Dearness Allowance: পুজোর আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বড় খবর। বকেয়া টাকা একাউন্টে পেয়েছেন?

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ তথা Dearness Allowance নিয়ে আবারও দেখা দিল আশঙ্কা। না এবারে বকেয়া মহার্ঘ ভাতা (Arrear DA) নয়, বরং রাজ্য সরকার যে ডিএ গুলি সাম্প্রতিক কালে বৃদ্ধি (DA Hike Employee Benefits) করেছে সেখানেই দেখা দিয়েছে বড়সড়ো গরমিল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের (WB State Government Employees). এখন পরের মাস থেকে ডিএ দেওয়া রাজ্য সরকার বন্ধ করে দেয় নাকি সেই নিয়েই চিন্তায় সকলে।

Dearness Allowance Hike

রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। শেষবার মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ DA (Dearness Allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃদ্ধি এপ্রিল মাস থেকে কার্যকর হবে। কর্মীরা পাবেন মে মাসে। কিন্তু, বাস্তবে, এপ্রিলের বেতনের সঙ্গে নয় বরং মের বেতনের সঙ্গে সেই অতিরিক্ত ডিএ ঢোকে যা কর্মীরা পেতে শুরু করেন জুন মাস থেকে।

এরপর হিসাব মতো এপ্রিল মাসের বকেয়া চার শতাংশ এরিয়ার মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। জুলাই মাসের বেতন স্লিপে এপ্রিল মাসের জন্য চার শতাংশ ডিএ এরিয়ারের টাকা অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী অভিযোগ করেছেন, জুলাই মাসে কর্মচারীদের বেতন স্লিপে প্রদত্ত এক মাসের বকেয়া মহার্ঘ ভাতার টাকা সঠিকভাবে প্রতিফলিত হয়নি।

তার অভিযোগ, এই অর্থকে ‘ইন্টেরিম রিলিফ’ (IR) হিসেবে দেখানো হয়েছে, যা পরবর্তীতে বিভিন্ন প্রশাসনিক কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। অধিকারী জানিয়েছেন যে, পে স্লিপে এই ভুল তথ্যের প্রভাব শুধু কর্মচারীদের বর্তমান বেতনের হিসাবেই নয়, ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কাজে পে স্লিপ ব্যবহারের সময়ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষা দফতরের কাছে অবিলম্বে এই ভুল সংশোধনের দাবি জানানো হয়েছে, কারণ এই ভুল তথ্য কর্মচারীদের কাজকর্মে বিশাল বিপত্তি তৈরি করতে পারে।

আরও পড়ুন, আগস্ট মাসে ৩টি নিতুন ছুটি ঘোষণা, কবে কবে? দেখে নিন।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আরও বলেন যে, ‘অ্যানুয়াল স্টেটমেন্ট ডাউনলোড করলে দেখা যাচ্ছে যে বকেয়া মহার্ঘ ভাতা সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। এই ধরনের ভুল তথ্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ভুল সংশোধন করবে।’

আরও পড়ুন, সপ্তাহের শুরুতেই সোনার দাম কমে গেল। আজকের দাম জেনে নিন

অতিরিক্ত, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর কথা শোনা যাচ্ছে। সাধারণত জুলাই মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করা হয়ে থাকে। এই কারণে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, যেহেতু আগামী দিনগুলিতে তাদের বেতন সংক্রান্ত বিষয়গুলিতে পরিষ্কার তথ্যের অভাব দেখা দিতে পারে। যার জেরে নতুন করে পে স্লিপ সংশোধনের দাবী উঠেছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।

অন্যদিকে পুজোর আগে ৩% ডিএ পাওয়ার যে জল্পনা শোনা যাচ্ছে, সেটা নিয়েও কৌতূহল কর্মীদের মধ্যে। যদিও এই খবরের কোনও বিশ্বস্ত সোর্স পাওয়া যায়নি। খবর পেলে আপডেট জানানো হবে। আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment