LPG Gas KYC – রান্নার গ্যাস বায়োমেট্রিক আপডেট করাতে বাড়িতে লোক পাঠানো হবে!! গ্যাসের দোকানে লম্বা লাইন?

কেন্দ্র সরকার গ্যাস ডিলারদের নির্দেশ দিয়েছে যে গ্যাসের সমস্ত গ্রাহকদের কেওয়াইসি বা LPG Gas KYC করিয়ে নিতে হবে গ্যাসের ভর্তুকি (LPG Gas Subsidy) পাওয়ার জন্য। ডিলারদের কাছ থেকে জানা গেছে কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে এই কাজটি শেষ করার দিনক্ষণ ধার্য করেছে ৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে। যত সেইদিন এগিয়ে আসছে তত গ্রাহকদের ভিড় বাড়ছে গ্যাসের অফিসে। ফলে প্রবীণ গ্রাহকরা খুবই সমস্যার পড়ছেন।

LPG Gas KYC New Update For All Citizens.

বিশেষত এই প্রবীণ গ্রাহকদের কথা মাথায় রেখে ইনডেনের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি লিখে বিশেষ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল অল বেঙ্গল সিটিজেন ফোরাম। কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্যাসের ভর্তুকি পেতে হলে গ্রাহকদের LPG Gas KYC তথ্য আপডেট করতে হবে। বায়োমেট্রিক তথ্য হিসেবে গ্রাহকদের আধার কার্ড, আঙ্গুলের ছাপ, মুখমণ্ডলের ছবি এমনকি চোখের ছবিও আপডেট করতে হবে।

LPG Gas KYC Update

আর এই LPG Gas KYC তথ্য আপডেট করার জন্য গ্রাহকদের গ্যাসের অফিসে যেতে হবে। গ্যাসের অফিসে গ্রাহকদের ভিড় ক্রমাগত বাড়ায় অনেক সময় সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। আর সার্ভার ডাউন না হলেও ইন্টারনেটের মাধ্যমে এক সঙ্গে অনেকজনের বায়োমেট্রিক আপডেট (LPG Gas KYC) করার জন্য ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে। কাজটি একদিনে না হলে কয়েকদিন পরপর গ্যাসের অফিসে যেতে হচ্ছে গ্রাহকদের।

এক সঙ্গে বহুজন মানুষ জমায়েত হওয়ায় গ্রাহকদের বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবচেয়ে অসুবিধার শিকার হচ্ছেন প্রবীণ নাগরিকরা এবং যারা অসুস্থ রয়েছেন তারা। অল্প বয়সে কর্মক্ষমতা মানুষের বেশি থাকলেও বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি মানুষেরই এখন কোমর এবং হাঁটুর সমস্যা তৈরি হচ্ছে। তাই এই গ্যাসের বায়োমেট্রিক (LPG Gas KYC) আপডেট করার লাইনে দাঁড়িয়ে প্রবীণ নাগরিকরা অসুস্থ হয়ে পড়ছেন।

এবার প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে নাগরিক সংগঠন অল বেঙ্গল সিটিজেন ফোরামের পক্ষ থেকে এলপিজি গ্যাস (LPG Gas) সরবরাহকারী সংস্থা ইনডেনের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি দিয়েছে। এই চিঠির মাধ্যমে প্রবীণ গ্রাহকদের বাড়িতে গিয়ে বায়োমেট্রিক আপডেটেডের কাজ করার আর্জি জানানো হয়েছে। তবে এক সূত্র মারফত খবর পাওয়া গেছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে গ্যাসের গ্রাহকদের বাড়িতে গিয়ে বায়োমেট্রিক তথ্য আপডেট করা হবে। তবে এই বিষয়ে এখনও কোনো পদক্ষেপ শুরু করেনি কেন্দ্র সরকার।

LPG Gas KYC বা রান্নার গ্যাসের লিংক কাদের জন্য বাধ্যতামূলক?

LPG Gas Booking (রান্নার গ্যাস বুকিং)
  • কেবলমাত্র উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন যারা ব্যবহার করছেন তাদের ৩১ শে ডিসেম্বরের মধ্যেই বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে।
  • উজ্জ্বলা যোজনার গ্যাস বাদে বাকি যারা রান্নার গ্যাস ব্যবহার করছেন তাদেরও LPG Gas KYC তথ্য আপডেট করতে হবে কিন্তু সেটা ৩১শে ডিসেম্বরের মধ্যে নয়‌।
  • বায়োমেট্রিক তথ্য আপডেট না করলে গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যাবে এই তথ্যটি সঠিক নয়। বায়োমেট্রিক তথ্য আপডেট না করলে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে কিন্তু গ্যাসের কানেকশন ঠিক থাকবে।

এবার রান্নার গ্যাস আধার লিঙ্ক করার নির্দেশ। ফের লাইনে দাড়াতে হবে। গ্রাহকদের ভোগান্তি চরমে।

কেন্দ্র সরকারের নির্দেশে বলা হয়েছে যে গ্যাসের অফিসে গিয়ে LPG Gas KYC তথ্য আপডেট না করলেও চলবে। গ্যাস ডেলিভারির সময় ডেলিভারিম্যান বায়োমেট্রিক তথ্য গ্রাহককে দিয়ে আপডেট করিয়ে নেবে। আর এই ঘোষণার ফলে সকলেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। কিন্তু সকল গ্রাহকদের নিজেদের সদিচ্ছায় এই কাজটি সময় অনুসারে সম্পন্ন করে নেওয়া উচিত বলে মনে করছেন অনেকে।
Written By Nupur Chattopadhyay.

রান্নার গ্যাসের ভর্তুকি কোন মাসে কত টাকা পাচ্ছেন? আদৌ পাচ্ছেন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment