Data entry Jobs Online -মোবাইলের মাধ্যমে অনলাইনে ইনকাম করার সহজ উপায়।
ইন্টারনেট সহজলভ্য হওয়ায় আজকাল প্রায় সকলেই মোবাইলে পারদর্শী হয়ে উঠেছে। আর মোবাইলে সীমিত জ্ঞান থাকলেই, সহজেই এখন (Data entry Jobs Online) অনলাইনে কিছু কাজ করে ভালো অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব। আর লকডাউনের কারনে বাড়িতে বসে অনলাইনে আয়ের রাস্তাও অনেক বেশী সুগম হয়ে গেছে। কিন্তু হাজার একটা ওয়েবসাইট এবং অ্যাপ এর মধ্যে কোনটিতে ভালো পেমেন্ট পাওয়া যায় এবং ঠিকমতো পেমেন্ট আসে, সেই নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
কি কাজ করতে হবে?
এই কাজ (Data entry Jobs Online) করতে হলে আপনাকে একটি অ্যাপ (Online Earning Apps) ইন্সটল কিম্বা ইন্সটল না করতে চাইলে ওয়েবসাইটে লগিন (Online Earning Websites) করে রেজিস্টার করতে হবে। এবং নিজের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনি কোন বিষয়ে লিখতে পারবেন, কোন ভাষায় লিখতে পারবেন বিভিন্ন অপশন দিতে হবে। এরপর আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে টাস্ক দেওয়া হবে। ধরুন আপনাকে একটি আর্টিকেল দেওয়া হলো, সেটিকে নিজের ভাষায় লিখতে হবে, কোনও কপি করা যাবে না।
যেমন অনলাইন ইনকামের (Online Work From Home) উপরে একটি আর্টিকেল কিম্বা একটি তথ্যমুলক স্ক্রিপ্ট দেওয়া হলো, সেখান থেকে মূল বক্তব্য এক রেখে নিজের ভাষায় টাইপ করে আপ্লোড করতে হবে। তারপর আপনার প্রোফাইলে তার জন্য পেমেন্ট আসবে। আর এইভাবে আপনি যত ভালো আর্টিকেল লিখতে পারবেন তত বেশী দামের কন্টেন্ট পাবেন। তবে মনে রাখবেন অন্য কোনও ওয়েবসাইট থেকে কপি করলে টাকা পাবেন না। কিম্বা আপনার ঐ আর্টিকেল অন্য কোনও সংস্থাকে দিতে পারবেন না। সেটা অন্য কোথাও পাবলিশ হলে কপিরাইট টুলের মাধ্যমে আপনি ধরা পড়ে যাবেন।
পেমেন্ট কিভাবে পাবেন?
আপনি যে অ্যাপ ইন্সটল করবেন বা ওয়েবসাইটে (Online Earning Website) কাজ করতে চাইবেন, তারা বিভিন্ন কোম্পানীর কাছ থেকে প্রজেক্ট বা অর্ডার পেয়ে থাকে। এবার তারা আউটসোর্স বা ফ্রিল্যান্সার দের কাছ থেকে আর্টিকেল সংগ্রহ করে। এবং সেটি ডিস্ট্রিবিউট করে। আর তারা যে পেমেন্ট দেয়, তার থেকে কিছু অংশ আপনাকে দেবে।
কিভাবে যুক্ত হবেন?
প্রথমে আপনাকে ডাটা এন্ট্রি বিভিন্ন কোম্পানীর অ্যাপ ডাউনলোড করতে হবে। অনেক ওয়েবসাইটের মধ্যে hiresine ওয়েবসাইট টি ঠিকমতো পেমেন্ট দেয়, এবং বাংলা আর্টিকেল ও গ্রহন করে। তবে বলে রাখি এই আর্টিকেলটি hiresine এর কোনও বিজ্ঞাপনমূলক আর্টিকেল নয়। গ্রাহকদের অভিজ্ঞতা এবং সার্ভে রিপোর্টের (Online Survey) উপর ভিত্তি করে এই প্রতিবেদন রচিত। এটি সম্পূর্ণ স্পন্সর ফ্রী আর্টিকেল। Data entry Jobs Online
এরপর এই ওয়েবসাইটের লগিন করে নিজের ডিটেইলস দিয়ে রেজিস্টার করুন, আপনি যে ভাষার আর্টিকেল লিখবেন সেই তথ্য দিন, ক্যাটাগরি সিলেক্ট করুন। এরপর আপনার আবেদন গৃহীত হলে আপনি টাস্ক (Online Work From Home) পেতে শুরু করবেন। এবং পেমেন্ট ও পাবেন। এই পেমেন্ট আপনি সরাসরি ব্যাংক একাউন্টে নিতে পারবেন। এছাড়াও আপনার ব্যাল্যান্স ৫০ ডলার হলে পেমেন্ট পাবেন। Data entry Jobs Online
কত টাকা আয় করা যায়?
আপনি কতটা আয় করবে সেটা নির্ভর করবে, আপনি কোন ভাষায় লিখবেন, কোন বিষয়ে লিখবেন, কোন দেশের জন্য লিখবেন। যেমন আপনি যদি ইংরাজী ভাষায় আর্টিকেল লেখেন তবে সেটি সারা বিশ্বব্যাপী সার্কুলেট হতে পারে। তাই ইংরাজী আর্টিকেলের রেট বেশী। আর ধরুন বাংলায় আর্টিকেল লিখলে সেটি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশের, মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই বাংলায় লিখলে কম পেমেন্ট পাবেন। সেটি এই কোম্পানীর ক্ষেত্রেই শুধু নয়, সমস্ত কোম্পানীরই একই নিয়ম। Data entry Jobs Online
ইংরাজীতে ভালো মানের লেখা বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনৈতিক বিষয়ে আর্টিকেলে প্রতি পৃষ্ঠায় 6$ ( ছয় ডলার) পর্যন্ত পেমেন্ট (Data entry Jobs Online) দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন দুটো করে আর্টিকেল লিখলে মাসে আমাদের দেশীয় টাকায় ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর বাংলা টাইপিং এর ক্ষেত্রে প্রতি আর্টিকেলের ক্ষেত্রে ১ ডলার এর কাছাকাছি পেমেন্ট পাবেন। তবে মনে রাখবেন আর্টিকেলের মান ভালো হওয়া চাই এবং কপি করা যাবে না।
এছাড়াও আপনি যদি ভালো আর্টিকেল না লিখতে পারেন তবে অনলাইনে ইনকাম করার আরও উপায় আছে, নিচের লিঙ্ক গুলো থেকে দেখতে পারেন। সব গুলো উপায়ই নির্ভরযোগ্য এবং পরীক্ষিত। আর্টিকেল টি কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারেন। Data entry Jobs Online