দেশের গরীব দুঃখী মানুষের জন্য বিশেষ উপহার। কেন্দ্রীয় সরকারের E Shram Card Yojana কথা নিশ্চয়ই জানেন? সম্প্রতি এই প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র। কারোর একাউন্টে ঢুকছে ১ হাজার কারোর একাউন্টে ৩ হাজার টাকা। উল্লেখ্য গতকালই শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024) আর ভোটের দিন থেকেই শ্রম কার্ডের সুবিধা দেওয়া শুরু হলো উপভোক্তাদের।
Get Instant 3000 Rupees On E Shram Card.
অনেকের একাউন্টে টাকা ঢুকে গেছে। যারা বাকি রয়েছেন, তাদেরও কেন্দ্র শীঘ্রই টাকা দিয়ে দেবে বলে জানিয়েছে। আপনি যদি এই E Shram Card একজন সুবিধাভোগী হন, তবে দেখে নিন আপনার একাউন্টে টাকা ঢুকেছে নাকি, আর কাদেরকে টাকা এবারে দেবে না সরকার। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার মাধ্যমে আপনাদের সুবিধা হতে চলেছে।
What Is E Shram Card Yojana 2024?
বিভিন্ন অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকারের। ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হয়েছে Shramik Card প্রকল্প। এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদেরকে দেওয়া হয় ই শ্রম কার্ড। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রের যত অংসগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকা করা।
এই E Shram Card থাকলে ৬০ বছর বয়সের পরে থেকে পেনশন পাওয়া যায়। মেলে নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ই শ্রম যোজনায় (E Shram Yojana). আর এই সকল সুবিধা পাওয়ার জন্য আপনাদের মধ্যে যারা এখনো আবেদন করেননি তারা কিভাবে নতুন করে আবেদন করার মাধ্যমে এই সুবিধা পাবেন সেই সম্পর্কে জেনে নিন।
Benefits Of E Shram Card
১. ৬০ বছর বয়স পার হলে প্রতি মাসে ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।
২. ই শ্রম কার্ডধারী ব্যক্তি দুর্ঘটনা বশত শারীরিকভাবে অক্ষম হলে ১ লাখ এবং নিহত হলে ২ লাখ টাকার বিমা সুবিধা দেওয়া হয়।
৩. বিনামূল্যে কার্ড হোল্ডার এর পরিবারের শিশুদের বাই-সাইকেল, স্ত্রী দের সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়।
৪. শ্রমকার্ড একটি উল্লেখযোগ্য পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
৫. রেশন কার্ডের সঙ্গে E Shram Card লিঙ্ক করে রাখলে, দেশের যে কোনো রাজ্যে এটি গ্ৰাহ্য হয়।
Who Will Get This E Shram Card Benefits
১. আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে।
২. কোনো অংসগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন।
৩. আয়কর দাতা, EPFO এবং ESIC জন্য নথিভুক্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না।
টাকার প্রয়োজনে সহজে ব্যাংক লোন পেতে, রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ। RBI এর নতুন নিয়ম জেনে নিন
Check E Shram Card Payment Status
১. ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.eshram.gov.in এ যান।
২. হোমপেজে Payment Status অপশন দেখতে পাবেন। ক্লিক করুন।
৩. এরপর নতুন পেজ খুলবে। এখানে স্ট্যাটাস চেক করার জন্য তিনটি অপশন থাকবে, Mobile No, Aadhaar No, UAN No.
৪. একটি বেছে নিয়ে নীচের Search বাটনে ক্লিক করুন।
৫. স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। যদি টাকা একাউন্টে ঢুকে থাকে, তবে Transaction Successful লেখা আসবে।
Written by Nabadip Saha.
স্টেট ব্যাংক গ্রাহকরা মোটা টাকা পাবেন। গ্যারান্টি ছাড়াই দেওয়া হবে!