Bandhan Bank Credit Card – হটাৎ টাকার দরকার হলে টাকা দেবে বন্ধন ব্যাংক। এই কার্ড করে নিন, যখন খুশি টাকা তুলুন।

আর অন্যের সঙ্গে যৌথভাবে নয় আনা হবে একেবারে নিজস্ব বন্দন ব্যাংক ক্রেডিট কার্ড (Bandhan Bank Credit Card). মিলবে আরো সুযোগ সুবিধা। এমনই ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। দেশের গুরুত্বপূর্ণ প্রাইভেট সেক্টর ব্যাংক গুলির মধ্যে বন্ধন ব্যাংক (Bandhan Bank) অন্যতম। গত ২০১৫ সাল থেকে এই ব্যাংক ব্যবসা শুরু করেছে। বর্তমানে এর নাম যথেষ্ট জনপ্রিয়। দেশের কোটি কোটি মানুষ রয়েছেন এর গ্রাহক তালিকায়। আর তাদের সকলের সুবিধার জন্যই এবার ব্যাংক নিল এক নতুন উদ্যোগ।

Bandhan Bank Credit Card Benefits And Offers.

সম্প্রতি বন্ধন ব্যাংক তৈরি করেছে এর নিজস্ব ক্রেডিট কার্ড (Bandhan Bank Credit Card). এবার থেকে এই ক্রেডিট কার্ডই ব্যবহার করতে হবে সকল গ্রাহকদের। এর আগে অন্যান্য কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড (Credit Card) দিত এটি। কিন্তু এবার থেকে আর এরকম নয়, সংস্থা চালু করল তার নিজের তৈরি ক্রেডিট কার্ড। আগের চেয়ে আরো বেশি সুবিধা এখানে। বিস্তারিত জেনে নিন।

Bandhan Bank Credit Card Apply online

গত কয়েকদিন আগেই আর্থিক হিসাব নিকাশ সংক্রান্ত বন্ধন ব্যাংক এর একটি মিটিং ছিল। ২০২৩-২৪ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিক পিরিয়ডের আর্থিক ফলাফল ঘোষণা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ (Bandhan Bank CEO) এই মিটিংয়ে বলা হয়, গত ২০২২-২৩ অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে এই ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ১.১২ লক্ষ কোটি টাকা। বর্তমান অর্থ বছরে এর পরিমাণ বেড়ে হয়েছে ১.১৭ লক্ষ কোটি টাকা (Bandhan Bank Credit Card).

Bandhan Bank Credit Card Apply

এদিকে কোম্পানির নেট লাভ গত বছর অনুযায়ী দেখা গেছে ২৯০.৬ কোটি টাকা থাকতে। যা এই অর্থ বছরে ৭৩২.৭ কোটি টাকাতে পৌঁছেছে অর্থাৎ এক্ষেত্রে ১৫২ শতাংশ উন্নতি হয়েছে ব্যাংকের নেট মুনাফাতে। আবার ঋণ (Bandhan Bank Loan) দেওয়ার ক্ষেত্রে গত অর্থ বছরের তুলনায় এবারে ১৮ শতাংশ হার বৃদ্ধি পেয়েছে ব্যাংকের। গৃহ ঋণ (Home Loan) এর ক্ষেত্রে ৬ শতাংশ হার বেড়েছে। অন্যান্য ঋনের ক্ষেত্রে ৭০% বেড়েছে।

আর্থিক ফলাফল ঘোষণার পরেই এদিন কোম্পানির কর্ণধার চন্দ্র শেখর ঘোষ এই নতুন Bandhan Bank Credit Card বিষয়ে ঘোষণা করেছেন। তিনি বলেন যে গত বছর থেকেই বন্ধন ব্যাংক নিজস্ব ক্রেডিট কার্ড (Bank Credit Card) তৈরি করার পরিকল্পনা করছিল। তবে এতদিন তা শুরু হয়নি। এর আগে বন্ধন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড Standard Chartered) ব্যাংকের সঙ্গে যৌথভাবে একটি ক্রেডিট কার্ড এনেছিল। সেই কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডই (Co Branded Credit Card) চালু ছিল এতদিন পর্যন্ত।

Jan Dhan Account (জনধন একাউন্ট)

কিন্তু সেই পুরনো ক্রেডিট কার্ড (Bandhan Bank Credit Card) সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল এবার ব্যাংক। পরিবর্তে আনা হবে সম্পূর্ণ নিজস্ব বানানো ক্রেডিট কার্ড। আর যেহেতু ব্যাংকের নিজস্ব জিনিস তাই এই ক্রেডিট কার্ডে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে আশা করছেন ব্যাংকের গ্রাহকরা। এই দিন উপস্থিত সকলের সামনে কোম্পানির কর্ণধার চন্দ্রশেখর ঘোষ এই ক্রেডিট কার্ডের একটি মডেলও তুলে ধরেন।

হটাৎ টাকার দরকার হলে আর কারো হাত পাতবেন না। আধার কার্ড থাকলেই ব্যাংকে চলে যান।

Apply for Bandhan Bank Credit card

দেখা যাক কখন এই Bandhan Bank Credit Card হাতে আসে সবার। আর তারপরেই কি কি সুযোগ সুবিধা মিলে তা দেখা যাবে। আর এই ক্রেডিট কার্ড নিয়ে বন্ধন ব্যাংকের সকল গ্রাহকদের মধ্যে এক নতুন উন্মাদনা দেখা যাচ্ছে। আর বাকি ব্যাংকের ক্রেডিট কার্ডের থেকে কিছু বেশি সুবিধা প্রদান করা হলে অবশ্যই গ্রাহকেরা এই কার্ড নিতে ইচ্ছুক হবে। এই Bandhan Bank Credit Card সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Nabadip Saha.

স্টেট ব্যাংকে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগে, মেয়াদ শেষে পান 83 লাখ টাকা। কিভাবে বিনিয়োগ করবেন, জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment