পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য সুখবর। Employment Bank এ যারা এখনও নাম নথিভুক্ত করেন নি, বা যারা এবার উচ্চ মাধ্যমিক পাশ ও স্নাতক হয়েছেন, তারা Yuvasree Prakalpa বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পেতে পারেন প্রতিমাসে ১৫০০ থেকে ২৫০০ টাকা। এখানে বলে রাখা ভালো, লক্ষ্মীর ভান্ডারে যেমন শুধুমাত্র মা বোনেরা টাকা পেয়ে থাকেন, তবে এই প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়ে সবাই টাকা পেতে পারে। তবে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পাবেন, কারা টাকা পেতে পারেন, এই বছর নতুন নিয়ম কি হয়েছে? সব কিছু জানতে হলে পুরো প্রতিবেদন পড়ুন।
Employment Bank Yuvasree Prakalpa Enrollment
পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যুবশ্রী প্রকল্প নতুন কোনও প্রকল্প নয়। তবে প্রতি বছর এতে বহু প্রার্থী আবেদন করে থাকেন। এবং প্রতি বছর কিছু নিয়ম যুক্ত ও পরিবর্তিত হয়। তাই এবার যারা আবেদন করতে চাইছেন, বা যারা আবেদন করেও টাকা পাননি, তারা আরেকবার নিয়ম জেনে নিতে পারেন। অনেকেই কিছু ভুলের জন্য টাকা পান না। সঠিক ভাবে আবেদন করা জরুরী। পশ্চিমবঙ্গের বেকার ভাতা প্রকল্পে আবেদন করতে হলে, নিচের সমস্ত নিয়ম মেনে আবেদন করবেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প
২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কমবেশি প্রায় ৫০টি নতুন প্রকল্প উদ্বোধন করেছে, যার ফলে সরাসরি উপকৃত হয়েছে প্রায় ৮ কোটি নাগরিক। বর্তমানে সেই সংখ্যা আরও বেড়েছে। আর পশ্চিমবঙ্গের কয়েকটি জনপ্রিয় প্রকল্প হলো
- ছাত্রীদের জন্য – কন্যাশ্রী
- বিবাহযোগ্য কন্যাদের – রূপশ্রী
- ছাত্র ছাত্রীদের – সবুজ সাথী
- মা বোনেদের – লক্ষ্মীর ভান্ডার
- সংখ্যালঘূদের – ঐক্যশ্রী
- বেকার ছেলে মেয়েদের- যুবশ্রী
- কৃষকদের – কৃষকবন্ধু
- সকলের জন্য – খাদ্যসাথী
এছাড়াও প্রচুর প্রকল্প রয়েছে। তবে গ্রাম বাংলার মানুষ অনেকেই এটার সম্মন্ধে জানেন না বলে, এখনও প্রান্তিক মানুষেরা অনেকেই অনেক রকম সুবিধা থেকে বঞ্চিত। তাই বার বার সরকার ও বিভিন্ন সংবাদমাধ্যম এই প্রকল্পের খবর বার বার প্রচার করে। আর এবার জেনে নিন, এই Yuvasree Prakalpa বা যুবশ্রী প্রকল্প কি ও তার সুবিধা ও আবেদন প্রক্রিয়া।
যুবশ্রী প্রকল্প কি ও সুবিধা
Employment Bank বা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে নিচের কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তাহলেই আবেদন করতে পারবেন। শর্ত গুলো পর পর দেখে নিনঃ
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীকে কর্মহীন হতে হবে।
৩) শিক্ষাগত যোগ্যতা – নূন্যতম অষ্টম শ্রেণি পাশ।
যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে
যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আবেদন করার আগেই নিন্মোক্ত নথি বা ডকুমেন্ট গুলো অবশ্যই আগে থেকে সাথে রাখবেন।
১) আধার কার্ড
২) ভোটার কার্ড
৩) বয়সের প্রমান
৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট (যদি থাকে)
৫) সরকারি ব্যাংক অ্যাকাউন্ট পাসবই
৬) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৭) পাসপোর্ট সাইজ রঙ্গিন ফটো।
যুবশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করুন
এই প্রকল্প অনলাইনেই আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস বা নথি সাথে নিয়ে বসবেন। এবং নিচের নিয়ম অনুসারে আবেদন করুন।
১) সর্বপ্রথম যুবশ্রীর সরকারী অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) এরপর Job Seeker অপশন থেকে New Enrollment অপশন এ ক্লিক করুন। এখানে সরাসরি লিংক দেওয়া আছে, নীল বা গোলাপী কালারের লেখায় চাপ দিয়েও যেতে পারবেন।
৩) এরপর নিয়ম কানুনের একটি পেজ খুলবে, সেখানের ড্রপ বক্স এ Accept অপশনে ক্লিক করলেই আপনার বিবরণ দেওয়ার ফর্ম খুলে যাবে।
৪) এরপর নিজের সমস্ত বিবরণ সঠিক ভাবে পূরণ করুন।
৫) নিজের মোবাইল নম্বর যেন অবশ্যই চালু থাকে। এখানেই সমস্ত তথ্য পাবেন।
৬) এরপর প্রয়োজনীয় নথি বা নিজের ফটো, সিভি প্রভৃতি আপলোড করে, শেষের দুটো বক্স এ টিক দিয়ে Submit অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার আবেদন জমা হয়ে যাবে।
যুবশ্রী প্রকল্পে আবেদনের শেষ তারিখ
গত ১৫ জানুয়ারী ২০২৪ থেকে ৪ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত নতুন আবেদনে Annexre II জমা করার শেষ তারিখ ছিলো। এরপর ওই আবেদন অফলাইনে বাড়িয়ে ৫ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ ২০২৪ পর্যন্ত করা হয়েছে। এবং এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024 প্রকাশিত হয়নি। এই তালিকা প্রকাশিত হবের পরই তাদের টাকা ঢুকবে এবং নতুন আবেদন শুরু হবে। তাই এখনও যারা আবেদন করেন নি, তারা একটু অপেক্ষা করুন।
এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিশিয়াল সাইট ভিজিট করতে পারেন, উপরে লিংক দেওয়া আছে। এবং আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এই ধরনের প্রয়োজনীয় তথ্য নিয়মিত পেতে EK24 News ফলো করুন। প্রকল্পের বিভিন্ন খবর পেতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।
- এই প্রকল্পে কৃষকদের একাউন্টেও টাকা দিচ্ছে সরকার।
- লক্ষ্মীর ভান্ডারের এইমাসের টাকা কবে পাবেন?
- পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের টাকা দেবে সরকার।
- এই প্রকল্পে একাউন্টে ৫০০০ টাকা দেবে সরকার।
- প্রতিমাসে সবাইকে ১৫০০ টাকা দিচ্ছে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
- বাংলায় চালু হলো আরও ৫টি নতুন প্রকল্প। কি কি সুবিধা পাবেন? জেনে নিন।