অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য নয়া পোর্টাল, বিবরণ

দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য, শ্রম-মন্ত্রক নতুন পোর্টাল চালু করতে চলেছে। এদিন বিকেলে এই ই-শ্রম পোর্টাল e.Shram Portal চালু হবে। দেশের অসংগঠিক ক্ষেত্রে শ্রমিকদের সম্পর্কে তথ্য রাখতেই এই পোর্টাল চালু উদ্যোগ বলে জানা গিয়েছে। এর আগে মঙ্গলবার ই পোর্টালের লোগো উদ্বোধন করেন শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সংবাদ সুত্রে জানা যাচ্ছে, অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন, কিম্বা সংস্থার তরফ থেকে ও নথিভুক্ত হতে পারেন। কর্মীদের অভাব অভিযোগ ও বিভিন্ন দিক গুল দেখা হবে। এছাড়া কর্মসংস্থানের হদিস ও দিতে পারে এই পোর্টাল।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment