LPG Gas – ফ্রিতে 10 টি রান্নার গ্যাস দেবে তৃণমূল। পশ্চিমবঙ্গে কারা ও কিভাবে পাবেন?

রান্নার গ্যাস (LPG Gas) বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এমন খুব কম ঘরই আছে, যেখানে গ্যাসের সংযোগ নেই। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু হওয়ার পর থেকে গরিব দুঃখীদের ঘরেও পৌঁছে গিয়েছে এলপিজি কানেকশন (LPG Connection). কষ্ট লাঘব হয়েছে সে সব মানুষদের। তবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবে এবার পাবেন ডবল সুবিধা।

10 Free LPG Gas Provide By TMC Government.

কারণ এবার কেন্দ্রের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) দেওয়ার প্রকল্প চালু করল। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এই জন্য এক টাকাও খরচ করতে হবে না কাউকে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে এই ঘোষণা করেছেন সম্প্রতি।

রাজ্যের যে কোনো মানুষ আবেদন জানাতে পারবেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে। শুধু দরকার একটি বিশেষ নথীর। দেশের কোটি কোটি অসহায় মা বোনকে উনুনের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Gas) পৌঁছে দেওয়া হয়েছে এই রকম কোটি কোটি মানুষের ঘরে।

উজ্জ্বলা যোজনার প্রথম ধাপে অনেকে নাম নথিভুক্ত করে সুবিধা পেয়েছিলেন। সাম্প্রতিককালে উজ্জ্বলা যোজনা ২.০ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার আরো ৭০ কোটি মানুষকে সেই সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে শুধু বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়াই নয়, প্রতি গ্যাস সিলিন্ডারের ওপর ৩০০ টাকা করে ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়া হয় উজ্জ্বলা গ্রাহকদের।

কেন্দ্রীয় সরকার আগামী এক বছর পর্যন্ত এই ভর্তুকি চালু রাখার কথা জানিয়েছে ইতিমধ্যেই। আর এবার ভোটের মুখে রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আসন্ন নির্বাচনের ইস্তাহার (TMC Manifesto) প্রকাশ করে এই বিষয়টি ঘোষণা করেছে রাজ্যের তৃণমূল সরকার (TMC Government). প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যদি তারা ভোটে জেতেন তবে এই প্রকল্প চালু হবে।

যার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এলপিজি গ্যাস (LPG Gas). আগামী এক বছরের মধ্যে মোট দশটি গ্যাস সিলিন্ডার পাবে সুবিধা পাবে নির্দিষ্ট ব্যক্তিরা রাজ্য সরকারের তরফ থেকে। কোনোটির জন্য একটিও পয়সা দিতে হবে না। তবে এই সুবিধা পাবেন কেবল দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা। নিজেদের বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড (BPL Ration Card) দেখিয়ে এই প্রকল্পে আবেদন করতে হবে।

E Shram Card (ই শ্রম কার্ড)

তবে শুধু বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Gas) দেওয়াই নয়, সেই সঙ্গে আরো বিশেষ কয়েকটি সুবিধার বিষয়েও ঘোষণা করেছেন এই দিন মুখ্যমন্ত্রী যে গুলি ভোটে জেতার পর চালু করবেন তারা। যেমন এলপিজি গ্যাস সহ পেট্রোল ডিজেলের দাম কমানো হবে, বার্ধক্য ভাতার পরিমাণ বাড়ানো হবে, রাজ্য সরকারের কর্মীদের ডিএ বাড়ানো হবে, বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) মাধ্যমে আরো অনেক মানুষকে পাকা ঘর তৈরি করে দেওয়া হবে ইত্যাদি।

নাগরিকত্ব পেতে পশ্চিমবঙ্গ থেকে কতজন আবেদন করলো CAA পোর্টাল এ? কি জানালো কেন্দ্র?

এছাড়াও এদিন লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) কথা তুলে মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যেই ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ এবং ১০০০ থেকে বাড়িয়ে ১২০০ করা হয়েছে। আগামী দিনে আরো বাড়ানো হবে যদি তারা ক্ষমতায় থাকেন। আর এই ফ্রিতে LPG Gas দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার ফলে ভোটের ময়দানে অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল, এমনটাই মনে করছেন অনেকে।
Written by Nabadip Saha.

বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার সিদ্ধান্ত সরকারের। স্বাবলম্বী হওয়া সময়ের অপেক্ষা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment