Jio Loan: জিও গ্রাহকদের ৫০০০০ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। এইভাবে অনলাইনে আবেদন করুন ইনস্ট্যান্ট জিও পার্সোনাল লোন পেতে

দেশের অন্যতম টেলিকম সংস্থা Reliance Jio এবার সমস্ত গ্রাহকদের খুবই কম সুদে Instant personal loan অফার করছে। যে স্কিম টির নাম দেওয়া হয়েছে Instant Jio Loan. আর এই সহজ শর্তের ঋণ বাজারের মধ্যে সবচেয়ে কম সুদে দিচ্ছে। জানা গেছে, এই ইনস্ট্যান্ট জিও পার্সোনাল লোন নাকি মাত্র ৮.২০% থেকে পাওয়া যাচ্ছে! আপনার টাকার প্রয়োজন হলে এবার বাড়ি বসেই পাবেন ৫০০০০ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জিও লোন।যোগ্যতা, শর্তাবলী ও Instant Jio Loan পেতে কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জেনে নিন।

Instant Jio Loan 50000 through Jio Finance

ভারতবর্ষের বেশিরভাগ মানুষের ফোনেই রয়েছে জিও সিম। আর এই জিও সিম থাকলেই মোটা অংকের লোনের সুবিধা পাচ্ছেন জিও গ্রাহকেরা। বলাই যায়, আপনার টাকার প্রয়োজন মেটাবে জিও। এবার আর ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে নয়, চড়া সুদে কোনো ব্যক্তির থেকেও নয়, খুব সহজ পদ্ধতিতেই মিলবে কাঙ্খিত লোন। তাও আবার কম সুদের হারে।

সাধারণ মানুষের আর্থিক চাহিদার কথা মাথায় রেখে আর এই ধরনের সমস্যার সমাধান করার উদ্দেশ্যে এবার জিও টেলিকম কোম্পানি তাদের গ্রাহকের জন্য লোনের পরিষেবা শুরু করল। খুব সহজ পদ্ধতিতে জিও এর মাই জিও অ্যাপ (My Jio App) এর মাধ্যমেই সরাসরি লোনের জন্য আপনার আবেদন অনলাইনে জমা করতে পারেন। মুকেশ আম্বানির সংস্থা জিওর তরফে গ্রাহকদের ন্যূনতম ৫০০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হচ্ছে।

Jio Loan interest rate

সমস্ত জিও গ্রাহকেরা এই জিও লোন নিতে চাইলে খুবই কম সুদে এই লোন নিতে পারবেন। বিভিন্ন জনপ্রিয় ব্যাংকে যেখানে Instant Personal Loan Interest Rate ১৩% থেকে ১৬% এর মধ্যে থাকে। সেখানে Instant Jio Loan এর সুদের হার মাত্র ৮.২০% থেকে শুরু হচ্ছে। সময় ও CIBIL Score এবং বিভিন্ন নিয়মের জন্য এই সুদের হার ভিন্ন হতে পারে।

Jio Loan এর সুবিধাগুলি কী কী?

জিও লোনের জন্য আবেদন করার আগে প্রথমেই আপনার মনে হবে, আর্থিক প্রতিষ্ঠান থেকে না নিয়ে কেন জিও লোনের জন্য আবেদন করব? তাই আগেই আসুন দেখে নেওয়া যাক জিও লোনের সুবিধাগুলি কী কী।

  • জিও লোনের ক্ষেত্রে গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসেই লোনের জন্য আবেদন করতে পারবেন
  • লোনের টাকা পেয়ে যাবেন অনলাইনে।
  • ২) এই লোনে যদি আপনি আবেদন করতে চান বা লোনের টাকা নিতে চান, সেক্ষেত্রে আপনার কোনও প্রয়োজন নেই ব্যাংকে যাওয়ার। বাড়ি বসেই লোন নেওয়ার আবেদন সম্ভব।

click here red button

কতদিনের মধ্যে লোন পাওয়া যাবে?

  • জিও কোম্পানির মাধ্যমে গ্রাহকদের অতি গ্রুপ মাত্র তিন/চার দিনের মধ্যেই লোনের অনুমোদন দেওয়া হচ্ছে
  • লোন পরিশোধের জন্য আপনি সহজ মাসিক ইনস্টলমেন্ট বা EMI সিস্টেমের সুবিধাও পাবেন।
  • জিও কোম্পানির তরফে তুলনামূলক কম সুদের হারে লোনের সুবিধা দেওয়া হচ্ছে।
  • আবেদনের জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। কিছু শর্ত মেনে তবেই লোনের জন্য আবেদন করা সম্ভব।

লোনের জন্য কোন কোন শর্ত মানতে হবে?

জিও কোম্পানির থেকে লোন নিতে আপনাকে কিছু শর্ত মানতে হবে। সেগুলি কী কী আসুন দেখে নেওয়া যাক।

  • জিও লোনের জন্য আবেদন করতে পারবেন একমাত্র ভারতবর্ষের নাগরিকরাই।
  • জিওর স্থায়ী গ্রাহকদের লোনের সুবিধা দেবে সংস্থা। অর্থাৎ, আবেদনকারীদের অবশ্যই জিও এর সিম থাকতে হবে ও তাঁদের স্থায়ী গ্রাহক হতে হবে।
  • লোনের আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।

আরও পড়ুন, স্টেট ব্যাংক গ্রাহকরা ঘরে বসে পাবেন ইনস্ট্যান্ট 20000 টাকা। অনলাইনে খুব সহজ পদ্ধতিতে আবেদন করুন

Jio Loan Eligibility

তবে লোনের জন্য সিবিল স্কোর (CIBIL Score) ভালো হতে হবে। অর্থাৎ যে সমস্ত জিওব গ্রাহকের CIBIL স্কোর প্রায় ৭৫০ বা তার বেশি রয়েছে, তারা সহজেই লোনের জন্য আবেদন জানাতে পারবেন। লোনের জন্য আবেদনকারীর মাসিক আয় হতে হবে ন্যূনতম ১৫০০০ টাকা। লোনের জন্য আবেদন করতে পারবেন যে কোনো পেশার মানুষ। তিনি চাকরিজীবী হতে পারেন আবার কোনো স্বনিয়োজিত অথবা ব্যবসায়ী মানুষও হতে পারেন।

Jio Loan Apply Online

  • প্রথমে আপনার ফোনে মাই জিও অ্যাপটিকে (My Jio App) ইন্সটল করে নিতে হবে।
  • তারপর নিজের জিও নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
  • স্ক্রিনে প্রদর্শিত ড্যাশবোর্ড থেকে লোনের জন্য যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করতে হবে।
  • লোন সংক্রান্ত বিকল্পগুলি সিলেক্ট করে নিতে হবে। লোনের আবেদনপত্রটি ফিল আপ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আপনার আবেদন সাবমিট করুন। আপনার লোন অনুমোদন হলে সরাসরি একাউন্টে চলে আসবে টাকা।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এইভাবে আবেদন করলেই পাবেন

উপসংহার

যেখানে বিভিন্ন সরকারি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান প্রচুর টাকা সুদে লোণ দেয়, সেখানে আমার মুটোফনের টেলিকম সংস্থা Reliance Jio এর ফোনের মাধ্যমে মাত্র ৮.২০% থেকে ৯% এর মধ্যে লোন পেতে পারেন। যদিও এই প্রতিবেদনটি কোনও প্রমোশনাল প্রতিবেদন নয়। সাধারণ মানুষের জানার জন্যই এই প্রতিবেদনটি লেখা। তাহলে আর চিন্তা কিসের, এবার বাড়িতে বসেই সমাধান হবে আপনার আর্থিক সমস্যার। লোনের জন্য আর এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। জিও আপনাকে এই সুবিধা দিচ্ছে। তবে অবশ্যই সমস্ত শর্তাবলী আগে পড়ে নেবেন তারপর লোনের জন্য আবেদন করবেন।

শেয়ার করুন: Sharing is Caring!