সকলেই চান অল্প টাকা বিনিয়োগ করে বেশি রিটার্ন পেতে। কেন্দ্র সরকারের এমনি একটি স্কিম হল অটল পেনশন যোজনা (APY Scheme)। এখনকার দিনে বিনিয়োগ করা একপ্রকার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন অনেকে। অনেক সময় দেখা যায় যেই আশা করে বিনিয়োগ করা হয়েছে, ঠিক ততটা পূরণ হয়নি। তাহলে এর জন্য কী করতে হবে? অবশ্যই এমন খাতে বিনিয়োগ করতে হবে যেখান থেকে লাভবান হওয়া সুনিশ্চিত। আজ আমরা আপনাদের এমনই এক স্কিমের কথা বলব। এই স্কিম নিয়ে ইতিমধ্যে কেন্দ্র সরকার কৌতুহল দেখিয়েছে। প্রতিদিন অল্প পরিমাণ বিনিয়োগ করতে পারলেই প্রতি মাসে পেয়ে যাবেন ৫ হাজার টাকা করে পেনশন। বিস্তারিত জেনে নিন।
Atal Pension Yojana (APY Scheme)
আজ আমরা কথা বলছি অটল পেনশন যোজনা (APY Scheme) সম্পর্কে। আপনার বয়স যদি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয় তাহলে আজই বিনিয়োগ শুরু করতে পারবেন। তবে ২০ বছরের মেয়াদে আপনাকে বিনিয়োগ করতে হবে। ২০ বছরের জন্য প্রতি মাসে বিনিয়োগ করতে পারলেই, মেয়াদ পূর্তিতে পেয়ে যাবেন পেনশন। এর দরুন প্রতি মাসে ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন। প্রতিদিন অল্প পরিমাণ সঞ্চয় করেও এই স্কিমে বিনিয়োগ করা সম্ভব। আপনি যদি ৪০ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন তাহলে ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু হয়ে যাবে। তবে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন তত আপনারই লাভ।
আপনি ১৮ বছর বয়সে যদি বিনিয়োগ শুরু করেন, সেক্ষেত্রে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেনশন পাওয়া শুরু করবেন। তার জন্য প্রতি মাসে ২১০ টাকা অর্থাৎ প্রতিদিন ৭ টাকা করে আপনাকে বিনিয়োগ করতে হবে। তাহলেই মেয়াদ পূর্তির পর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন। আবার যদি প্রতি মাসে ৪২ টাকা করে বিনিয়োগ করেন সে ক্ষেত্রে মেয়াদ পূর্তির পর ১ হাজার টাকা করে প্রতিমাসে পেনশন পাবেন।
এই মুহূর্তে দেশের ৫ কোটির বেশি মানুষ অটল পেনশন যোজনায় (APY Scheme) বিনিয়োগ করেছেন। আপনারা এই পেনশন স্কিমের কারণে প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে পেনশন পেয়ে যেতে পারেন। আবার ৬০ বছর বয়সের আগে যদি স্বামীর মৃত্যু হয়, তাহলে তাঁর স্ত্রী এই পেনশনের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়েই মারা যান সেক্ষেত্রে নমিনি সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন।
আরোও পড়ুন » Free Ration – কেন্দ্রের চাপে বন্ধ হতে পারে গরীবের ফ্রি রেশন। এবার শুধুমাত্র এরাই ফ্রি রেশন পাবেন।
এই স্কিমে বিনিয়োগ করতে গেলে আপনার ব্যাংক একাউন্ট এর সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। এই স্কিমে বিনিয়োগ করতে পারলে বার্ধক্য নিয়ে আর চিন্তা থাকবে না। এই স্কিমে সম্পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সরকার নিজেই এর নিশ্চয়তা দিচ্ছে।