রাজ্য সরকারী কর্মীদের কার্যত আরো একটা ডেট বৃথা গেল। তর্কের খাতিরে অনেক কিছুই বলা যায়। কিন্তু বকেয়া পাওয়াটা যদ্দিন হাতে না আসবে কিংবা সেলারি একাউন্টে না ঢুকবে যদ্দিন যত date ই আসুক, কিংবা মামলায় যতই জয় আসুক কোনো লাভ নেই। প্রতিবারের মতো কোর্ট বসে, আর তার পর যা হওয়ার তাই হয়। আজ ও রাজ্যের এজি বা সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্য মামলায় ব্যস্ত ছিলেন। তাই আজও বল গড়ালো না। শেষে বিচারক আদেশ দিলেন এক সপ্তাহের মধ্যে আসতে হবে নয়তো, আইনজীবী পরিবর্তন করে দেবেন। আইনী পরিভাষায় এই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ভাবেই বলা যায়। তবে মোদ্ধা কথা হলো এই মাসের শেষ দিন আরেকটি ডেট দেওয়া হয়েছে। পরের আপডেট ক্রমশ প্রকাশ্য।