আপনার কি PNB Savings Account বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেভিংস একাউন্ট রয়েছে? তবে আপনার এই খবরটি অবশ্যই জানা দরকার। নাহলে হতে পারে চরম সর্বনাশ!! হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল বহু জনের ব্যাংক একাউন্ট। এই মাসের মধ্যেই আরো একাউন্ট নিষ্ক্রিয় (Savings Account Idle) করে দেওয়া হবে এইভাবে, বলে জানিয়েছে ব্যাংক গুলি। ফলে বিপদে পড়বেন কোটি কোটি গ্রাহক। কেননা ব্যাংকে প্রায় সকলেরই কম বেশি সঞ্চয় থাকে।
PNB Savings Account Deactivation Notification For Customers.
তাই যদি একাউন্ট বন্ধ হয়ে যায় তো সমস্ত টাকা পয়সা চোট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে ভয় নেই, PNB Savings Account নিষ্ক্রিয় হয়ে গেলেও তা কিভাবে ফিরে পাওয়া যাবে সে কথাও জানানো হয়েছে। আপনি যদি নিজের একাউন্টটি বাঁচাতে চান তবে দ্রুত সাবধান হয়ে যান। এখনো সময় রয়েছে। একাউন্ট রক্ষা করতে হলে কি নিয়ম মানতে হবে সেটা দ্রুত জেনে নিন।
PNB Savings Account Deactivation
দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক (Public Sector Bank) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। পিএনবির সমস্ত গ্রাহকদের সতর্ক করা হয়েছে এই বিষয়ে যে বিশেষ এক কাজ না করলে তাদের PNB Savings Account খুব শীঘ্রই নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। মে মাসেই এই নিস্ক্রিয়করণ প্রক্রিয়া শুরু করেছে ব্যাংক। ইতিমধ্যেই বহুজনের ব্যাংক একাউন্ট (Bank Account) এইভাবে সরানো হয়েছে।
চলতি মাসের মধ্যেই বাকি অযোগ্য PNB Savings Account গুলিকেও সরিয়ে ফেলা হবে। কিন্তু হঠাৎ কেন করা হচ্ছে এই কাজ? কাদের একাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে? জেনে নেওয়া যাক। পিএনবি (PNB) নোটিশ অনুযায়ী জানা যাচ্ছে, সাধারণত যে সমস্ত ব্যাংক একাউন্ট গুলিতে তিন বছর বা তার বেশি সময় ধরে কোন ট্রানজেকশন হয় না সে গুলিকে নিষ্ক্রিয় একাউন্ট বলা হয়।
এই ধরনের PNB Savings Account গুলিতে ব্যাংক আর কোন সুদ জেনারেট করে না। গ্রাহকদের টাকা তোলা বা ফেলার অনুমতিও কেড়ে নেওয়া হয়। আর কিছুদিন পর একাউন্টটিকে ডিলিট করে দেয় ব্যাংক। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ধরনের বেশ কিছু একাউন্ট চিহ্নিত করে সে গুলিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত যে সমস্ত ব্যাংক একাউন্ট গুলি এমন অবস্থায় পড়ে রয়েছে সে গুলিকে বাতিল করে দেওয়া হবে।
তবে গ্রাহকদের বলা হয়েছে যদি তারা নিজেদের PNB Savings Account ফিরে পেতে চান তাহলে তারা এই কাজটি করে নিতে পারবেন। আর সকল একাউন্ট গ্রাহকদের কি করতে হবে সেই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হল। আপনারা এই সহজ কাজ করার মাধ্যমে সকলে এখনই ব্যাংকে গিয়ে নিজেদের এই কাজ নিমেসের মধ্যে সেরে ফেলতে পারবে।
How To Save Your PNB Savings Account
আপনার একাউন্ট যদি নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে ব্যাংক আগে আপনাকে SMS, লেটার কিংবা ইমেইল মারফত বিষয়টি জানাবে। এরপর আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। যেহেতু অনেক দিন লেনদেন না করার জন্য একাউন্ট বন্ধ হয়ে গেছে তাই পুনরায় লেনদেন চালু করে একাউন্টটি সক্রিয় করতে হবে। এক্ষেত্রে আপনি সেই মুহূর্তে কিছু টাকা জমা করে দিলে বা একাউন্ট থেকে কিছু টাকা তুলে নিলে আপনার একাউন্টটি পুনরায় চালু হয়ে যাবে।
তবে মনে রাখবেন যদি আপনি ব্যাংকের নোটিশ পেয়েও বিষয়টিকে এড়িয়ে যান বা লেনদেন না করেন, তখন কিন্তু ব্যাংক বাধ্য হবে আপনার PNB Savings Account দিয়ে বন্ধ করে দিতে। তবে এক্ষেত্রে বিশেষ কিছু একাউন্টকে ফ্রিজ করা হবে না বলে জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো সেই একাউন্ট হোল্ডারদের কোন প্রক্রিয়া আলাদা করে করতে হবে না একাউন্ট চালু রাখার জন্য।
এই রকম PNB Savings Account গুলি হল যে কোনো বিশেষ যোজনার আওতায় খোলা একাউন্ট যেমন SSY (Sukanya Samriddhi Yojana), PMJJBY (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), PMSBY (Pradhan Mantri Suraksha Bima Yojana), APY (Atal Pension Yojana), DBT (Direct Benefits Transfer) ছাত্রদের একাউন্ট, নাবালকদের একাউন্ট ইত্যাদি।
Good News For ICICI Bank Account Holders
তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB Savings Account) গ্রাহকদের জন্য দুঃসংবাদ থাকলেও দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক (Private Sector Bank) ICICI তার গ্রাহকদের দিয়েছে সুসংবাদ। এই ব্যাংকের নিজস্ব পেমেন্ট অ্যাপ iMobile Pay এর মাধ্যমে কোন প্রবাসী এতদিন UPI Payment করতে হলে তাকে একটি ভারতীয় নম্বর ব্যবহার করতে হতো।
স্টেট ব্যাংকে SBI WeCare ফান্ডে মাত্র কয়েক বছরে টাকা ডবল। আজই বিনিয়োগ করুন
কিন্তু এখন সেই নিয়ম বদলে দিয়ে ব্যাংক বলেছে যে কোন আন্তর্জাতিক নম্বর থেকেও এদেশে ইউপিআই পেমেন্ট করতে পারবেন এন আর আইরা। যার ফলে ঝক্কি কমলো তাদের। আর সকল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) গ্রাহকদের PNB Savings Account নিয়ে কোন চিন্তা করার দরকার নেই বলেই মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞরা।
Written by Nabadip Saha.
1 কোটি টাকা পাবেন LIC Jeevan Shiromani পলিসির মাধ্যমে, লটারি লাগলো দেশবাসীর!