ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ বা Direct Foreign Investment নিয়ে এক দারুণ সুখবর পাওয়া গেল এবং এর ফলে দেশের অর্থনীতি (Economy) অনেকটাই চাঙ্গা হতে পারে বলে মনে করছেন অনেকে। আর এবারে আপনারা কি বিনিয়োগ করতে চান? কিন্তু কোথায় করলে লাভ বেশি? তা জানবেন কি করে? এই ব্যাপারেই আজ জানাতে চলেছি আমরা। বিশেষজ্ঞরা অনুমান করেছেন, খুব শীঘ্রই শেয়ার বাজারে (Share Market) বড় সড়ো লাভ উঠে আসতে পারে।
Foreign Investment Opportunity Increase In India.
কারণ বিদেশি সংস্থা গুলি থেকে লগ্নি (Foreign Investment) ক্রমশ বেড়ে চলেছে ভারতে। গত ছয় বছরের মধ্যে এদেশের ঋণপত্রের বাজারে সর্বোচ্চ বিনিয়োগ ঘটেছে। যা বাজার বিশেষজ্ঞ তথা বিনিয়োগকারীদের (Investors) মনেও আশা সঞ্চার করেছে। তাদের ভাষায়, এখন থেকেই যদি বিনিয়োগ (Foreign Investment) কেউ শুরু করে, তবে অতি শীঘ্রই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
Dollar to inr
আন্তর্জাতিক সূচকের আওতায় বিভিন্ন উন্নয়নশীল দেশ গুলির ঋণপত্র বিশ্ব বাজারে বিক্রি করে J P Morgan. সম্প্রতি এরকমই কিছু বন্ড বিশ্ব বাজারে বিক্রি করা হয়েছে ওই সংস্থা মারফত। ভারতের অংশও রয়েছে সেখানে। কথা আছে আগামী জুন মাস থেকে ওই বন্ড গুলি ঋণপত্রের বাজারে যুক্ত হবে। যার দরুন আন্তর্জাতিক বাজারে ভারতের পরিচিতি আরো বৃদ্ধি পাবে বলে আশা বিশেষজ্ঞদের তথা বিনিয়োগকারীদের (Foreign Investment). এতে ডলার ও ভারতীয় রূপির মূল্যের পার্থক্য কমে আসতে পারে। যদিও ২০১৯ সালে ১ ডলার এ ভারতীয় রূপি ছিলো ৭৫ টাকার আশেপাশে। এই মুহুর্তে তা ৮২ – ৮৩ তে এসে দাড়িয়েছে।
Direct Foreign Investment
বিদেশ থেকে বিনিয়োগকারী ব্যাক্তি ও সংস্থা গুলি এদেশের ঋণপত্রের বাজারে বিনিয়োগের (Foreign Investment) জন্য আগ্রহ দেখাবেন।বিদেশি বিনিয়োগ যত বাড়বে ততই লাভ ঘটবে এদেশের শেয়ার মার্কেটে (Stock Market). যা চরম সুবিধা দিতে পারে এর বিনিয়োগকারীদের। একটি হিসাব অনুযায়ী দেখা গেছে, ২০১৭ সালের জুনে এখানে বিদেশি লগ্নি ঢুকেছিল ২৫,৬৮৫ কোটি টাকা। তার এত দিন এই অঙ্ক ছিল সর্বাধিক।
জানুয়ারি মাসে এদেশের ঋণ পত্রের বাজারে মোট ২৫ হাজার ৮৪৩ কোটি টাকার Foreign Investment ধরা পড়েছে। তার ওপর আবার সাম্প্রতিককালে ১৯৮০০ কোটি টাকা লগ্নি করেছে বিদেশি সংস্থা গুলি। এদিকে আমাদের দেশে অর্থনৈতিক ঘাটতি কমানোর উদ্দেশ্যে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার। অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) Fiscal Deficit GDP এর ৫.১% করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
বাজেটে বড় ঘোষণা। 11 কোটি মানুষ পাবে 1 লাখ টাকা করে। স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আবেদন করুন।
তারপরে এই বছর এটি 4 শতাংশ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যাতে এদেশের আয় বাড়বে এবং ব্যয় কমবে। ফলে Foreign Investment ঘটলে তা সমৃদ্ধ করবে শেয়ার বাজারকে। আর দেশের স্টক মার্কেট (Stock Market) এবং শেয়ার মার্কেট যত উঠবে ততই দেশের অর্থনীতি এক অন্য মাত্রায় পৌঁছিয়ে যাবে। আর এই কারণের জন্য দেশের মানুষদেরই আখেরে সুবিধা হবে বলে মনে করছেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
Written by Nabadip Saha.
আধার কার্ড থাকলেই কয়েক মিনিটে লোন পাবেন। মোদী সরকারের নতুন স্কিম।