BSNL Recharge Plan: মোবাইল রিচার্জের দাম বাড়তেই গ্রাহক বাড়ছে BSNL এর। পাবেন ১ মাসের দামে ৩ মাসের ভ্যালিডিটি।

দেশের বেশিরভাগ টেলিকম কোম্পানী মোবাইল রিচার্জের দাম বাড়ালেও BSNL Recharge Plan বা এই সরকারি কোম্পানী দাম বাড়ায়নি। বরং TATA কোম্পানির সাথে জোট বেঁধে সস্তায় মোবাইল রিচার্জের সুবিধা দিয়েছে। যার জেরে এই ক’দিনেই হু হু করে বাড়ছে BSNL এর গ্রাহক সংখ্যা।

Cheapest BSNL Recharge Plan 2024

জুলাই মাসের শুরুর দিকেই রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel), এবং ভোডাফোন-আইডিয়া (VI) তাদের ট্যারিফ বাড়িয়েছে, যার ফলে ৩ জুলাই থেকে মোবাইল রিচার্জের খরচ বেড়েছে। ফলেযার কারণে গ্রাহকদের মাথায় এখন হাত। স্বাভাবিক, এখানে আগে ৭০০ টাকার মধ্যে তিন মাসের রিচার্জ প্ল্যান চলে আসত তারই দাম এখন বাড়িয়ে ১০০০ টাকার উপর করে দেওয়া হয়েছে। যেখানে বিএসএনএল অর্ধেক দামে BSNL Recharge Plan চালু করেছে।

এরপর থেকে আদৌ আর মোবাইল রিচার্জ করা যাবে কিনা সেই নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মানুষের মনে। তবে এই হতাশার মাঝেই স্মার্টফোন ব্যবহারকারীদের সুখবর দিয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL). অন্যান্য টেলিকম সংস্থাগুলি তুলনায় উল্টো পথে হেঁটে গ্রাহকদের জন্য তারা নিয়ে এসেছে BSNL Recharge Plan তথা সাশ্রয়ী রিচার্জ প্ল্যান।

BSNL এর সাশ্রয়ী রিচার্জ প্ল্যান

যেখানে অন্যান্য সংস্থা গুলি এ বাস থেকে তাদের রিচার্জের দাম প্রায় ৫০ থেকে ৬০ টাকা করে বাড়িয়েছে, সেখানে BSNL অনেক কম দামে দিচ্ছে লং টার্ম ভ্যালিডিটিযুক্ত প্লানের সুবিধা। ২৪৯ টাকার রিচার্জে পাওয়া যাচ্ছে ৪৫ দিনের ভ্যালিডিটি। BSNL Recharge Plan এ প্রতিদিনের জন্য থাকছে ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস, এবং ফ্রি কলিংয়ের সুবিধা। এই অফার গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

অন্যান্য সংস্থার মূল্যবৃদ্ধি

এয়ারটেল তাদের ২০৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ২৪৯ টাকা করেছে, যার মেয়াদ ২৮ দিন এবং প্রতিদিন ১ জিবি ডেটা। রিলায়েন্স জিওও একই পথে হেঁটেছে, তাদের ২০৯ টাকার প্ল্যানের দাম ২৪৯ টাকা করেছে এবং মেয়াদ ২৮ দিন। ভোডাফোন-আইডিয়াও ২৭৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ২৯৯ টাকা করেছে, যেটির মেয়াদ ২৮ দিন এবং প্রতিদিন ১ জিবি ডেটা।

BSNL এর নতুন প্ল্যানের প্রভাব

এই সাশ্রয়ী প্ল্যানের কারণে অনেক গ্রাহকই জিও এবং এয়ারটেলের কানেকশন ছেড়ে বিএসএনএলের দিকে ঝুঁকছেন। বিশেষত, যারা একাধিক সিম ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা। কারণ যেকোনো সিম ব্যাবহার করতে এখন কমপক্ষে ২০০ টাকা রিচার্জ করতে হবে, সেখানে শুধুমাত্র ভ্যালিডিটি চালু রাখার জন্য খুবই সস্তায় BSNL Recharge Plan চালু হয়েছে।

আরও পড়ুন, রেশন কার্ড গ্রাহকদের মোবাইলে মেসেজ ঢুকছে। কি নির্দেশ এলো, সকলের জানা জরুরী।

TATA এর সঙ্গে BSNL এর চুক্তি

সম্প্রতি BSNL এবং টাটা গ্রুপের মধ্যে ১৫ হাজার কোটি টাকার একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় টিসিএস (TCS) ৪টি ডেটা সেন্টার তৈরি করবে এবং দেশজুড়ে বিএসএনএলের ফোরজি কানেক্টিভিটি প্রসারিত করবে। এই উদ্যোগ বিএসএনএলের পরিষেবার মান উন্নত করবে এবং গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ সহজলভ্য করবে।

Telecom সংস্থাগুলির মূল্যবৃদ্ধির মাঝে BSNL এর এই সাশ্রয়ী অফার গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা। এর ফলে ভবিষ্যতে আরও বেশি গ্রাহক বিএসএনএলের দিকে আকৃষ্ট হতে পারে, যা কোম্পানির ব্যবসার জন্যও ইতিবাচক হবে। আর বেশিরভাগ গ্রাহক এই সরকারই কোম্পানির দিকে ঝুক্লে Jio ও রিচার্জের দাম কমাতে পারে। আর এর সাথে বাকি কোম্পানি ও প্রতিযোগিতায় টিকে থাকতে মোবাইল রিচার্জের দাম কমাতে পারে।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট। জুলাই মাসের এই তারিখে পাবেন ডবল টাকা

তবে সবচেয়ে বড় বাঁধা হলো BSNL এর সবজায়গায় 4G চালু হয়নি। আর 5G তো দূরের কথা। তবে BSNL যদি উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিসেবা দিতে সক্ষম হয়, তবে সাধারণ গ্রাহকদের জন্য সেটা সুবিধারই হবে। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন। নিয়মিত আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment