Business Ideas From Home – চাকরি ছাড়াই মাসে ৩০ হাজার টাকা রোজগার যুবকের, বাড়ির ছাদেই এই কাজ করে প্রতিষ্ঠিত হোন !!

Business Ideas From Home – চাকরি ছাড়াই মাসে ৩০ হাজার টাকা রোজগারের সুযোগ

বর্তমানে কর্পোরেট দুনিয়ার মাঝে মানুষ তাদের নিজেদের শখ , প্যাশন সমস্ত কিছু প্রায় ভুলেই গেছে (Business Ideas From Home)। সারাদিনের অ্যাসাইনমেন্ট এবং টার্গেট মিটিং প্রেসেন্টেশন এগুলোর মাঝে খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা তাদের প্যাশনকে পেশা বানাতে পারে। তার থেকেও খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা তাদের প্যাশনকে পেশা বানিয়ে সর্বোচ্চ সফলতায় পৌঁছাতে পারে।

সম্প্রতি এরকম একজন মানুষের সন্ধান পাওয়া যায় কেরালার এরনাকুলাম অঞ্চলে। প্রায় ৩০ হাজার টাকার ওপর রোজগার করে এই মাঝ বয়সী যুবকটি। আর এই রোজকার কোন কর্পোরেট দুনিয়াতে অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশনের মাধ্যমে নয়, পুরোটাই তার প্যাশন কে কেন্দ্র করে। (Business Ideas From Home)

রাজু হলেন প্রকৃতপক্ষে প্রকৃতিপ্রেমী এবং ফুলপ্রেমী। নানান ধরনের ফুলের প্রতি তার আগ্রহ অপরিসীম। এই আগ্রহ থেকেই তিনি তার ছাদে নানা ধরনের হাইব্রিড পদ্মের চাষ করা শুরু করেন। কি নেই তার কাছে ?? এশিয়ান পদ্ম, আমেরিকান পদ্ম কতো ধরনের কালেকশন। (Business Ideas From Home)

কিন্তু তার ক্যারিয়ারের প্রথম শুরু একবারেই এরকম ছিলো না , তিনিও সবার মতোই কর্পোরেট দুনিয়ার একজন কর্মচারী ছিলেন, তিনি চাকরি কাতারে। এরপর তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজের দেশে ফেরত আসেন। সংবাদসুত্রে একটি সাক্ষাৎকার এর মাধ্যমে জানা যায় রাজু দেশে ফেরার পরেও অনেক কর্পোরেট অফিসে চাকরির সুযোগ পায় কিন্তু সেগুলোর পারিশ্রমিক তার জন্য অত্যন্ত কম ছিল, ৮-৯ হাজার টাকার চাকরি করার ইচ্ছা তার একদমই ছিল না। তার থেকেও বড় ব্যাপার হলো রাজু কয়েকজন ফ্যামিলি ম্যান আর একজন ফ্যামিলি ম্যানের কম টাকায় সংসার চালানো কষ্টকর। তাও তিনি বাধ্য হয়ে আমার কর্পোরেট দুনিয়াতে যোগ দেন। Business Opportunities

কিন্তু তারপরেই গল্পটি ঘুরে যায়, তিনি তার একমাত্র প্যাশন ফলো করা শুরু করেন , সেটি যে ব্যবসায় পরিণত হবে এটি কোনদিনও ভাবতে পারেনি তিনি। কিন্তু তার চর্চার ফল তার জীবনে এখন চূড়ান্ত সাফল্য নিয়ে আসে। তবে তিনি উল্লেখ করেন সোশ্যাল মিডিয়া তার সাফল্যের পিছনে যথেষ্ট দায়ী। তিনি সর্বপ্রথম নিজের বাড়ির ছাদে পদ্ম ফুলের চাষ শুরু করেন। (Business Ideas From Home)

এরপর তিনি হঠাৎই একদিন তার চাষ করা পদ্ম ফুলের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এরপর গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পায়। সর্বপ্রথম গুজরাটের একটি ভদ্রলোক তার থেকে এই চাষের পদ্ম ফুল কিনেছিলেন। এরপর সেই গ্রাহকটি তার চেনাশোনা লোকজনদের মধ্যে এই পদ্ম ফুল কেনার পরামর্শ দেন। এরপরই আস্তে আস্তে বৃদ্ধি পায় তার গ্রাহকের সংখ্যা এবং পুরো দেশে তার চাষ করা পদ্মফুলের প্রচলন হয়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তার গ্রাহক। কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশেও রয়েছে রাজুর চাষ করার পদ্ম ফুলের গ্রাহক। (Business Ideas From Home)

বর্তমানে এই মহামারী মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনেকের চাকরি চলে গেছে, অনেকের পারিশ্রমিক কমে গেছে, অনেকের জীবিকা হারিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে। এইরূপ পরিস্থিতিতে প্রচুর মানুষ ব্যবসা শুরু করার কথা ভেবেছে। ব্যবসার মাধ্যমে অর্থ রোজগার করার এক নব পথ-প্রদর্শক বলা যেতে পারে রাজুকে। তবে রাজু বলেছেন, শুধুমাত্র ব্যবসার জন্য ফুল চাষ করা যায় না। (Business Ideas From Home)

ব্যবসায়িক মনোবৃত্তি দূরে রেখে প্রথমে প্রকৃতি এবং ফুলকে ভালোবেসে ধৈর্য সহকারে পরিশ্রমের মাধ্যমে বাড়িয়ে তুলতে হয় এই চাষাবাদ। তাকে আরো একটি প্রশ্ন করা হয়েছিল যে কেরালা সরকার তার নতুন উদ্যোগের পাশে রয়েছেন নাকি ?? তিনি জানান তিনি এই মুহূর্তে কেরালা সরকারের কাছ থেকে কোনরকম আর্থিক সাহায্য চায়নি তবে , কেরালার সরকারের কৃষি ভবন দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা নিজেরাই রাজুর পদ্ম চাষের জন্য যে যাদের প্রয়োজন সেই ছাদের যাবতীয় খরচ প্রদান করবেন। (Business Ideas From Home)

তবে যে কোন ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হলো পুঁজি। এই ব্যবসার জন্য ঠিক কত টাকা ইনভেস্ট করতে হতে পারে বলে মনে হয় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার উত্তরে তিনি বলেছিলেন খুব বেশি পরিমাণে অর্থ ইনভেস্টের দরকার পড়ে না। কারণ ৫০০ টাকা করে প্রতিটি টিউবারের দাম। (Business Ideas From Home)

আর চাষের জন্য প্রয়োজন কিছু সার এবং ঔষধী যে গুলির অর্থ খুব বেশী নয়। সব মিলিয়ে ৫০০ থেকে ১০০০ এর মধ্যে টাকা ইনভেস্ট করলে প্রাথমিকভাবে এই চাষ শুরু করা যাবে। তুমি শুধুমাত্র অর্থ ইনভেস্ট করা নয় ইনভেস্ট করতে হয় অনেক পরিশ্রম ধৈর্য ফুলের প্রতি ভালোবাসা। (Business Ideas From Home)

তাই এই দুর্মূল্যের বাজারে আর বেকার সমস্যার সমাধানে আপনারা সহজেই শুরু করতে পারেন এই ব্যাবসা, প্রাকৃতিক সৌন্দর্যয়ের সাথে নিজের জীবন অ প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের আরো ব্যাবসার আইডিয়া পেতে নিচের আর্টিকেলগুলো পড়তে পারেন। Profitable Home Business Ideas

ঘরে বসে চিপস এর ব্যাবসা করে সাবলম্বী হতে ক্লিক করুন

পুজি ছাড়া এই ব্যাবসা আপনাকে কোটিপতি করে দেবে

Business Ideas – বিনামুল্যে আমূলের ফ্রাঞ্চাইজি নিয়ে মাসে লাখ টাকা আয় করুন, এই অফার আর পাবেন না

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment