Pension Scheme – সরকারি চাকরি ছাড়াই প্রতিমাসে 1 লাখ টাকা পেনশন পাবেন, শুধুমাত্র এইভাবে সঞ্চয় করুন।

কর্মজীবনে অক্লান্ত পরিশ্রমের পর অবসর বা বৃদ্ধ বয়সে সকলেই একটু ভালো থাকার জন্য বিভিন্ন Pension Scheme এ বিনিয়োগ করে থাকেন। যাদের চাকরি আছে তাদের তো সরকারি পেনশন প্রকল্প রয়েছে, কিন্তু যাদের চাকরি নেই তারা কি করবেন? তাছাড়া বিরাট টাকা সঞ্চয় করা তো আর সকলের দ্বারা সম্ভব হয় না। তাই কম বয়স থেকেই যদি সঠিক উপায়ে বিনিয়োগ বাসঞ্চয় করা যায় তবে কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যায়। আর জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী ১৫ বছর পর মাসে ১ লাখ টাকার নিচে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। তাই এখন থেকেই পরিকল্পনা করে নেওয়া ভালো।

সরকারি কর্মীদের সেক্ষেত্রে অবসরের পর পেনশন মেলে। কিন্তু তাতে ও পূর্ণ চাহিদাপূরণ সম্ভাব নয়। তাই চাকরিজীবী হোক আর যেকোনো পেশার মানুষ, সকলকেই একটা পেনশন প্রকল্প তথা Pension Scheme এ বিনিয়োগ করা উচিত। আর সরকারি একাধিক দুর্দান্ত স্কিম (Pension Plan) রয়েছে যেখানে বিনিয়োগ করলে অবসরের পর আর ভাবতে হবে না ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে। আর মাসে ১ লাখ টাকা পেনশন পেতে হলে কিভাবে বিনিয়োগ করবেন, তার একটা হিসাব দেওয়া হলো।

NPS National Pension Scheme Give You 1 Lakh Rupees Per Month.

কেন্দ্র সরকারের এই NPS National Pension Scheme এ এক দিকে যেমন সুদের হার রয়েছে উচ্চ, অন্য দিকে আবার বৃদ্ধ ব্যক্তিদের কর থেকেও মুক্তি প্রদান করছে সরকার। যে কোনো ব্যাংক বা পোস্ট অফিস সকল জায়গাতেই এই স্কিমের সুবিধা আপনি পেয়ে যাবেন। তবে এই Pension Scheme সঠিক সুবিধা পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করতে হবে। এখন থেকেই বিনিয়োগ করলে আপনি ৬০ বছর পেরোলে পাবেন ১ লক্ষ টাকা পেনশন।

National Pension Scheme

২০০৪ সাল থেকে পুরনো পেনশন স্কিম সরে গিয়ে এসেছে ন্যাশনাল পেনশন স্কিম ভারতে। NPS বা National Pension Scheme তার গ্রাহকদের অবদানকে বিভিন্ন বাজার সংযুক্ত উপকরণ যেমন ইক্যুইটি এবং ঋণে বিনিয়োগ করে এবং চূড়ান্ত পেনশনের পরিমাণ এই বিনিয়োগের কর্ম ক্ষমতার উপর নির্ভর করে। এই Pension Scheme সুদের হার ৯% থেকে ১২%। বিনিয়োগের জন্য নূন্যতম বয়স সীমা ১৮ এবং সর্বোচ্চ বয়স সীমা ৭০ বছর হতে হবে।

অবসর প্রাপ্ত বা অবসরের আগে থেকেই ব্যক্তিরা এখানে টাকা জমাতে পারেন। তবে চাকরি জীবনে থাকাকালীন আপনি এখানে বিনিয়োগ শুরু করলে অবসরের পর পাবেন মোটা টাকা রিটার্ন। সরকারি কর্মচারীরা থেকে শুরু করে যে কোনো বেসরকারি কর্মচারী অথবা একজন সাধারণ ব্যক্তিও National Pension Scheme বিনিয়োগ করে সুবিধা পাওয়ার যোগ্য।

Benefits Of NPS Pension Scheme

  • অন্যান্য যে কোন বিনিয়োগ স্কিমের তুলনায় NPS এ সুদের হার (NPS Interest Rate) অনেক বেশি।
  • যার ফলে মেলে বেশি রিটার্নও।
  • এনপিএস স্কিমে যে কোনো সময়ে বিনিয়োগ শুরু করা যায়।
  • শুধু থাকতে হবে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে।
  • এই স্কিমে বিনিয়োগকারীরা তাদের সুবিধা মত বিনিয়োগের পরিমাণ পরিবর্তন করতে পারেন।
  • প্রথমে বেশি অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ শুরু করা যায়।
  • যদি পরে তা চালিয়ে না যেতে পারেন তাহলে কম টাকা বিনিয়োগ করতে পারেন আপনি।
  • ধারা 80CCD(1), 80CCD(2) এবং 80CCD(1B) এর আওতায় করছাড়।
  • বার্ষিক ২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।

How To Get 1 Lakh Pension On National Pension Scheme?

NPS Scheme এক লাখ টাকা পেনশন পাওয়া খুব সহজ। তবে এর জন্য যত শীঘ্র হোক বিনিয়োগ শুরু করতে হবে আপনাকে। ধরা যাক একজন ব্যক্তি ৪০ বছর বয়সে এখানে বিনিয়োগ শুরু করলেন। ৬০ বছর বয়সের পর তিনি পেনশন (Pension Scheme) পাবেন। তাহলে তিনি মোট ২০ বছর ধরে বিনিয়োগ করবেন এখানে। আগেই বলা হয়েছে এখানে কম বা বেশি যে কোনো অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ করা যায়।

বীমা বা Insurance Policy

এবার ধরুন আপনার আয় অনেক বেশি, সে ক্ষেত্রে আপনি যদি প্রতিমাসে ১ লাখ টাকা পেনশন (Pension Scheme) চান তবে এখন থেকে মাসিক প্রায় ৬০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। ফলে আপনার মোট বিনিয়োগ হবে ১.৫৮ কোটি টাকা। যদি প্রতিবছর ১০ শতাংশ করে সুদ দেয় তাহলে রিটার্নের পরিমাণ হবে ৩.৪৬ কোটি টাকা। ২০ বছর পর পেনশন ফান্ডে আপনার জমাকৃত অর্থের পরিমাণ হবে ৫.০৫ কোটি টাকা। তবে ৬০ হাজার টাকা বিনিয়োগ সকলের দ্বারা সম্ভব নয়, তাই ২০ হাজার টাকা বিনিয়োগ করলেও প্রতিমাসে ৩০০০০ টাকা পেনশন পেতে পারেন।

পহেলা মে থেকে ATM Card এর খরচ বাড়ছে। গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল। জেনে নিন

টাকা ম্যাচিওর্ড হলে আপনি ৬০ শতাংশ প্রত্যাহার করতে পারেন আর বাকি ৪০ শতাংশ আপনাকে রাখতে হবে। অর্থাৎ ৩.০৩ কোটি টাকা আপনি তুলে নিতে পারবেন। আর বাকি পড়ে থাকা ২.০২ কোটি টাকার মধ্যে আপনি প্রতিবছর 6 শতাংশ সুদ রিটার্ন (Pension Scheme Interest Rate) পাবেন। সেই হিসাব ধরে প্রতিমাসে আপনার হাতে আসছে ১ লক্ষ টাকা। এটাই আপনার NPS National Pension Scheme তথা জীবনের শেষ অবলম্বন।
Written by Nabadip Saha.

বাম্পার রিটার্ন দিচ্ছে এই দুই শেয়ার। আজ কিনলেই দ্বিগুণ ফেরত পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment