রাজ্যে বেজে গেল ভোটের ঘণ্টা। গতকাল তারই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতি জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। এ বার সেই তথ্য তুলে ধরে কমিশনকে চিঠি পাঠাতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যের শাসকদলের তরফে ওই বিষয়ে কমিশনকে চিঠি দেওয়া হতে পারে। তাদের মতে, এখন রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক। যে আসনগুলিতে নির্বাচন হওয়ার কথা সেগুলির আওতাভুক্ত এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য। তাই এখন নির্বাচন করা যেতেই পারে।ভবানীপুর, খড়দহ, গোসাবা, দিনহাটা, শান্তিপুর, সমশেরগঞ্জ ও জঙ্গিপুর— রাজ্যের এই সাতটি কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা। তৃণমূলের দাবি, এর মধ্যে অনেক কেন্দ্রেই বিগত কয়েক দিন ধরে কোভিড সংক্রমণের কোনও খবর নেই। জঙ্গিপুর, সমশেরগঞ্জ ও শান্তিপুরে কোভিড সংক্রমণ শূন্য। ভবানীপুর-সহ বাকি কেন্দ্রগুলিতেও সংক্রমণের সংখ্যা খুবই কম।