LIC এর এই পলিসিতে পাবেন, ১ কোটি টাকা রিটার্ন। মাসে কত টাকা জমাবেন, হিসাব দেখে নিন।

আপনি কি বিনিয়োগ করতে চান? কিন্তু কোথায় করবেন, কোথায় লাভ বেশি, তা ভেবে পাচ্ছেন না? (LIC Jeevan Shiromani). এই ব্যাপারে সাহায্য করতে আজ এগিয়ে এসেছি আমরা। বর্তমান যুগে টাকা ছাড়া দুনিয়া অচল। যে করেই হোক বেশি বেশি টাকা উপার্জন করতে চায় সকলেই। তাই বিনিয়োগ এমন স্থানে করতে হবে যেখান থেকে দ্বিগুণ সুবিধা পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি ১ লাখ বিনিয়োগ করেন, তো ২ লাখ ফেরত আসবে (Life Insurance Corporation Of India).

LIC Jeevan Shiromani Plan Premium Calculator.

কি ভাবছেন, এই রকম কোন প্ল্যান আদৌ আছে নাকি? আছে, ভারতীয় জীবন বীমা নিগম আপনাকে এই সুযোগ দেবে। যেখানে ১ লাখ নয়, বরং ৫০০ টাকা হাতে থাকলেই বিনিয়োগ করতে পারবেন আপনি। আর কত রিটার্ন মিলবে জানেন? ১ কোটি টাকা। এলআইসির গ্যারান্টির (LIC Jeevan Shiromani) সঙ্গে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। তবে আর দেরি না করে চলুন দেখে নিই এই প্ল্যানটি।

LIC Jeevan Shiromani Plan Information

ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিভিন্ন সুবিধাজনক প্ল্যান গ্ৰাহকদের প্রদান করে থাকে। এই প্ল্যান গুলি সাধারণ মানুষের আয়ের স্কেল অনুযায়ী তৈরি করা হয়। আর এই গুলিতে নাবালক থেকে শুরু করে বৃদ্ধ সকলেই বিনিয়োগ করতে পারেন। এই রকমই একটি পেনশন প্ল্যান (LIC Jeevan Shiromani Pension Plan) নিয়ে আজ আলোচনা করব। অনেকেই এখান থেকে লাভ পেয়েছেন। এবার আপনার পালা।

এলআইসি এর এই পলিসি (LIC Policy) অত্যন্ত জনপ্রিয়। LIC Jeevan Shiromani হল নন লিঙ্কড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল, লাইফ অ্যাসুরেন্স সেভিংস প্ল্যান। নূন্যতম ৫০০ টাকা প্রিমিয়াম দিয়ে এখানে বিনিয়োগ শুরু করা যায়। তবে ১ কোটি টাকার প্লান কিনলে আপনি গ্যারান্টিড রিটার্নের সুবিধা পান। এই কারণেই উচ্চ নেট আয় যুক্ত ব্যক্তিদের পক্ষে এই প্ল্যান সুবিধা জনক। প্ল্যানটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে,

Benefits Of LIC Jeevan Shiromani

যদি পলিসিধারী পলিসি শুরু করার প্রথম পাঁচ বছরে মারা যান, তাহলে তার পরিবার ক্রম বর্ধমান গ্যারান্টিযুক্ত এবং আনুগত্য যোগ সহ “মৃত্যুতে বিমাকৃত অর্থ” পাওয়ার অধিকারী হয়। পলিসি ধারক পলিসির মেয়াদে নির্দিষ্ট বছর পর পর্যায়ক্রমিক অর্থ রিটার্ন পান (LIC Jeevan Shiromani). পলিসিটি ক্যান্সার, অন্ধত্ব, কিডনি ব্যর্থতা, স্ট্রোক এবং আরও অনেক কিছু সহ 15 টি রোগকে কভার করে।

জীবন বীমাকৃত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট জটিল রোগে আক্রান্ত হন, তাহলে তারা প্রাথমিক বীমাকৃত রাশির 10% এর সমান অর্থ সাহায্য পাবেন। পলিসির (LIC Jeevan Shiromani) মেয়াদ উত্তীর্ণ হলে বা পলিসি হোল্ডারের মৃত্যু হলে মোট লাভ একাধিক অংশীদারের মধ্যে ভাগ করে দেওয়া হয় চাইলে। আর এই পলিসিতে বিনিয়োগ করার আগে আপনাদের এই সকল প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়ার দরকার হয়।

Cheque Book and ATM Card Charges (এটিএম কার্ড, চেক বুক)

LIC Jeevan Shiromani Apply Age Limit

এখানে বিনিয়োগ করতে গেলে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হতে হবে আপনার। বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন মেয়াদে টাকা জমা করতে পারেন। যেমন, প্ল্যানটি কেনার জন্য একজনের বয়স ১৮ বছর হতে হবে। ৪৫ বছরের কম বয়সী ব্যক্তি ২০ বছরের মেয়াদে এই পলিসি নিতে পারেন। অন্য দিকে ৪৫-৪৮ বছর বয়সী ব্যক্তিরা সর্বোচ্চ ১৮ বছর বয়সের জন্য এই পলিসি নিতে পারেন। একই সময়ে ৫৫ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ ১৪ বছরের পলিসি মেয়াদ সহ এই পলিসি নেওয়া যেতে পারে।

10 টাকা মাত্র 1 বছরে 4620 টাকা রিটার্ন দিয়েছে। আজই এই শেয়ার কিনে রাখুন।

LIC Jeevan Shiromani Investment Update

এলআইসির তথ্য অনুযায়ী, একজন ৪৫ বছরের কম বয়সী ব্যক্তি যদি এখানে বিনিয়োগ করতে চান তবে এক কোটি টাকা লাভের জন্য তাকে প্রথম বছরের প্রতি মাসে ট্যাক্স সমেত ৬১,৪৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে। এরপর প্রতিমাসে ৬০,১১৪.৮২ টাকা জমা দিতে হবে। যার ফলে ২০ বছর পর আপনার রিটার্ন আসবে ১,৩৪,৫০,০০০ টাকা। তাহলে একটু বেশি টাকা জমা করলে আখেরে আপনারই ভালো হতে চলেছে বলে মনে করছেন অনেকে।Written by Nabadip Saha.

22 ক্যারেট সোনার দাম একধাক্কায় কমলো। ইচ্ছে মত গয়না কিনুন বিয়ের মরশুমে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment