ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করার আগেই স্বনির্ভর গোষ্ঠীদের সহজ শর্তে ঋণ বা Bandhan Bank Loan দিতো বন্ধন মাইক্রোফিনান্স সংস্থা। আর এরপর পূর্ণ ব্যাংকের মর্যাদা পাওয়ার পর সমস্ত কিছুকে ঢেলে সাজিয়ে আরও সহজ শর্তে Bandhan Bank Loan দিয়ে থাকে।
টাকার দরকার তো আমাদের সকলেরই রয়েছে। আর এই কারণের জন্য অনেকেই বর্তমানে পার্সোনাল লোন (Personal Loan) নিয়ে থাকেন। যে যত রোজগারই করি না কেন, কখনো না কখনো প্রয়োজনের সময়ে হাত ফাঁকা হয়ে যায়। আর তখন কারোর কাছে হাত পাতা ছাড়া কোন উপায় থাকে না। তবে এখন থেকে টাকা না থাকলেও ভোগান্তির দিন শেষ। পাশে রয়েছে বন্ধন ব্যাংক। সাম্প্রতিককালে লোন (Bandhan Bank Loan Personal Loan) ব্যবস্থাকে দারুন সহজ করেছে এই ব্যাংক।
Bandhan Bank Loan Online Apply Process.
সুদের হার (Bandhan Bank Loan Interest Rate) থেকে শুরু করে অন্যান্য টার্ম এবং কন্ডিশনসে পরিবর্তনের ফলে লোন পাওয়া এখন ছেলের হাতের মোয়া হয়ে উঠেছে এই ব্যাংকের গ্রাহকদের কাছে। যে কোনো প্রয়োজনে তারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট লোন (Instant Personal Loan). মাত্র ৫ মিনিটের মধ্যেই। এমনকি এই জন্য কাউকে ব্যাংকেও যেতে হচ্ছে না। ঘরে বসে অনলাইনেই স্যাংশন হয়ে যাচ্ছে লোন। আপনিও যদি এই সুবিধা নিতে চান তবে বিস্তারিত জেনে নিন আগে।
Bandhan Bank Loan Instant Apply
১. বন্ধন ব্যাংক ইনস্ট্যান্ট লোন (Bandhan Bank Loan) হলো গ্রাহকদের জন্য চালু করা বিশেষ সুবিধা গুলির মধ্যে একটি।
২.যে কোন জরুরী প্রয়োজনে টাকার দরকার হলে ব্যাংকের লোন পেতে অনেক ঝামেলা পোহাতে হয় মানুষকে। সেখানে এই লোন নেওয়া অনেক দিক থেকে সহজ।
৩. মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনাকে লোন দিয়ে দেবে ব্যাংক (Bank Loan).
৪. এই জন্য ব্যাংকে যেতেও হবে না। ঘরে বসেই আবেদন করতে পারবেন।
৫. লোনের পরিপ্রেক্ষিতে কোন কোল্যাটেরাল সিকিউরিটি আপনাকে জমা রাখতে হবে না।
৬. এই Bandhan Bank Loan যে কোন প্রয়োজনে নেওয়া যেতে পারে, পড়াশোনা, বিবাহ, গাড়ি কেনা, চাকরি, ব্যবসা শুরু করা বা আগের ব্যবসা বাড়ানো এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রয়োজনে।
৭. আপনি বন্ধন ব্যাংকে (Bandhan Bank) চাইলে নতুন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নিতে পারেন অথবা অন্য ব্যাংক থেকে এখানে লোন ট্রান্সফার করাতে পারেন।
Bandhan Bank Loan Interest Rate
১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিলে, মাসিক ১৫.৯০ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয়। বাড়ি তৈরির লোন এবং বিবাহ লোন নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ ১২ শতাংশ। তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর পর্যন্ত করা হয়েছে এখন। ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ প্রসেসিং চার্জ সহ জিএসটি দিতে হয় গ্রাহকদের (Bandhan Bank Loan Charges).
Bandhan Bank Loan Apply Criteria
১. বেকার যুবক যুবতীরা থেকে শুরু করে গৃহবধূ অথবা কোন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী সকলেই বন্ধন ইনস্ট্যান্ট লোন পাওয়ার যোগ্য।
২. Bandhan Bank Loan নেওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২৩ থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।
৩. ঋন গ্রহীতার অবশ্যই কোনো একটি স্থায়ী রোজগারের উৎস থাকতে হবে।
Bandhan Bank Loan Apply Documents
১. যে কোন পরিচয় পত্রের প্রমাণ যেমন – Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
২. আবেদনকারীর স্থায়ী বাসস্থানের প্রমাণ।
৩. এক কপি রঙিন পাসপোর্ট ছবি
৪. বন্ধন ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
৫. কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
৬. গত ২ বছরের আয়কর ফাইলের (Income Tax File) রশিদ।
How To Apply For Online Bandhan Bank Loan
১. www.bandhanbank.com ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রথমে।
২. হোমপেজ খুললে বাঁদিকের উপরে তিনটি লাইনের একটি চিহ্ন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৩. দুটি অপশন আসবে Personal ও Business. যে ধরনের লোন চাই সেই অপশনে ক্লিক করুন।
৪. Personal Loan অপশনটি বাছলে আরও কতকগুলি সাব অপশন আসবে Home Loan, Car Loan, Gold Loan, Education Loan ইত্যাদি। প্রয়োজন অনুযায়ী একটিতে ক্লিক করুন।
৫. এরপর আপনাকে লোনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। এই জন্য নিজের নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি সঠিকভাবে লিখুন।
৬. ফর্ম পূরণ হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন। আপনার আবেদনের কাজ শেষ এবং সেটি চলে যাবে বন্ধন ব্যাংক এর কাছে।
টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।
৭. এরপর একটি কল ভেরিফিকেশন হবে। ব্যাংক কর্তৃপক্ষ ফোন করে আপনার ব্যক্তিগত তথ্য এবং Bandhan Bank Loan বিষয়ে জানতে চাইবে। সঠিকভাবে উত্তর দিলে তার ওপর ভিত্তি করেই আপনাকে লোন দেবে ব্যাংক।
বন্ধন ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের বিষয়ে কোন কোয়্যারি থাকলে নিচের যোগাযোগ মাধ্যম গুলি থেকে জেনে নিন।
Bandhan Bank Toll Free No – 1800 258 8181
Bandhan Bank Email ID – [email protected]
Bandhan Bank Address – DN 32, Sector V, Salt Lake City, Kolkata 700091.
Written by Nabadip Saha.
কড়া নজর রাখছে আয়কর দফতর। এই লেনদেন করলেই নোটিশ পাবেন আপনি।