হঠাৎ টাকার প্রয়োজন যে কোন সময় হতে পারে। এই পরিস্থিতিতে কি করবেন? Credit Card Loan থাকতে আর চিন্তা কিসের? আর লোকের কাছে হাত পাতবেন না। আজকাল বিপদের সময়ে হাতে টাকা না থাকলেও কোন চিন্তা নেই। এই ব্যাপারে সাহায্য করার জন্য ব্যাংক রয়েছে। আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে টাকা ধার (Loan) নিয়ে থাকি। ব্যাংক থেকে দুই ভাবে আপনি টাকা ধার নিতে পারেন।
Credit Card Loan VS Personal Loan Which One Is Best?
একটি সরাসরি লোনের মাধ্যমে আরেকটি হল ক্রেডিট কার্ডের (Credit Card Loan) মাধ্যমে। এই দুইয়ের ব্যবহারকারীর সংখ্যাই যথেষ্ট বেশি। দুটিরই নির্দিষ্ট সুবিধা রয়েছে। কিন্তু কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করলে সুবিধা বেশি পাওয়া যায়, এটা অনেকেই জানেন না। সেই নিয়েই আজকের প্রতিবেদন। পুরোটা মন দিয়ে পড়ে নিন, তাহলে আর টাকা চাইলে কোন সমস্যা থাকবে না কারোর।
Personal Loan vs Credit Card Loan
পার্সোনাল লোনের যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে অনেক। আবার Credit Card Loan এর ক্ষেত্রেও এই একই ঘটনা। তাই কোনখানে কোনটিকে কাজে লাগালে লাভ বেশি তা আপনাকেই ভাবতে হবে। এই জন্য আগে পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড (Credit Card) এর বিষয়ে ভালোভাবে জেনে নিন।
Get Instant Personal Loan
১. যে কোনো ব্যক্তিগত প্রয়োজন যেমন পড়াশোনা, ব্যবসা, চিকিৎসা, বিবাহ, ঘর তৈরি, গাড়ি কেনা ইত্যাদির জন্য লোন নেওয়া কে পার্সোনাল লোন বলা হয়।
২. পার্সোনাল লোনের ক্ষেত্রে আপনি এক সঙ্গে ২ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন।
৩. এই লোন স্বল্প, মাঝারি ও ৫ বছরের দীর্ঘমেয়াদী কিস্তিতে পরিশোধ করতে পারেন।
৪. পার্সোনাল লোনের সবচেয়ে বড় সুবিধাটি হল সুদের হারে।
৫. বেশিরভাগ ব্যাংক আমাদের দেশে ১১ থেকে ১৮ শতাংশ বার্ষিক সুদে আপনাকে ব্যক্তিগত ঋণ প্রদান করবে। যা যে কোন ব্যক্তির পক্ষেই শোধ করা সহজসাধ্য।
৬. কিন্তু পার্সোনাল লোন এর বেশ কিছু অসুবিধাও রয়েছে।
৭. পার্সোনাল লোনে আপনাকে একটি আমানত জমা রেখে লোন নিতে হয়। যদি কোন কারনে লোন শোধ না করতে পারেন তাহলে সেটি ব্যাংক কেড়ে নেওয়ার ভয় থাকে।
৮. পার্সোনাল লোন এর ক্ষেত্রে আপনাকে টাকা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আবেদন করলেই সঙ্গে সঙ্গে সুবিধা পাওয়া যাবে না।
৯. পার্সোনাল লোন নিতে গেলে আপনাকে সেই ব্যাংকের একজন গ্রাহক হতে হবে। তবেই লোন পাবেন।
১০. পার্সোনাল লোন নেওয়ার আগে প্রতিবার আপনার নূন্যতম আয় এবং ক্রেডিট স্কোর (Credit Score) চেক করা হয়। যদি আপনি যোগ্য হন তবেই লোন (Credit Card Loan) দেওয়া হয়।
Get Instant Credit Card Loan
১. আজকাল বেশিরভাগ মানুষেরই হাতে ক্রেডিট কার্ড (Credit Card) থাকে।
২. এমন কি পার্সোনাল লোন এর বদলে অনেকেই এখন ক্রেডিট কার্ড লোন নিয়ে থাকেন। এখানে যে সুবিধা গুলি রয়েছে তা হল।
৩. ক্রেডিট কার্ডে পার্সোনাল লোনের (Personal Credit Card Loan) চেয়ে সুরক্ষা অনেক বেশি। কারণ এটি আগে থেকে ব্যাংক মারফত অনুমোদন করে দেওয়া হয়।
৪. এই কার্ডে একটি প্রি অ্যাপ্রুভড অ্যামাউন্ট থাকে। তার ওপর আপনি লোন নিতে পারেন না।
৫. ক্রেডিট কার্ডের (Credit Card Loan) মাধ্যমে আপনি প্রয়োজনে যখন তখন যেখানে সেখানে ব্যাংক থেকে লোনের টাকা ট্রান্সফার করতে পারেন।
৬. ক্রেডিট কার্ডে লোনের জন্য কোন আমানত জমা রাখতে হয় না। তাই এখানে Credit Card Loan পাওয়া অনেক সুবিধা জনক।
৭. আপনার কাছে যে ব্যাংকেরই ক্রেডিট কার্ড থাকুক তা দিয়ে আপনি অন্য ব্যাংক থেকে সহজেই লোন পেতে পারেন। এই জন্য আপনাকে সেই ব্যাংকের গ্রাহক হতে হবে না।
৮. যেহেতু ক্রেডিট কার্ডে আগে থেকেই অনুমোদন করা থাকে, তাই ক্রেডিট কার্ড আপনি নিজের খুশি মত ব্যবহার করতে পারেন। এখানে ব্যাংক আপনার কোন যোগ্যতা নির্ধারণ করে না।
Car Loan বা Home Loan নিয়েছেন বা নেবেন আপনি? ভোটের মুখে RBI এর ঐতিহাসিক সিদ্ধান্ত।
Credit Card Loan Disadvantage
১. যেহেতু এখানে টাকার লিমিট থাকে তাই ক্রেডিট কার্ডে আপনি কেবল কম অ্যামাউন্ট এর লোনই নিতে পারবেন।
২. এই Credit Card Loan সর্বোচ্চ ৪৫ দিনের মেয়াদেই শোধ করে ফেলতে হবে।
৩. একটি ক্রেডিট কার্ডে ব্যাংক বার্ষিক ৩৫ থেকে ৪০ শতাংশ হারে চার্জ কাটে বা কখনো তার চেয়েও বেশি।Written by Nabadip Saha.
মাত্র 5 বছরে টাকা রিটার্ন, ডবল বোনাস। LIC এর নতুন পলিসি বাজারে এলো।