মোবাইল থেকে প্রাপ্ত “সার্ভে রেফারেন্স নম্বর” (SRN) লিখুন।
- অনলাইনে আপনার সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
- প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- সমস্ত তথ্য একবার যাচাই করে নিন।
- আবেদন জমা দিতে ফাইনাল সাবমিট করুন।
উপসংহার
যেকোনো ছোট ব্যবসায়ী, হকার বা নতুন করে ব্যবসা শুরু করা ব্যাক্তি এই প্রকল্পের মাধ্যমে অল্প টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত হতে পারেন। এতে একদিকে সরকারি ভর্তুকি যেমন পাওয়া যাবে, অন্যদিকে গ্যারান্টার কিম্বা জমি বা বাড়ি বন্ধকও রাখতে হবে না। আর অল্প অল্প করে ঋণের টাকা পাওয়া যাবে, তাই বড় ঋণের বোঝা ও চাপবে না। এবার সমস্ত নিয়ম কানুন জেনে PM Svanidhi Loan এর জন্য আবেদন করতে পারেন। আরও ব্যবসায়িক ঋণ সম্মন্ধে আরও বিশদে জানতে এখানে ক্লিক করুন।
