Civic Volunteer – পুজোর আগেই বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের। কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

রাজ্যের সিভিক পুলিশ তথা সিভিক ভলান্টিয়ারদের জন্য সুসংবাদ। গত বছর পুজোতেই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিকদের (Civic Volunteer) একই হারে বোনাস দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী। যার ফলে তাদের উভয়েই ৫৩০০ টাকা করে পুজোর বোনাস (Festival Bonus) পান।

Festival Bonus increase for WB Civic Volunteer

তবে এবার পুজো থেকে সেই পরিমাণ আরো বাড়তে চলেছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে (Ad-hoc Bonus) জানিয়েছেন নবান্ন। বলা হয়েছে আগে যেখানে সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer) পুজোর বোনাস হিসেবে ৫ হাজার ৩০০ টাকা পেতেন, এবার তা বেড়ে ৬ হাজার টাকা হয়েছে। একই পরিমাণ বোনাস পাবেন ভিলেজ পুলিশরাও। যা স্বাভাবিকভাবেই তাদের সকলের মনে আনন্দ সৃষ্টি করেছে।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পুজোর বোনাস বাড়ানোর বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত তাঁদের মধ্যে নতুন উদ্দীপনা এনে দিয়েছে, কারণ এটি তাঁদের কাজের মূল্যায়ন এবং পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই গণ্য হচ্ছে। এটি নিশ্চিত যে, এই সিদ্ধান্তে তাঁদের জীবনে কিছুটা হলেও আর্থিক সুরাহা হবে এবং তাঁদের উৎসবের আনন্দ দ্বিগুণ হবে।

উল্লেখ্য, পুজোর বোনাস বৃদ্ধি ছাড়াও রাজ্য সরকার সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের জন্য আরও কিছু উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেছিলেন। সেসময় রাজ্য বাজেট পেশ করার সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন।

এর পাশাপাশি তিনি আরও একটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, যেখানে রাজ্য পুলিশের ২০% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। এই ঘোষণার ফলে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে স্বাভাবিকভাবেই আশার আলো জেগেছে, কারণ এটি তাঁদের কর্মজীবনে উন্নতির একটি বড় সুযোগ।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের কর্মীদের ৭০০০ টাকা বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। কাদের কত টাকা বাড়ছে?

রাজ্য সরকার আরও জানিয়েছে যে, সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে। সেক্ষেত্রে তাঁদের কাজের মূল্যায়নের ভিত্তিতে এই নিয়োগ হবে। এই ঘোষণাটি সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের জন্য একটি বিশেষ প্রাপ্তি, কারণ এটি তাঁদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যতের উন্নতির সুযোগ প্রদানের প্রতিশ্রুতি বহন করে।

সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে জনসাধারণের নিরাপত্তা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করা। এ সকল কাজ অত্যন্ত কঠিন এবং দায়িত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তাঁরা অনেক সময় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাই, সরকার তাঁদের জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং প্রয়োজনীয়।

আরও পড়ুন, প্রতিমাসে 30 হাজার টাকা আয় করতে এই ব্যবসা করুন।

এই সিদ্ধান্তের ফলে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মধ্যে কাজের প্রতি আরও বেশি উৎসাহ সৃষ্টি হবে এবং তাঁরা আরও মনোযোগ সহকারে তাঁদের দায়িত্ব পালন করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্ত তাঁদের পরিবারগুলির আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে, বিশেষ করে পুজোর সময় যখন অতিরিক্ত খরচের চাপ থাকে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment