EV Subsidy – বাইক, স্কুটি ও চার চাকা গাড়ির দাম কমছে। নরেন্দ্র মোদীর বড় ঘোষণা

কেন্দ্র সরকারের EV Subsidy স্কীমের মাধ্যমে দুচাকা, চারচাকা সমস্ত গাড়ির দাম (Vehicle Prices) কমাল কেন্দ্র। মধ্যবিত্তের সহজ হয়ে গেল গাড়ি কেনা।
বিরাট সুখবর! সাধারণত নিজের একটা গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু বর্তমানে দুচাকা হোক বা চারচাকা গাড়ির দাম যা বেড়েছে, তাতে মধ্যবিত্তের সেই স্বপ্ন দেখাই দায়। তবে এবার মিলবে সেই সুযোগ।

Advertisement

Govt. Announce EV Subsidy for Electric Vehicle

স্বয়ং কেন্দ্রীয় সরকার এই জন্য EV Subsidy বা ভর্তুকি দিতে নতুন উদ্যোগ নিয়েছে। যেখানে গাড়ি কেনার সময় পাবেন অতিরিক্ত ছাড়। শুধু স্কুটি নয়, স্কুটি থেকে শুরু করে চারচাকা পর্যন্ত সকল ধরণের বৈদ্যুতিক গাড়িতে (EV) পাবেন বিশেষ ছাড় (Discount on EV Subsidy) অথবা ভর্তুকি।

Advertisement

সারা দেশে কমে গেল গাড়ির দাম

বর্তমানে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অনেকেই বিকল্প হিসেবে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। এই প্রবণতা আরও বাড়াতে এবং দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বৃদ্ধি করতে ভারত শিল্প মন্ত্রণালয়ের তরফে চালু করা হয়েছে “ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম” (Electric Mobility Promotion Scheme). ইলেকট্রিক গাড়ি জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। পরিবেশ দূষণ কমাতে এবং দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বৃদ্ধি করতে কেন্দ্র সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের কৃষি যন্ত্রপাতি কেনার টাকা দিচ্ছে সরকার। কিভাবে আবেদন করবেন?

EV Subsidy স্কিমের সুবিধা:

১. এই স্কিমের আওতায় দু-চাকা, তিন-চাকা এবং চার-চাকা সকল ধরণের বৈদ্যুতিক গাড়িতে (EV) বিশেষ ছাড় এবং ভর্তুকি প্রযোজ্য।
২. দু-চাকার গাড়িতে (স্কুটি/বাইক) ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৩. তিন-চাকার গাড়িতে (ইলেকট্রিক রিক্সা/টোটো) ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৪. চার-চাকার গাড়িতে (ইলেকট্রিক কার) ১,৫০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি (শুধুমাত্র প্রথম ১০০০ জন ক্রেতার জন্য)।

কীভাবে আবেদন করবেন?

১. এই স্কিমের সুবিধা পেতে গ্রাহকদের যানবাহন সংস্থাগুলিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২. গাড়ি কেনার সময় প্রয়োজনীয় নথিপত্র সাথে নিয়ে যেতে হবে।

Advertisement

আরও পড়ুন, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই ঘরে বসে পেয়ে যান ২০০০০ টাকা। কিভাবে আবেদন করবেন?

কত তারিখ পর্যন্ত অফার চলবে?

তবে একটি কথা বলা দরকার। এই বিশেষ অফার কিন্তু বেশিদিন চলবে না। আগামী ৩১শে জুলাই, ২০২৪ পর্যন্ত এই সুযোগ প্রযোজ্য থাকবে। তাই যারা এই সুযোগে গাড়ি কিনতে চান আর দেরি না করে দ্রুত আবেদন করুন এই প্রকল্পে।
আরও তথ্যের জন্য:
ভারত শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment