Jio Recharge Plans: 2016 সালে প্রথম টেলিকম মার্কেটে যাত্রা শুরু Reliance Jio এর, তারপর থেকে রমরমিয়ে আধিপত্য বিস্তার করেছে এই ইন্টারনেট এবং টেলিকম সংস্থা। উন্নত পরিষেবা প্রদানকারী এবং তুলনামূলক আরও বেশি সুবিধাজনক সংস্থা হওয়ার জন্য, জিও এর গ্রাহকের সংখ্যা ভারতবর্ষে একাধিক। Jio এর তত্ত্বাবধানেই এবার ভারতে 5G নেটওয়ার্ক এর রোলআউট ঘটতে চলেছে। বর্তমানে Jio এর 5G পরিষেবার প্রচুর ইউজারবেস তৈরি হয়ে গিয়েছে এবং তারা Jio true 5G unlimited high speed এর পরিষেবা গ্রহণ করছেন।
এখনও বেশিরভাগ মানুষ 4G এর পরিষেবা গ্রহণ করছেন,যাদের সারাদিন প্রায় 1 gb এর মত ডাটা খরচ হচ্ছে। সেই গ্রাহকদের মধ্যে যদিও আপনিও একজন হয়ে থাকেন, তবে আপনার জন্য Jio এর তরফ থেকে আছে বিশেষ সুবিধাজনক প্ল্যান। গ্রাহকদের সুবিধা এবং চাহিদার কথা মাথায় রেখে Jio প্রচুর সাশ্রয়ী এবং সস্তা রিচার্জ প্ল্যান(Jio Recharge Plans) বাজারে চালু করেছে। সেই সমস্ত প্ল্যানে রয়েছে সারাদিনের জন্য 1gb বা 1.5gb এর মত পর্যাপ্ত ডেটা যা 4G ব্যবহারকারীর জন্য বেশ সাশ্রয়ী এবং সুবিধাজনক। আসুন জেনে নিই সেই সকল বিশেষ রিচার্জ প্ল্যান গুলির(Jio Recharge Plans) সম্পর্কে।
জিও গ্রাহকদের জন্য সেরা 5 টি রিচার্জ প্ল্যান(Jio Recharge Plans)
149 টাকার Jio plan: 149 টাকার Jio এর এই প্ল্যানটি সবথেকে সস্তা প্ল্যান এর মধ্যে পড়ছে। এই রিচার্জ প্ল্যানটি 20 দিনের জন্য বৈধ থাকে। এই প্ল্যানে রোজ গ্রাহক পেয়ে যাবেন 1gb করে ডেটা এবং সেই সঙ্গে আনলিমিটেড কল এবং 100 টা এসএমএস ব্যবহার করার সুবিধা। Jio অ্যাপের বেশ কিছু সাবস্ক্রিপন যেমন Jio Cinema, JioTv এবং Jiocloud এগুলি পেয়ে যান গ্রাহকেরা।
179 টাকার Jio plan: এই প্ল্যানটি 24 দিনের জন্য প্রযোজ্য হয়। এছাড়া বাকি সমস্ত সুবিধা 149 টাকার প্ল্যানের অনুরূপ।
199 টাকার Jio plan: এই প্ল্যানে রিচার্জের মাধ্যমে, প্রতিদিন গ্রাহক পেয়ে যাবেন 1.5gb করে ডাটা, আনলিমিটেড কল এবং প্রত্যেকদিন 100 টি এসএমএস এর সুবিধা। এই প্ল্যানটি 23 দিনের জন্য বৈধ। এই প্ল্যানটিও Jio যাবতীয় অ্যাপ গুলির ফ্রী সাবস্ক্রিপশন দেয় গ্রাহককে।
209 টাকার Jio plan: এই প্ল্যানে রয়েছে প্রতিদিন 1gb করে ডেটা, আনলিমিটেড কল এবং 100 টি এসএমএস ব্যবহারের সুবিধা এবং এটি 28 দিনের জন্য বৈধ। এখানে গ্রাহকরা Jio এর নির্দিষ্ট কিছু অ্যাপের ফ্রী অ্যাকসেস পেয়ে যাবেন।
239 টাকার Jio plan: এই প্ল্যানটি বেশ সাশ্রয়ী এবং তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করছে। কম খরচে এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন রোজ 1.5 gb করে ডেটা। যদি গ্রাহকের এলাকায় 5g পরিষেবা থাকে এবং গ্রাহকের ফোনটি 5g পরিষেবা যুক্ত হয় তবে সেই গ্রাহক 5g পরিষেবায় এই প্ল্যানটি উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ এবং এতে রোজ আনলিমিটেড কলিং এবং 100 টি এসএমএস এর পরিষেবা বরাদ্দ রয়েছে। বেশ কিছু Jio অ্যাপ এর সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারবেন গ্রাহকরা।
আরোও পড়ুন » Jio Recharge – জিও গ্রাহকদের মাথায় হাত। চুপিসারে বন্ধ হয়ে গেল সস্তার প্ল্যান। খরচ আরো বেড়ে গেল।