PM Svanidhi Scheme – কোন গ্যারান্টি ছাড়াই 50 হাজার টাকা দেবে মোদী সরকার। ব্যাংকে একাউন্ট থাকলেই হবে।

দেশের গরীব মানুষদের স্বার্থে কেন্দ্রীয় সরকার চালু করল নতুন প্রকল্প (PM Svanidhi Scheme 2024). আয়ের তুলনায় যাদের ব্যয় বেশি তাদের মাঝে মধ্যেই প্রয়োজনে এই দিক ওই দিক টাকা ধার চাইতে হয়। এই সব মানুষদের এবার চিন্তা দূর করল কেন্দ্রীয় সরকার। আপনার যদি আধার কার্ড থাকে তবে টাকার দরকারে আর কারোর কাছে হাত পাততে হবে না। সরকার থেকেই নগদ ৫০০০০ টাকা ঋণ (Business Loan) দেওয়া হবে আপনাকে।

PM Svanidhi Scheme Loan For Business.

একেবারে সহজ শর্তে স্বল্প সুদে এই ঋণ (Loan Interest Rate) পাবেন আপনি। ঋণ নেওয়ার জন্য লাগবে না কোন গ্যারেন্টার। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Scheme) মাধ্যমে দেশবাসীর সহজ সুদে ঋণ পাওয়ার স্বপ্ন সত্যি হতে পারে। দেশের যে কোনো ব্যক্তিই এখানে আবেদন করে ঋণের লাভ পেতে পারেন। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? দেখে নিন সব কিছু।

What Is PM Svanidhi Scheme

প্রধানমন্ত্রী স্বনিধি হল কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য প্রকল্প গুলির মধ্যে একটি। PM SVANidhi স্কিমের পুরো নাম হল Pradhan Mantri Street Vendor Atmanirbhar Nidhi. এই প্রকল্পটি 1 জুন 2020 এ শুরু হয়েছিল। করোনা অতিমারীর সময়ে বেশিরভাগ মানুষই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন। এই পরিস্থিতিতে যারা ফুটপাতের ছোটখাটো হকার তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য এই ঋণ (PM Svanidhi Scheme Loan) চালু করে কেন্দ্রীয় সরকার (Central Government).

এর মাধ্যমে তাদের ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় ব্যবসার উন্নতির জন্য। Ministry of Housing and Urban Affairs (MoHUA) অধীনে এই স্কিমটি পরিচালিত হয়। এখনও পর্যন্ত ১ কোটি এই ধরনের মানুষ PM Svanidhi Scheme এর সুবিধা পেয়েছেন। ভোটের আগে আরো অনেককে এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাহলে যারা এই সুবিধা পেতে ইচ্ছুক তারা এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana) প্রকল্পে শীঘ্রই আবেদন করে ফেলুন।

PM Svanidhi Scheme Benefits

এই স্কিমের আওতায় ৫০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাপোর্ট দেয় সরকার। তিনটি কিস্তিতে (Loan Installment) প্রদান করা হয় এই ঋণ। প্রথমে আবেদন করলে ১০০০০ টাকা ঋণ পাওয়া যায়। এখানে কোনো গ্যারেন্টার লাগে না। ঋণ শোধ করার সময় থাকে ১২ মাস। ঋণ সময় মতো শোধ করে দিলে দ্বিতীয় ধাপেও গ্যারেন্টার ছাড়া লোন দেয় সরকার। এক্ষেত্রে ২০০০০ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়।

এই ঋণের (PM Svanidhi Scheme Loan) ক্ষেত্রে ১৮ মাস সময় দেওয়া হয় শোধের জন্য। এরপর শেষ কিস্তিতে দেওয়া হয় ৫০০০০ টাকা ঋণ। আগের ঋণে কোনো খেলাপি না করলে আবার বিনা সুরক্ষায় লোন দেয় ব্যাংক। আর এই স্কিমের মাধ্যমে সকলে নিশ্চিন্তে এই ঋণ নেওয়ার মাধ্যমে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

Personal Loan (পার্সোনাল লোন)

PM Svanidhi Scheme Apply Criteria

  • ব্যক্তির অবশ্যই রাস্তার ধারে একটি ছোটোখাটো ব্যবসা থাকতে হবে।
  • সে যে কোনো ব্যবসাই হোক।
  • যারা শহুরে এলাকার বাসিন্দা তারা কেবল এই সুবিধা পাবেন।

1.40 কোটি মানুষকে সহজ শর্তে ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে পাবেন জেনে নিন।

PM Svanidhi Scheme Online Apply Process

দেশের যে কোনো রাষ্ট্রায়ত্ত বা প্রাইভেট ব্যাংক আপনাকে পিএম স্বনিধি ঋণের সুবিধা দেবে। যেমন এসবিআই, পিএনবি, ব্যাংক অব বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, অ্যাক্সিস ব্যাংক, উৎকর্ষ স্মল ফিনান্সিয়াল ব্যাংক ইত্যাদি। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে এই প্রকল্পের ফর্ম ফিলাপ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন। তারপর ব্যাংক আপনার যোগ্যাতা বিচার করবে। যদি আপনি উপযুক্ত হন তাহলে তাহলে কিছুক্ষণের মধ্যেই ঋণের টাকা ট্রান্সফার হয়ে যাবে একাউন্টে।
Written by Nabadip Saha.

14 তারিখের আগে আধার কার্ডে এই নথি আপডেট করুন। নইলে সরকারি সুবিধা পাবেন না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment