E Commerce Old Note Sell – পুরাতন কয়েন ও নোট কেনাবেচা নিয়ে রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা, Breaking News.

E Commerce Old Note Sell – পুরাতন কয়েন ও নোট বেচতে হলে অবশ্যই দেখুন।

যারা পুরাতন নোট ও কয়েন বিভিন্ন E Commerce Old Note Sell ওয়েবসাইটের মাধ্যমে কেনাবেচা করছেন, তাদের জন্য রিজার্ভ ব্যাংকের জরুরী ঘোষণা। জানতে হলে পুরো প্রতিবেদন পড়ুন।

বেশ কিছুদিন ধরেই বহু সংবাদমাধ্যমে খবরটি ভেসে আসছিল। বিশেষ করে অনলাইন নিউজপোর্টাল গুলোতে (Online News Portal) খবরটি জেট গতিতে ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই সন্দেহ দানা বাঁধছিল। খবরটি ছিল, পুরনো কয়েন বা নোট থাকলেই আপনি লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারেন (E Commerce Old Note Sell).

আদপে খবরটির কতটি সত্যতা রয়েছে, সত্যিই কি এরকম হতে পারে, তার যাচাই করাটা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তবে বিষয়টি দেশের শীর্ষ ব্যাংকের চোখ এড়ায়নি। তাই দেশের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। E Commerce Old Note Sell

RBI Alert: অনলাইনে পুরনো কয়েন বা নোট বিক্রি করতে গিয়ে আপনি প্রতারণার শিকার হতে পারেন। প্রতারকরা পুরনো টাকার কথা বলে বড় প্রলোভন দেখাতে শুরু করেছে। সেই ফাঁদে একবার পা দিলেই আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। E Commerce Old Note Sell

RBI এই বিষয়ে কি বলেছে:
Reserve Bank of India-র তরফে বলা হয়েছে, কিছু সাইবার অপরাধী পুরনো কয়েন এবং নোট কেনাবেচা করার নামে আর বি আই এর নাম ব্যবহার করছে। E Commerce Old Note Sell

RBI-এর নামে প্রতারণা:
RBI এই প্রসঙ্গে জানিয়েছে, আর বি আই এর নামে অনলাইনে পুরনো নোট এবং কয়েন কেনা বেচা চলছে। এই লোকেরা বিভিন্ন ধরনের কমিশন বা ফি দাবি করছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, অনলাইন বা অফলাইনে পুরনো নোট বা কয়েন কেনার জন্য ব্যাংক কোনো ফি নিচ্ছে না। তাই ব্যাংক কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকতে বলেছে। E Commerce Old Note Sell

RBI Alert: আরবিআই কোনো কিছু করছে না:
কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে পুরনো কয়েন এবং নোট বিক্রি নিয়ে প্রতারকরা মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে চাইছে। রিজার্ভ ব্যাঙ্ক জানায়, কারও সঙ্গে এরকম কোনো চুক্তি করেনি আর বি আই। ব্যাংক এ ধরনের কোনো ফি বা কমিশন চায়না। RBI সতর্ক করে আরো বলেছে, এই ধরনের প্রতারকদের কাছে ব্যক্তিগত তথ্য কখনো শেয়ার করবেন না। E Commerce Old Note Sell

আরো পড়ুন, পুরোনো নোট বা কয়েন বিক্রয়ের আসল ওয়েবসাইট

এই সময়ে আপনার কি করনীয়ঃ
আপনি যদি পুরাতন কয়েন বা নোট কেনাবেচা কোর্টে চান তবে আপনাকে সর্বপ্রথম অই নোট বা কয়েনের বাজার মূল্য জানতে হবে। আর সেই দাম যদি অনেক বেশি বা কম অফার করে, অর্থাৎ কোনও কয়েনের দাম ১০ হাজার কিন্তু আপনাকে যদি ১ লাখ দিতে চায় তবে আপনার প্রতাড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই আগে থেকে অনলাইনে নিজের ব্যাংক ডিটেইলস দেবেন না। সম্ভব হলে সামনাসামনি কেনাবেচা করুণ। ক্রেতা কথাও যেতে বললে, একা যাবেন না। কাউকে সাথে নিয়ে যান। মনে রাখবেন আপনার নিরাপত্তা আপনার হাতেই।
Written by Rajib Ghosh

দুই টাকার কয়েন এর দাম ৫০ হাজার, এই কয়েন আপনার কাছে আছে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment