রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুন সুখবর। Village Civic Volunteer দের ফের প্রায় ১০০০ টাকা বেতন বাড়লো (Salary Hike). এর আগে চলতি বছরের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী সিভিক ভলান্টিয়ারদের ১০০০ টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেন। আগে তাদের বেতন ছিল ৯০০০ টাকা। এরপর বেড়ে হয় ১০ হাজার টাকা। কিন্তু এবার আরো ১ হাজার টাকা বাড়লো বেসিক পে। এরপর থেকে ১১ হাজার টাকা করে বেতন পাবেন সিভিক কর্মীরা।
Civic Volunteer Salary Hike in West Bengal
কোন মাস থেকে বেতন বাড়ছে?
কলকাতা পুলিশের সমান বেতন বৃদ্ধি (Salary Hike), বোনাস (Ad Hoc Bonus) ও অন্যান্য কয়েকটি দাবি নিয়ে বারবার সরকারের বিরোধিতা করেছেন রাজ্য ভিলেজ পুলিশের সিভিকরা (Village Civic Volunteer). সেই কারণে গত বছর দুর্গাপূজা থেকে তাদের বোনাস ২০০০ টাকা থেকে বাড়িয়ে কলকাতা পুলিশের সিভিকদের মতই ৫৩০০ টাকা করে রাজ্য সরকার। এরপর থেকে প্রতিবছর এই হারেই বোনাস লাভ করবেন তারা।
এছাড়াও সিভিক ভলান্টিয়ারদের রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করার প্রক্রিয়া চালু হয়েছে। এজন্য ২০ শতাংশ সিট সংরক্ষিত রাখা হয়। এমনকি তাদের ৬০ বছর পর্যন্ত কাজের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। আরো বেশি বেশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার চিন্তা চলছে।
চলতি বছরের শুরুতেই একটি ভার্চুয়াল কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ উভয়ের সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১৬৫% বৃদ্ধির কথা জানান। সেই অনুযায়ী তারপর মার্চ মাসে রাজ্য বাজেটে তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী ভট্টাচার্য বাজেট পেশের সময় উল্লেখ করেন ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এরপর প্রতিমাসে ১০০০ টাকা বেতন বৃদ্ধি ঘটবে সিভিকদের। এপ্রিল মাসের ১ তারিখ থেকেই সিভিক পুলিশরা তাদের একাউন্টে ১০ হাজার টাকা করে বেতন পেতে শুরু করেন।
কাদের বেতন বাড়ছে?
সম্প্রতি গত সোমবার নবান্নের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে সিভিক ভলেন্টিয়ারদের আরো একবার বেতন বৃদ্ধি করা হয়েছে এই সব কর্মীদের। বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক মজুরি বাড়তে চলেছে এবার সিভিক ভলেন্টিয়ারদের ৩৪ টাকা করে। যার ফলে তাদের মাসিক বেতনে প্রায় ১০০০ টাকা বৃদ্ধি ঘটবে বলে দেখা যাচ্ছে।
তবে সমস্ত সিভিক পুলিশদের ক্ষেত্রে কিন্তু এই বেতন বৃদ্ধি হবে না। কেবলমাত্র ভিলেজ সিভিক পুলিশ অর্থাৎ যারা গ্রামাঞ্চলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন তাদেরকেই এই বর্ধিত বেতন দেওয়া হবে। কবে থেকে এই টাকা একাউন্টে ঢুকবে, সে বিষয়েও শীঘ্রই ঘোষণা করবে রাজ্য সরকার।
আরও পড়ুন, সোনার দামে বদল আসছে। সোনা কেনার প্ল্যানিং থাকলে বাজেট ঘোষণার আগে কিনে ফেলুন।
রাজ্য সরকারি কর্মীদের ও বেতন বৃদ্ধি
এদিকে Civic Volunteer দের মতো রাজ্য সরকারি কর্মীদের ও বেতন বেড়েছে চলতি বছরের এপ্রিল থেকে। প্রথমে মে থেকে বেতন বৃদ্ধির কথা থাকলেও সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এপ্রিল থেকে বৃদ্ধি করা হয়। অন্যদিকে ১০ ও ১৮ বছর চাকরিরত শিক্ষক ও সরকারি কর্মীদের ৩% অতিরিক্ত ইনক্রিমেন্ট হচ্ছে আগামী জুলাই মাস থেকে। আর তার সাথে সমস্ত রাজ্য সরকারী কর্মী ও শিক্ষকদের জুলাই মাস থেকে ৩% বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। তাই আগামী মাসে উপকৃত হবেন সমস্ত সরকারি কর্মী ও সিভিক ভলান্টিয়ার।
Written by Nabadip Saha.
আরও পড়ুন, শুধু ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ। যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া