Free LED Lights Government – মাত্র দশ টাকায় ঘরে আনুন এলইডি লাইট।
Free LED Lights Government – সি ই এস এল,(CESL) 50 লক্ষ এলইডি বাল্ব বিতরণের মাধ্যমে এক প্রশংসনীয় কৃতিত্ব অর্জন করেছে। এই যোজনা বাস্তবায়িত করা হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। তথ্য অনুসারে উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিভিন্ন পরিবারগুলোতে এই লাইট করা হয়েছে।
গ্রামীণ এলাকায় ভালো সফলতা পেয়েছে এই যোজনা। ২০২১ সালেই ১০ টাকায় গ্রামে এলইডি বাল্ব বিতরণ করার জন্য এই যোজনা চালু করেছিল সি ই এস এল। এই যোজনা এতটাই প্রসারিত হয়েছিল যে একদিনে ১ মিলিয়ন এলইডি বাল্ব বিতরণ করার রেকর্ড অর্জন করেছিলো সি ই এস এল। Free LED Lights Government
চলুন জেনে নেওয়া যাক গরম উজ্জ্বল যোজনা আসলে কি !
এই স্কিম এর মাধ্যমে ১০ টাকা দামের এলইডি ( LED ) বাল্ব পাওয়া যায়। এই স্কিমে যেই বাল্ব গুলি বিতরণ করা হয় সেগুলি ৭ ওয়াটের এবং ১২ ওয়াটের হয়ে থাকে। এই স্কিম এর মাধ্যমে সর্বাধিক পাঁচটি বাল্ব প্রতিটি পরিবারকে বিতরণ করা হয়ে থাকে।
এই যোজনার ফলে রাজ্যগুলির গ্রাম্য এলাকায় প্রতিবছর ৭১ কোটি ইউনিট এর বেশি বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে অনুমান করা যেতে পারে। অর্থাৎ প্রায় ২৫০ কোটি টাকার সাশ্রয় হচ্ছে প্রতি বছরে। তথ্য অনুসারে এই যোজনা ২০২২ সালের ৩১ শে মার্চ পর্যন্ত কার্যকরী হবে। Free LED Lights Government
শ্রীমতি মহুয়া আচার্য, CESL এর CEO জানায় যে এই যোজনা শুরু করার অন্যতম প্রধান লক্ষ্য হলো গ্রামীন পরিবেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। বর্তমানে বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলিতে এই স্কিম চালু করা হয়েছে তবে দেশের অন্যান্য রাজ্যগুলিতে খুব শীঘ্রই এই স্কিমটি প্রসারিত হবে। আশা করা যাচ্ছে কেন্দ্র এই বছরের এপ্রিল মাসের মধ্যেই সমস্ত দেশজুড়ে এই যোজনা চালু করবে। Free LED Lights Government
এই যোজনার অন্যতম বৈশিষ্ট্য গুলি হল –
এই স্কিম এর মাধ্যমে প্রত্যেকটি গ্রাম্য পরিবারকে ১০ টাকার এলইডি বাল্ব দেওয়া হবে। প্রত্যেকটি পরিবারের সর্বাধিক পাঁচটি বাল্ব পেতে পারে। এই স্কিমের মাধ্যমে পনেরো থেকে কুড়ি কোটি উপকারভোগীদের মধ্যে ৬০ কোটি এলইডি বাল্ব বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। তথ্য অনুসারে প্রায় ৭৬.৫ মিলিয়ন টন কার্বন কম নির্গমন হবে এই প্রকল্পের মাধ্যমে। Free LED Lights Government
মহিলাদের জন্য সুখবর, আধার কার্ড থাকলেই, ঘরে বসে পেয়ে যাবেন ৩৬০০ টাকা
গ্রামীণ উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্রাম্য এলাকার মানুষরা বালবের দক্ষতা সম্পর্কে আগের থেকে বেশি পরিমাণে সচেতন থাকবে। এছাড়াও এই কম ওয়াটের বাল্ব ব্যবহার করার ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে ফলস্বরূপ জনসাধারণের খরচা কমবে। Free LED Lights Government
LPG Gas Cylinder Cashback Offer – LPG সিলিন্ডার বুকিংয়ে বাম্পার ক্যাশব্যাক! কী ভাবে পাবেন সুবিধা?