পড়ুয়াদের উচ্চ শিক্ষায় সাহায্য করতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক স্কলারশিপ প্রোগ্রাম (Scholarship) এর আয়োজন করে থাকে। আপনি কি স্কলারশিপের টাকা পান? নাকি নতুন করে কোন সরকারি স্কলারশিপে আবেদন করতে চাইছেন? তবে সরকারের পক্ষ থেকে রয়েছে একটি বড় আপডেট। স্বামী বিবেকানন্দ (SVMCM) এবং ওয়েসিস (Oasis) এই দুটি স্কলারশিপ অত্যন্ত জনপ্রিয় শিক্ষার্থীদের কাছে। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই দুই স্কলারশিপের টাকা পেয়ে থাকেন। তাদের সকলকেই এবার সতর্ক হতে বলল সরকার।
WB Oasis SVMCM Scholarship Details.
বিষয়টি ঠিক কি? আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন এক সঙ্গে কি এই দুটি স্কলারশিপের (Scholarship) সুবিধা পাওয়া যায়। সম্প্রতি এই নিয়ে উত্তর মিলেছে সরকার (Government Of West Bengal) পক্ষ থেকে। যদি না জেনে থাকেন তবে দ্রুত বিষয়টি জেনে নিয়ে সাবধান হয়ে যান। আর মূলত আমাদের পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের এই সম্পর্কে ২০২৪ এর আগেই জেনে নেওয়া উচিত।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিন্স স্কলারশিপটি (SVMCM Scholarship) আমাদের রাজ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামে পরিচিত। প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এর টাকা পেয়ে থাকেন। সাধারণত মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে যথাক্রমে ৭৫ শতাংশ নম্বর, স্নাতকে ৬০ শতাংশ ও স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর পেলেই শিক্ষার্থীর আবেদন করতে পারেন এবং সুবিধা পেতে পারেন এই স্কলারশিপের। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সাধারণ এবং সংখ্যালঘু উভয় শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকেই টাকা দেওয়া হয়।
আরও পড়ুন, আধার কার্ড থাকলে, টাকা দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করুন।
ওয়েসিস স্কলারশিপ
এটিও দারুন পরিচিত একটি স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) এর মত এটিও মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল স্তরেই পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে। ছাত্রছাত্রীরা ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করলেই সরাসরি আবেদন জানাতে পারেন এই স্কলারশিপে এবং এর টাকা পান। তবে এই স্কলারশিপ টি একটু আলাদা। কারণ এখানে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারেন না।
এটি কেবল আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্র ছাত্রীদের জন্যই। যদি কোন সাধারণ শ্রেণি প্রার্থী এখানে আবেদন জানান তবে তা বাতিল হয়ে যায়। এখন প্রশ্ন হল
Can I apply OASIS and SVMCM both Scholarship at a time?
এক সঙ্গে দুটি স্কলারশিপ পাওয়া যায়?
সরকার এর নিয়ম অনুযায়ী, তা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস এই দুটি Scholarship এক সঙ্গে দুটি স্কলারশিপ পেতে পারেন না ছাত্রছাত্রীরা। অর্থাৎ কোন ছাত্র বা ছাত্রী যদি একটি স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেন তিনি অন্যটির জন্য আর পারবেন না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন? তারিখ সম্পর্কে নতুন আপডেট জেনে নিন।
অথবা তিনি করলেও গ্রাহ্য করা হবে না সেই আবেদন। কারণ এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীর আধার লিঙ্ক করে রাখে সরকার। তাই একই ব্যক্তি যদি দুটি Scholarship জন্য আবেদন করেন তা বাতিল হয়ে যাবে। এরপরও যদি আপনারা চান, তবে নিজের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে আগে একবার বিস্তারিতভাবে বিষয়টি জেনে নেবেন। আর তারপরই এগুলিতে আবেদন করুন।
Written by Nabadip Saha.