E Mudra Loan – দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।

আমরা যে যত রোজগারই করিনা কেন, টাকার দরকার তো বিভিন্ন সময়ে হয়। আর এই পরিস্থিতিতে ধারও (E Mudra Loan) নিতে হয় অনেককে। কিন্তু চাইলেই তো আর সহজে ধার দেবে না কেউ টাকা। এক্ষেত্রে কি করার? যদি আপনার কোনো এমার্জেন্সি থাকে, তবে অত্যন্ত সমস্যায় পড়তে হবে আপনাকে। কিন্তু মোদী সরকার থাকতে চিন্তা কিসের!! এই সমস্যার মুশকিল আসান মাত্র ৫ মিনিটেই হয়ে যাবে (E Mudra Loan).

Instant E Mudra Loan In This Banks.

আপনারা কি জানেন, এমার্জেন্সি বাবদ মোদী সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (E Mudra Loan) দিয়ে থাকে? তাও আবার একদম সহজ শর্তে ও স্বল্প সুদে। কাদের জন্য এই প্রকল্প? কিভাবে আবেদন করবেন এখানে? ইত্যাদি দেখে নিন। আর এর ফলে এখনো পর্যন্ত আমাদের দেশের কোটি কোটি মানুষের অনেক সুবিধা হয়েছে এবং অনেকেই বিপদের সময় উদ্ধার হয়েছেন এর মাধ্যমে (E Mudra Loan).

PM E Mudra Loan Yojana

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল PM E Mudra Loan প্রকল্পের একটি অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে চালু করেন এই PM MUDRA Yojana. এর মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের ব্যবসা (Business Loan) করার জন্য ঋণ প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ব্যবসার জন্য যাদের কোনো মূলধন জোগানোর ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের এখান থেকে সহজ সুদে ঋণ প্রদানের সুযোগ দেয় সরকার।

সেই কারণে এটি এই ধরনের ব্যবসায়ীদের ‘লাস্ট মাইল ফিনান্সার’ হিসেবেও পরিচিত। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আওতায় সুবিধা লাভ করেছেন দেশের প্রচুর বেকার যুবক যুবতী। সম্প্রতি আবারো ৪০ কোটি জনগণকে ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের (E Mudra Loan) মাধ্যমে ঋণ দেওয়ার কথা। আপনি যদি ব্যবসা করার স্বপ্ন দেখে থাকেন এবং আপনার আর্থিক অবস্থাও যদি সচ্ছল না হয় তাহলে এই ঋণের সুবিধা পাবেন আপনিও। আরো জানতে হলে পড়তে থাকুন।

PM E Mudra Loan Different Types

১) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের আওতায় জেরিন প্রদান করা হবে তাকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে।
২) প্রথমটি হলো শিশু ঋণ, দ্বিতীয়টি হল কিশোর ঋণ এবং তৃতীয় হল তরুণ ঋণ।
৩) শিশু ঋণের আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে আবেদনকারীদের।
৪) কিশোর ঋণের আওতায় ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।

৫) আর তৃতীয় অর্থাৎ তরুণ ঋণের মাধ্যমে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়ে থাকবে।
৬) উপরোক্ত তিন ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য বিভিন্ন হারে সুদ ফেরত দিতে হবে ঋণ গৃহীতাদের।
৭) এই সুদের হার তাদেরকে তাদের ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে ঋণ (E Mudra Loan) দেওয়ার সময় কালে।

Which Bank Is Provide E Mudra Loan?

মনটা যোজনার আওতায় যে ই মুদ্রা লোন, তাকে বল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank Of India) গ্রাহকরাই পাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনলাইন মারফত ৫ লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা ঋন (SBI E Mudra Loan) দিয়ে থাকে। অনলাইনে আবেদন করলে পাঁচ মিনিটের মধ্যে স্যাংশন হয়ে যায় এই লোন। অন্যদিকে অফলাইনে আবেদন দেশের যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে করা যাবে।

E Mudra Loan Interest Rate

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) সুদের হার বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের হয়। তবে মোটের উপর বলা যায়, ৯ থেকে ১২ শতাংশের মধ্যে এটি ঘোরাফেরা করে। এর সঙ্গে যাদের এসবিআই তে একাউন্ট (SBI Account) রয়েছে তারা সুদে বিশেষ সুবিধা পাবেন। ভালো সিবিল স্কোর থাকলে আরো কম সুদে টাকা পাওয়া যাবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন।

SBI E Mudra Loan Online Apply

১. আবেদনকারীকে সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.onlinesbi.in এ যেতে হবে।
২. এরপর মুদ্রা যোজনা (Mudra Yojana) সম্পর্কিত সেকশনে প্রবেশ করতে হবে।
৩. তারপর যে আবেদন পত্রটি দেখা যাবে সেটিকে প্রয়োজনীয় তথ্য সময় দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে নিজের নাম, ঠিকানা, ব্যাংক একাউন্ট নম্বর, ব্যবসার নাম, ব্যবসার অন্যান্য বিবরণ, কত টাকা ঋণ নেবেন সে গুলি সব উল্লেখ করতে হবে।
৪. তারপর নতুন পেজ খুলবে। এখানে নথিপত্র গুলি প্রয়োজনীয় সে গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৫. আবেদন প্রক্রিয়া শেষ।

SBI E Mudra Loan Offline Apply

১. কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে যেটিতে প্রার্থীর একাউন্ট আছে এবং যে ব্যাংক থেকে সুবিধা প্রদান করা হচ্ছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে।
২. এরপর তারা একটি আবেদন পত্র দেবে। সেই আবেদন পত্রে সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করে দিতে হবে। এমনকি আবেদনকারী কোন ধরনের ব্যবসা করতে চান এবং তার জন্য কি ধরনের লোন নিতে চান সে গুলিও।
৩. এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জমা করতে হবে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। এরপরই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
৪. সবশেষে ব্যাংকের পক্ষ থেকে একটি রসিদ দেওয়া হবে। আর লোনটি অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে সেই টাকা আবেদনকারীর একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Income Tax File (ইনকাম ট্যাক্স ফাইল)

E Mudra Loan Apply Documents

১. আবেদনকারীর দু কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ফটোগ্রাফ সহ মুদ্রা আবেদনপত্র
২. KYC নথি যেমন আপনার পাসপোর্ট (Passport), ভোটার আইডি কার্ড (Voter ID Card), ড্রাইভিং লাইসেন্স (Driving License), আধার কার্ড (Aadhaar Card), ইউটিলিটি বিল, প্যান কার্ড (PAN Card).
৩. বিশেষ পরিচয় নথি যেমন আপনার জাতি শংসাপত্র, যদি আপনি SC, ST বা অন্য কোনো বিশেষ বিভাগের অন্তর্গত হন।
৪. আবেদনকারীর ব্যবসার আয়ের প্রমাণ।

হটাৎ টাকার দরকার হলে টাকা দেবে বন্ধন ব্যাংক। এই কার্ড করে নিন, যখন খুশি টাকা তুলুন।

৫. আবেদনকারীর ব্যবসার ঠিকানা ও প্রমাণ।
৬. আবেদনকারীর ব্যবসা প্রতিষ্ঠার একটি প্রমাণ।
৭. আবেদনকারীর অন্তত ১২ মাসের একটি ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট (Bank Account Statement).
৮. গত 2 বছরের জন্য আপনার আয়কর রিটার্ন (ITR).
৯. ব্যাংক কর্ম কর্তাদের দ্বারা অনুরোধ করা অন্য কোনো নথি (E Mudra Loan).
Written by Nabadip Saha.

আপনার টাকার দরকার আছে? আধার কার্ড থাকলেই পাবেন। টাকা চাওয়ার দিন শেষ!

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment