Employment Bank – এই কাজ না করলে যুবশ্রী প্রকল্পে প্রতিমাসে 1500 টাকা পাবেন না। সময় থাকতে করে নিন।

আপনি কি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরিপ্রার্থী? Employment Bank Yuvashree Prakalpa তথা যুবশ্রী প্রকল্পের সুবিধা পান? তাহলে একটি খবর আপনার জানা অবশ্যই জরুরী। খুব শীঘ্রই বন্ধ করা হতে পারে এই প্রকল্পের টাকা দেওয়া। এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের (Employment Bank) তরফ থেকে। কিন্তু কেন?

Employment Bank Yuvashree Prakalpa Status

জানা যাচ্ছে, যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব Annexure 3 ফর্ম জমা করতে বলেছে। এজন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে রাজ্য। যদি নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো গ্ৰাহক এই ফর্ম না দেন তবে পরের মাস থেকে তার টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্টে।

যুবশ্রী প্রকল্পের সুবিধা

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখনও পর্যন্ত ৭৫ টিরও বেশি জনমুখী প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প হল যুবশ্রী। কি সুবিধা পাওয়া যায় এতে? এই প্রকল্পে রাজ্যের 18 বছরের উর্ধ্বে থাকা বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেয় সরকার। যে টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। ইতিমধ্যেই কোটি কোটি বেকার এই সুবিধা লাভ করছেন। আর তাদের উদ্দেশ্যেই এবারের জরুরি নির্দেশিকা। না মানলেই বিপদ।

Employment Bank Yuvashree Prakalpa Annexure 3 Form Fillup

কাদের Yuvashree Prakalpa Annexure 3 ফর্ম সাবমিট করতে হবে?
রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক জানিয়েছে, কাদের এই ফর্ম জমা করতে হবে তা জানার জন্য
১) আপনাকে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে employmentbankwb.gov. in।
২) হোমপেজে TRACK STATUS FOR ENROLLMENT AND YUVASREE লিংকে ক্লিক করতে হবে।

৩) পরের পেজে এসে নিজের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ইউজার নাম্বার বসাতে এবং ক্যাপচা কোডটি এন্টার করতে হবে।
৪) এরপরই স্ক্রিনে যে পেজ আসবে সেখানে দেখা যাবে আপনাকে Annexure 3 ফর্ম জমা দিতে হবে কিনা। যদি আপনার নাম থাকে তবে এই কাজ করুন, অন্যথায় নয়।

Download PDF

কিভাবে Yuvashree Prakalpa Annexure 3 সাবমিট করতে হবে?

নিজের নাম তালিকায় যদি থাকে,
১) হোম পেজে ফিরে এসে SUBMIT ANNEXURE -III লিংকে ক্লিক করতে হবে।
৩) এরপর যে পেজ খুলবে সেখানে একটি ফর্ম আসবে। এটি হলো Annexure 3 ফর্ম।
৪) প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে বসাতে হবে ফর্মে।
৫) সবকিছু হয়ে গেলে নিজের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে আবেদন শেষ। প্রয়োজনে নিজের আবেদনের একটি হার্ডকপি প্রিন্ট করে নিন।

আরও জানতে এখানে ক্লিক করুন।

কত তারিখ পর্যন্ত জমা করা যাবে ফর্ম?

কত তারিখ পর্যন্ত জমা করা যাবে যুবশ্রী প্রকল্পের Annexure 3? এব্যাপারে Employment Bank বিজ্ঞপ্তিতেই উল্লেখ করেছে। Employment Bank এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, গত ১৫ জানুয়ারি ২০২৪ থেকে অনলাইনে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অবধি এই ফর্ম জমা করা যাবে। মনে রাখবেন, যারা এই প্রকল্পের টাকা পান, তাদের কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতেই হবে Annexure 3. নাহলে আর প্রতিমাসে ১৫০০ টাকা করে পাবেন না।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, রাজ্যে চালু হল সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচী। এবার পাবেন দুয়ারে সরকারের ডবল সুবিধা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment