আগামী ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam 2022) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যারা প্রাইমারি টেট পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য নির্দিষ্ট গাইডলাইন জারি করে দেওয়া হয়েছে প্রাথমিক পর্ষদের তরফে। সেই গাইডলাইনে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরীক্ষার্থীরা Examination সেন্টারে কি কি নিয়ে যেতে পারবেন, কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে, কোন কাজ করা যাবে না।
Primary TET Exam Guidelines:
তাই যারা Primary TET Exam 2022 পরীক্ষা দিতে চলেছেন তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই সেই বিষয়গুলি সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
পরীক্ষা কেন্দ্রে প্রতিটি প্রার্থীর জন্য রোল নম্বর সহ নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা থাকবে।
প্রার্থীর জন্য নির্দিষ্ট আসনে যদি কোনো প্রার্থী না বসে অন্য আসনে বসেন তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে।
ওয়েবসাইট থেকে ডাউনলোড করা দুটি Primary TET Exam অ্যাডমিট কার্ড এবং ছবি যেটা প্রেজেন্ট শীটে পেস্ট করতে হবে।
ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ পরীক্ষার হলে বসার জন্য সঙ্গে রাখতে হবে।
আইডি প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড/ প্যান কার্ড/ আধার কার্ড/ ভোটার আইডি/ পাসপোর্ট অবশ্যই দেখাতে হবে।
প্রয়োজনীয় নথি ছাড়া কোনো Primary TET Exam প্রার্থীকে কোনোভাবেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থী উপস্থিত হলে পরীক্ষায় বসার অনুমতি পাবেন না। পরীক্ষার হলে কোনও প্রকাশ অশোভনীয় আচরন কিম্বা অসদুপায় অবলম্বন গ্রাহ্য হাবে না।
কিভাবে প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন:
https://wbbprimaryeducatiotion.org বা www.wbbpe.org ওয়েবসাইটে গিয়ে ONLINE APPLICATION FOR TEACHER ELIGIBILITY TEST-2022 FOR CLASSES 1TO V-এ ক্লিক করতে হবে।
তারপরে PRINT/DOWNLOAD ADMIT CARD অপশনে ক্লিক করুন।
নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।
এরপরেই প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীরা নিচে বর্ণিত বিষয়গুলো সহ পরীক্ষা সেন্টার ত্যাগ করার অনুমতি পাবেন।
টেট ২০২২ এর OMR উত্তরপত্রের পরীক্ষার্থীর কপি (সবুজ রঙের)।
টেট এর জন্য প্রশ্নের বই।
পরিদর্শকের সই করা প্রবেশপত্রের অনুলিপি।
পরিদর্শকের নির্দেশ ছাড়া কোনো পরীক্ষার্থী এক্সামিনেশন সেন্টার ছাড়তে পারবেন না।
যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার্থীরা পরিদর্শকের কাছে জমা দেবেন, সেগুলি হল, টেটের OMR উত্তরপত্রের মূল কপি (গোলাপি রঙের)।
Primary TET Exam প্রবেশপত্রের ডাউনলোড কপি এবং সই করা একটি কপি।
পরীক্ষার্থীরা এক্সামিনেশন সেন্টারের ভিতরে যে জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না, সেগুলি হল, ক্যালকুলেটর, স্কেল, পেনড্রাইভ, ইলেকট্রনিক পেন, লেখার প্যাড, ব্যাগ, জলের বোতল ইত্যাদি।
স্টেশনারি আইটেম যেরকম কাগজের বিট, জ্যামিতি বক্স, কোনো বিশেষ ধরনের প্লাস্টিক নিয়ে যেতে পারবেন না।
মোবাইল ফোন, ইয়ারফোন, মাইক্রোফোন, হেলথ ব্যান্ড, এছাড়াও কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এক্সামিনেশন সেন্টারে ঢুকতে পারবেন না।
মোবাইলে PAYTM থাকলেই, ঘরে বসে রোজগারের সুযোগ, এই কাজ সবাই পারবে
Primary TET Exam 2022 পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
পরীক্ষার সময় দুপুর ১২টা থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত।
প্রত্যেক পরীক্ষার্থীকে নিজের কালো বল পয়েন্ট পেন পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে যে সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে সেগুলো মেনেই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।
SSC তে প্রচুর কর্মী নিয়োগ, বেতন 81 হাজার 100 টাকা, আবেদনের শেষ তারিখ কবে?
পরীক্ষাকেন্দ্রে কি কি নিতে হবে?
একটি কালো রঙের পেন, একটি পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, প্রবেশ পত্র, আধার কার্ড। এর বাইরে অন্য কিছু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। তাই এগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ব্যাগে ঢুকিয়ে রাখুন।
Written by Rajib Ghosh.
অনলাইন লটারি খেলার উপায়, মোবাইল থেকে লটারি কেটে চুপি চুপি কোটি টাকা জ্যাকপট লাগিয়ে দিন।