টাকার দরকার? ব্যাংক থেকে লোন (Bank Loan) নেওয়ার পরিকল্পনা করছেন? আর চিন্তা নেই। এবার লোন দেবে খোদ পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government). তাও আবার বিনা সুদে। এই জন্য দরকার কেবল একটি বিশেষ কার্ড। এই কার্ড দেখালেই যে কেউ নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Loan) পেতে পারেন রাজ্য সরকারের (State Government) তরফ থেকে। এই লোন পেতে গেলে কি যোগ্যতা লাগে? কিভাবে আবেদন করতে হবে? ইত্যাদি নিচে উল্লেখ করা হলো।
Student Credit Card Loan Apply Process.
Student Credit Card
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) মারফত চালু করা বিভিন্ন জনমুখি প্রকল্প গুলির মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নাম অন্যতম উল্লেখযোগ্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর তিনি এই প্রকল্পটি শুরু করেন। রাজ্যের যে সমস্ত মেধাবী ছেলে মেয়েরা অর্থের কারণে উচ্চ শিক্ষা অনুসরণ করতে পারেনা তাদের জন্যেই এই প্রকল্প। ছাত্র ছাত্রীদের একটি ক্রেডিট কার্ড দেওয়া হয় (Loan).
এই কার্ড মারফত তারা রাজ্য সরকারের কাছ থেকে অল্প সুদে টাকা ঋণ (Loan) পায়। এই টাকা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, টিউশন ফি, বই পত্রের খরচ, কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস কেনার কাজে সাহায্য করে। আর এই প্রকল্প সম্পর্কে অনেকেরই এখনো পর্যন্ত অজানা। কিন্তু এখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে পড়ুয়ারা এই Student Credit Card Loan এর সুবিধা উপভোগ করতে পারবেন।
Student Credit Card Benefits
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা মাধ্যমিকের পর থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রী পর্যন্ত পড়ুয়া যে কোন ছাত্র ছাত্রী পেতে পারেন।
- ভারত অথবা ভারতের বাইরে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যারা সরকারি চাকরির কোচিং করছেন তারাও এই লোনের সুবিধা পাবেন।
- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (10 Lakh Rupees Loan) পাওয়া যাবে।
- এই প্রকল্পে সুদের (Government Loan) হার অনেক কম। ছাত্র ছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে মাত্র ৪ শতাংশ সুদে ব্যাংক গুলি এই লোন (Students Loan) তাদের প্রদান করে।
- লোন শোধ করার জন্য ১৫ বছর পর্যন্ত সময় থাকে। ছাত্র ছাত্রীরা পড়াশোনা করাকালীন লোন (Education Loan) নেবে এবং চাকরি পাওয়ার পর তা শোধ করতে পারে।
- যদি কোন ছাত্র বা ছাত্রী পড়াশোনা করাকালীনই লোন শোধ করে দেয়, তাকে অতিরিক্ত ১ শতাংশ ছাড় দেওয়া হবে।
- এই লোনে কোনো গ্যারান্টার লাগেনা। কারণ রাজ্য সরকার নিজেই এখানে গ্যারেন্টারের কাজ করে।
Student Credit Card Apply Eligibility
- প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আর আবশ্যিকভাবে আবেদনকারী কে যেকোনো ধরনের উচ্চশিক্ষার কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
Student Credit Card Apply Documents
- আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
- আবেদনকারীর ঠিকানার প্রমাণ।
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণ হিসেবে ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।
- নতুন প্রতিষ্ঠানে আবেদনকারীর ভর্তির রশিদ।
- ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স।
- শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID Card), PAN Card ইত্যাদি যে কোন একটি পরিচয় পত্রের প্রমাণ।
How To Apply Student Credit Card
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হয়। www.wbscc.wb.gov.in ওয়েব সাইটে গিয়ে এজন্য ফর্ম ফিলাপ করতে হয়। সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস। আবেদনের কোন চার্জ লাগে না। Application Submit করে দিলে কিছুদিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার যাচাই করণ হবে। যদি Approval পাওয়া যায় তবেই কার্ড তৈরি করার জন্য এগোবে রাজ্য সরকার। উপরমহলে ভেরিফিকেশন হবে এবং তারপর লোন (Loan) নেওয়ার জন্য অ্যাপ্রুভাল দেওয়া হবে আবেদনকারীকে।
Student Credit Card Using Process
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোনের টাকা শিক্ষা বিষয়ক যেকোনো কাজে ব্যবহার করা যায়।
- যেমন প্রতিষ্ঠানে ভর্তির খরচ, বই পত্র, কম্পিউটার ইত্যাদি কেনার খরচ, টিউশনের চার্জ, প্রাতিষ্ঠানিক ভ্রমণের চার্জ ও অন্যান্য যে কোনো ধরনের ফি জমা দিতে এটি ব্যবহার করা যায়।
- ক্রেডিট কার্ডের মোট লোনের (Credit Card Loan) ৩০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কাজ গুলিতে ব্যবহার করা যায়।
- ২০ শতাংশ টাকা পড়াশোনার জন্য কোথাও থাকার বাবদ খরচ করা যায়।
- প্রতিটি খরচের হিসেবের তার বিল প্রতিষ্ঠান এবং ব্যাংকের কাছে জমা দিতে হয় (Loan).
আধার কার্ড দেখিয়ে 5 মিনিটে লোন পাবেন। নতুন স্কীম চালু করলো কেন্দ্র সরকার।
পড়াশোনার জন্য Loan অনেক পড়ুয়ারাই নিয়ে থাকে আর এই কারণের জন্য আগে অনেককেই বা তাদের পরিবারের মানুষদের অনেক টাকা খরচ করতে হত। কিন্তু এখন সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার পরে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের এই জন্য অনেক সুবিধা হবে। তাহলে আপনি যদি একজন পড়ুয়া হন তাহলে এই আপনাদের অবশ্যই এই Loan এর জন্য আবেদন করতে পারেন।
Written by Nabadip Saha.