No Cost EMI এর ফাঁদে পড়েছেন? বিনা সুদে ঋণ কিস্তিতে জিনিস কিনে কি ক্ষতি হচ্ছে নিজেই দেখুন। লুকোনো খরচগুলি সম্পর্কে ধারণা আছে তো?

বর্তমানে যেকোনো দামি ইলেক্ট্রনিকস গেজেট কিংবা কোন জিনিসপত্র কেনার সময় No Cost EMI তথা বিনা সুদে ঋণ কিস্তি বা সুদ মুক্ত ঋণ এর উল্লেখ হতে দেখা যায়। বিভিন্ন অনলাইন শপিং প্লাটফর্ম হোক কি বড় কোন দোকান যেখান থেকেই শপিং করুন না কেন এই অফারটি আপনার চোখে পড়বে। ক্রেতাদের আকৃষ্ট করতে ‘বিনা খরচের কিস্তি’ বা No-Cost EMI দিয়ে থাকে দোকানদারেরা। প্রথমে মনে হবে অফারটি হয়তো বিনা খরচের। কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে, এর আড়ালেই লুকিয়ে আছে একগুচ্ছ খরচ তথা No Cost EMI Hidden charges.

No Cost EMI means and hidden charges

প্রথমেই আপনাদের No Cost EMI সংক্রান্ত ধারণাটি বুঝে নিতে হবে। মনে করুন আপনি একটি নতুন স্মার্টফোন কিনবেন। যার দাম পড়ছে মোটামুটি ৫০,০০০ টাকা। এবার আপনি পেলেন একটা অফার। যে অফারে এই ঘড়িটির উপর আপনি পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট। যদি আপনি No-Cost EMI অপশনটি বেছে নেন, তবে ৪,০০০ টাকার একটি আকর্ষণীয় ডিসকাউন্ট পাচ্ছেন। অর্থাৎ ব্যক্তিকে মোট ৪৬ হাজার টাকা ছয় মাসের কিস্তিতে শোধ করতে হবে। এই দেখে তো আপনার মনে হচ্ছে এর চেয়ে ভালো অফার আর হয়ই না।

কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দেখেও অবাক হলেন। বুঝলেন, ব্যাঙ্ক ৪৬,০০০ টাকার লেনদেনকে সুদসহ একটি ঋণ হিসেবে দেখিয়েছে। এর মধ্যে পড়েছে প্রায় ৪,০০০ টাকা সুদ। আর বাকি ৪২,০০০ টাকা দেখানো হয়েছে আসল হিসেবে। আর ঠিক এখানেই লুকিয়ে থাকে অতিরিক্ত খরচ বা No Cost EMI Hidden charges.

আরও পড়ুন, ব্যাংক থেকে সহজে বড় অঙ্কের ব্যক্তিগত ঋণ পাওয়ার ৫টি সহজ উপায়

No Cost EMI এর লুকানো খরচ কোনগুলি?

১) সুদের ওপর GST

আপাতদৃষ্টিতে দেখে না বোঝা গেলেও No Cost EMI Hidden charges বা এর কিছু লুকানো খরচ আছে। যা ক্রেতাদের অবশ্যই জেনে নিতে হবে। যেমন, ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া ঋণের সুদের ওপর এক্ষেত্রে ১৮% জিএসটি (GST) দিতে হয়। আপনি যে ৪,০০০ টাকার সুদ দেখেছিলেন, তার ওপর ধার্য হয়েছে ১৮% হারে মট ৭২০ টাকা জিএসটি।

২) প্রসেসিং ফি

দ্বিতীয় যে বিষয়টি চোখের আড়ালে থেকে যায় সেটি হলো প্রসেসিং ফি। প্রায় সমস্ত ব্যাংকই EMI রূপান্তরের জন্য এককালীন প্রসেসিং ফি নিয়ে থাকে। এই ফী শুরু হয় ১৯৯ টাকা থেকে। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এটি বিভিন্ন হতে পারে এবং এর সঙ্গে যুক্ত হয়ে থাকে জিএসটি। এই দুটি খরচ লুকানো থাকে কিন্তু টোটাল করলে আপনার খরচ বেশি হয়ে যায়।

আরও পড়ুন, ভারতে পাশ হলো অনলাইন গেমিং বিল। গেম খেলে টাকা উপার্জন চিরতরে বন্ধ। যাদের টাকা জমা আছে তারা কি করবেন?

কিভাবে সতর্ক থাকবেন?

সর্বদা কোন জিনিস কেনার সময় আপনার পেমেন্টের সঙ্গে নো কস্ট ইএমআই এর তুলনা করুন। সঠিকভাবে হিসেব করুন এবং শর্তাবলী গুলো পড়ে নিন। অনেক সময় দেখা যায় যে, এককালীন পেমেন্টে No-Cost EMI এর থেকেও ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। অনেক সময় এই EMI এর চক্করে পড়ে অতিরিক্ত পরিষেবা যুক্ত করে দেওয়া হয়। যেমন Free AMC offer বা কোনও প্রডাক্টের রক্ষনাবেক্ষন ও সার্ভিস এর অফার, যার সাথে সার্ভিস চার্জ ও ট্যাক্স এর নামে আসলে আপনার কাছ থেকে সেই সার্ভিসের টাকাটা ঘুর পথে নিয়েই নেওয়া হয়। সেটা জেনে বুঝে ফর্ম ফিলাপ করবেন।

আরও পড়ুন, প্রায় ২ লাখ টাকা খরচ বাড়লো আপনার। গৃহ ঋণের সুদের হার বাড়িয়ে দিল স্টেট ব্যাংক। কোন খাতে কত সুদ বাড়লো?

উপসংহার

সবসময়ই বিশেষ কোনো অফার দেখে আকৃষ্ট হয়ে পড়বেন না। কোন জিনিস কেনার আগে ঠান্ডা মাথায় বুঝেশুঝে কিনুন। প্রাথমিকভাবে বোঝা না গেলেও হয়তো আড়ালে আপনার খরচটাই বেড়ে যাচ্ছে। তাই শুধু অফারের দিকে দৌড়ে নয় নিজের বুদ্ধি ও বিবেচনাকে কাজে লাগিয়েই জিনিসপত্রের কেনাকাটা করুন। মনে রাখবেন কেউ ফ্রিতে কিছু দেয় না। তাই আপনার প্রয়োজন ও বাজার মূল্যের সাথে তুলনা করে নো-কস্ট ইএমআই এর জিনিস কেনা শ্রেয়।

শেয়ার করুন: Sharing is Caring!