Ration Card: ৩০ নভেম্বরের মধ্যে এই ২টি কারনে বন্ধ হয়ে যাবে লাখ লাখ রেশন কার্ড। কি কি করতে হবে জেনে নিন

সারা দেশের প্রান্তিক ও সাধারণ মানুষকে রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান (Ration Items List) করা হয়ে থাকে। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণের রেশন সামগ্রী দেওয়া হয়। সরকারের বরাদ্দকৃত ফ্রি রেশন যাতে সঠিক মানুষ ই পেতে পারেন, তার জন্য বিভিন্ন প্রকার সুরক্ষা ব্যবস্থা ও করা হয়েছে। E-KYC, Biometric Scan, SMS প্রভৃতির মাধ্যমে কেবলমাত্র যোগ্য ব্যাক্তিই তার নিজের ও পরিবারের রেশন তুলতে পারেন। আর সেই কারনেই নতুন বছর পড়ার আগেই ফের রেশন নিয়ে নয়া নির্দেশ জারি করলো অর্থ দপ্তর। যার জেরে মূলত ২টি কারণে বাতিল বা ফ্রিজ হয়ে যেতে পারে, আপনার রেশন কার্ড টি। এই প্রতিবেদনে জেনে নি, কিভাবে এই সমস্যার সমাধান করবেন, এবং নিজের কার্ডটি কিভাবে সচল রাখবেন।

Free Ration Card may be blocked for these reasons

সারা দেশের প্রায় ৮০ কোটি মানুষ কে সহায়তা করতে বিনামূল্যে রেশন দেওয়া হয়। তবে একাধিক স্থানে রেশন ডিলার ও কিছু অসাধু ব্যক্তি রেশন নিয়ে বিভিন্ন প্রকার অসৎ উপায় অবলম্বন করার অভিযোগ এসেছে। যার ফলে নড়েচড়ে বসেছে দেশের খাদ্য মন্ত্রক। তাই এবার বিনামূল্যে কেবলমাত্র প্রকৃত রেশন গ্রাহকেরাই রেশন পাবেন। আর একজনের রেশন কার্ড যেন আরেক ব্যাক্তি ব্যবহার না করতে পারেন, তার জন্য বিভিন্ন ব্যবস্থা ও নেওয়া হয়েছে। এছাড়া যারা বহুদিন ধরে রেশন তোলেন না, তাদের কার্ড ও সাময়িক ভাবে ব্লক করে দেওয়া হচ্ছে, যাতে সেই কার্ডের অপব্যবহার না হয়। বা সেই কার্ড যেহেতু নিস্ক্রিয় রয়েছে, তাই তার নামে রেশন সামগ্রী ডিলারের কাছে যেন না পৌছায়।

প্রচুর রেশন কার্ড বাতিল ও ব্লক হবে

দেশের সঠিক মানুষ কে প্রাপ্য রেশন দিতে সরকার বিভিন্ন কড়া নিয়ম চালু করেছে। আর এই নিয়ম মানলেই কেবলমাত্র প্রকৃত রেশন গ্রাহকই বিনামূল্যে রেশন পাবেন। তাই সাধারণ সমস্ত গ্রাহকদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, নতুবা তাদের কার্ড ও সাময়িক ভাবে নিস্ক্রিয় হয়ে যাবে। গত ২০ তারিখের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিম্নলিখিত কাজ গুলো না করলে সেই সমস্ত গ্রাহকদের রেশন দেওয়া সাময়িক ভাবে বন্ধ হয়ে যাবে। যারা ইতিমধ্যেই এই কাজ করে ফেলেছেন, তাদের নতুন করে কিছু করতে হবে না। আর যাদের কার্ড ইতিমধ্যেই ব্লক হয়েছে, তারা তাদের কার্ড চালু করতে কি করবেন, সেই ব্যাপারেও নিচে আলোচনা করা হলো।

কি কারণে রেশন কার্ড বাতিল বা নিস্ক্রিয় হতে পারে?

  • বিনামূল্যে রেশন সামগ্রী পেতে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক।
  • এবার থেকে বায়োমেট্রিক যাচাই না করে রেশন পাওয়া যাবে না।
  • যারা এখনও Ration Card e-KYC করেন নি, ৩০ নভেম্বরের আগে করে নিন।
  • টানা ৩ মাস রেশন না নিলে তাদের কার্ড সাময়ক ভাবে নিস্ক্রিয় হবে।
  • নিস্ক্রিয় কার্ড সক্রিয় করতে রেশন দোকানে ফের e-kyc করতে হবে
  • টানা ৬ মাস রেশন না নিলে তাদের কার্ড ব্লক হয়ে যাবে।
  • ব্লক রেশন কার্ড চালু করতে Food Supply অফিসে ফর্ম জমা করতে হবে।

আপনার রেশন কার্ড চালু আছে কিনা কিভাবে দেখবেন?

খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেশন কার্ড সক্রিয় (Active) আছে কিনা, সেটি দেখা যাবে। প্রথমে অফিসিয়াল সাইটে ভিজিট করুন। এরপর রেশন কার্ডের অপন বেছে নিয়ে, আপনার কার্ডের ধরন ও আপনার বিবরণ দিয়ে সাবমিট করুন। এবার সেই তালিকায় আপনার নাম থাকলে বুঝতে হবে বর্তমানে আপনার কার্ড সক্রিয় রয়েছে। আর যদি নাম না থাকে তবে আপনাকে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

click here red button

নিস্ক্রিয় রেশন কার্ড সক্রিয় করার উপায়

অনলাইন পদ্ধতি

  • পশ্চিমবঙ্গের গ্রাহকেরা প্রথমে রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর Ration Card অপশনে ক্লিক করুন।
  • এবার Ration Card Details বা E-KYC অপশনে ক্লিক করুন।
  • আপনার কার্ড নম্বর এবং আধার নম্বর টাইপ করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি দিয়ে e-kyc ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  • মোবাইল নম্বর লিংক না থাকলে নিচের অফলাইন পদ্ধতি মেনে চলুন।

 

click here red button

অফলাইন পদ্ধতি

  • আপনার রেশন ডিলারের দোকানে গিয়েই এই কাজটি করতে পারবেন।
  • আপনার রেশন ও আধার কার্ডের একটি কপি সাথে নিয়ে যান।
  • ডিলার বায়োমেট্রিক যন্ত্রের সাহায্যে আপনার আঙুলের ছাপ (fingerprint) নিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করবেন।
  • যদি আঙুলের ছাপ না মেলে, তাহলে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে ম্যানুয়াল ভেরিফিকেশন করতে হবে।

আরও পড়ুন, SIR এর ফর্ম জমা দিয়েছেন? স্ট্যাটাস দেখুন এখানে। ভুল করেছেন, এখানে দেখুন।

সকলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

যাদের কার্ড নিস্ক্রিয় হয়ে গেছে, তারা অবশ্যই এই কাজ গুলো করবেন। এবং যারা ইতিমধ্যেই e kyc করে নিয়েছেন, তাদের এখন আর কিছু করতে হবে না। তবে যারা এখনও e-kyc করেন নি তারা ৩০ নভেম্বরের মধ্যে কাজটি করে নিন। নতুবা ডিসেম্বর মাসের রেশন বন্ধ হয়ে যেতে পারে। জনস্বার্থে এই পোস্ট টি শেয়ার করুন।

শেয়ার করুন: Sharing is Caring!