Debit Card Credit Card: বদলে গেল ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম, পহেলা জানুয়ারী থেকে এই নিয়ম মানতে হবে

বিগত কয়েক বছরে ডিজিটাল লেনদেন (Debit Card Credit Card) অনেক গুন বেড়েছে। আর অতিমারী পরিস্থিতিতে এই হারের পরিমান আরও বেড়েছে। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট প্রভৃতি মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে জনগন এখন অভ্যস্থ। তবে পহেলা জানুয়ারী থেকে বদলে যাচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম। এবার থেকে টাকা তোলা বা অনলাইনে লেনদেনে মানতে হবে এই নিয়ম।

পূর্বে যেমন অনলাইনে কেনাকাটার সময়ে কার্ডের ১৬ সঙ্খ্যার নম্বর কিম্বা মেয়াদ, কিম্বা CVV নম্বর দিতে হতো, কিন্তু এখন কার্ডের মাধ্যমে (Debit Card Credit Card) কোনও সংস্থাকে টাকা মেটাতে সব সময়ে ১৬ সংখ্যার নম্বর দিতে হয় না। সেই সঙ্গে দিতে হয় না কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিভিভি। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে জোম্যাটো, সুইগি নিয়মিত ক্রেতাদের কার্ডের বিবরণ নিজেদের ব্যবস্থায় সংরক্ষিত রাখে। বার বার কেনাকাটা করলে অল্প আয়াসেই টাকা মেটানো যায়। কিন্তু এই ব্যবস্থা আর থাকবে না।

২০২২ সালের জানুয়ারি মাস থেকে কোনও সংস্থাই কোনও গ্রাহকের কার্ডের (Debit Card Credit Card) বিবরণ নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না। ইতিমধ্যেই এইচডিএফসি সহ বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের এই ব্যাপারে নির্দেশ পাঠাতে শুরু করেছে। তাতে বলা হয়েছে ১ জানুয়ারি থেকে ‘টোকেনাইজেশন’ পদ্ধতিতে লেনদেন হবে।

about:blank এই নতুন পদ্ধতিতেও গ্রাহককে ডেবিট বা ক্রেডিট কার্ডের ১৬ অঙ্কের সংখ্যা মনে রাখতে হবে না (Debit Card Credit Card)। কেনাকাটার সময়ে কার্ডের নম্বর থেকে সিভিভি বা কার্ডের এক্সপায়ারি ডেটের তথ্য দিতে হবে না। তার বদলে একটি টোকেন নম্বর দিতে হবে। তাতেই টাকা মেটানো যাবে। নতুন এই নিয়মে কোনও গ্রাহকের কার্ডের বিবরণ কোনও মার্চেন্ট সাইটে সংরক্ষণ করতে পারবে না। যার ফলে ব্যক্তিগত তথ্য চুরির ভয়ও থাকবে না। মার্চেন্ট এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলি সাধারণত নিজের গ্রাহকদের কার্ডের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করে, কারন এতে এক ক্লিকেই তারা লেনদেন করতে পারে। কিন্তু এতে গ্রাহকের বহু মুল্যবান তথ্য তাদের কাছে জমা থাকে। কিন্তু এতে তথ্য চুরির ঝুঁকি থেকেই যায়। এখন রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিত কার্ডের টোকেনাইজেশনের প্রযুক্তি অবলম্বন করলে সেই ঝুঁকিটাই এড়ানো যেতে পারে।

টোকেনাইজেশন পদ্ধতি কী?

বর্তমান পদ্ধতিতে যেমন গ্রাহকের কার্ড এর নম্বর, কোড প্রভৃতি দিতে হয়, টোকেনাইজেশন পদ্ধতিতে তার বিকল্প হিসাবে একটি টোকেন নম্বর দেওয়া হবে। এই নম্বরের মাধ্যমে লেনদেন করা যাবে। এতে ব্যক্তিগত তথ্য বিক্রেতা সংস্থার কাছে সংরক্ষিত থাকবে না। (Debit Card Credit Card)

এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্ড প্রদানকারী এবং কার্ড ব্যবহারকারী ছাড়া লেনদেনের সঙ্গে যুক্ত কোনও সংস্থাই কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না। আগে থেকে সংরক্ষিত এই ধরনের যাবতীয় তথ্য ১ জানুয়ারির আগেই মুছে ফেলতে হবে। (Debit Card Credit Card)

দেখতে দেখতেই টাকা দ্বিগুন হবে, পোষ্ট অফিসের সেরা স্কীম

ব্যাঙ্কের গ্রাহকরা কী ভাবে টোকেন পাবেন?

কোনও গ্রাহক যদি এই ব্যবস্থায় নিজের ব্যাক্তিগত তথ্য সুরক্ষিত করতে চান তবে, তিনি কার্ড প্রদানকারী সংস্থা (Debit Card Credit Card) বা ব্যাঙ্কের কাছে টোকেনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার কি মনে হয়, এই ব্যবস্থা কি গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, নিচে কমেন্ট করে জানাতে পারেন।

সরকারী ভর্তুকি নিয়ে ব্যাবসা করতে চাইলে এখানে ক্লিক করুন

আর পড়ুন,  সুখবর, স্টেট ব্যাংকে আকাউন্ট থাকলেই, এবার ফ্রিতে পাবেন এই তিনটি সুবিধা পড়তে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment